কলকাতা, 21 জুন : দেশের মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই রাহুল গান্ধিকে ইডি দিয়ে হেনস্তা করা হচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ তুলল কংগ্রেস (Congress claims Modi government harassed Rahul Gandhi through ED interrogation) । মঙ্গলবার কলকাতার এলগিন রোডের পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসের সামনে থেকে নিজাম প্যালেস অভিযান করেন বঙ্গ কংগ্রেসের নেতারা (Congress Agitation at Kolkata) । সেই কর্মসূচি থেকেই তাঁরা এই অভিযোগ তুললেন ৷
সর্বভারতীয় কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের অভিযোগ, মোদি সরকার প্রথম থেকেই কেন্দ্রীয় সংস্থা দিয়ে বিরোধীদের হেনস্তা করে চলেছে । ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকেও (Congress Leader Rahul Gandhi) হেনস্তা করছে । জিজ্ঞাসাবাদের নামে ঘণ্টার পর ঘণ্টা রাহুলকে হেনস্তা করা হচ্ছে । ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি শাসকদল বিজেপির অঙ্গুলিহেলনে চলছে ৷
তাঁর আরও দাবি, দেশ থেকে ব্রিটিশকে তাড়িয়ে ছিল জাতীয় কংগ্রেস (Congress) । ‘বিজেপি ব্রিটিশ’-কেও কংগ্রেস তাড়াবে । তাই কংগ্রেস আমলে তৈরি ইডি (ED), সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি (BJP) ব্যবহার করলেও রাহুলকে গ্রেফতার করতে পারবেন না । শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলতেই দেশের মানুষের কাছে কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি (National Herald Case) তদন্তে রাহুল গান্ধিকে কয়েকদিন ধরে টানা জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ সেই সময় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সোনিয়া গান্ধি (Congress Chief Sonia Gandhi) ৷ মায়ের অসুস্থতার জন্য ইডি-র কাছে কয়েকদিন সময় চেয়ে নিয়েছিলেন রাহুল ৷ কিন্তু গতকাল থেকে আবার তাঁকে জেরা শুরু হয় ৷ আজ আবার তাঁকে ডাকা হয়েছিল ৷
যেদিন রাহুল প্রথম নয়াদিল্লির ইডি অফিসে হাজিরা দেন, সেদিন থেকেই দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস ৷ মঙ্গলবার কলকাতার কর্মসূচিও তারই অঙ্গ ছিল ৷ এদিন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃত্ব ও কংগ্রেস কর্মীরা বিক্ষোভে অংশ নেন । নিজাম প্যালেস পর্যন্ত কংগ্রস কর্মীরা অভিযান করলেও, তাঁরা সেখানে প্রবেশ করতে পারেননি ৷ কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ তাদের বাইরেই আটকে দেয়৷ তার পর নিজাম প্যালেসের বাইরেই দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় কংগ্রেস ৷
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের অভিযোগ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির অসুস্থতার মাঝে রাহুলকে হেনস্তা করা হচ্ছে । মানসিক চাপ সৃষ্টির চেষ্টা চলছে । অথচ অগ্নিপথের মতো সর্বনাশা প্রকল্পের বিরুদ্ধে সোনিয়া গান্ধি সুর চড়িয়েছেন । প্রথম থেকেই গান্ধি পরিবার বিজেপি সরকারের ভুল চোখে আঙুল দিয়ে দেশের মানুষের কাছে তুলে ধরছে । আর ঠিক এই কারণেই তাদের হেনস্তা করা শুরু হয়েছে । কিন্তু এসব করে বিজেপি দেশের যুবকদের বিক্ষোভ বন্ধ করতে পারবে না ৷
আরও পড়ুন : Rahul Gandhi ED Appearence : রাত সাড়ে বারোটায় ইডি অফিস ছাড়লেন রাহুল ! মঙ্গলবারও তলব