ETV Bharat / city

বেলা বাড়তেই সুনসান শহর, বনধের প্রভাব পড়ল কলকাতায়

মিছিলে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়লেন আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য । রাজাবাজার ট্রাম ডিপোর সামনে বিক্ষোভ দেখানোর সময় রাস্তায় শুয়ে পড়েন তিনি ।

congress-and-left-workers-agitated-in-rajabazar-area-on-support-of-farmer-strike
বেলা বাড়তেই শুনসান শহর, বনধের প্রভাব পড়ল কলকাতায়
author img

By

Published : Dec 8, 2020, 4:58 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : সকালের দিকে যদিও সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা সচল ছিল শহরের রাস্তায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য চিত্র দেখা গেল মহানগরীতে। সপ্তাহের শুরুর দ্বিতীয় দিনে অফিস টাইমে বনধের চূড়ান্ত ব্যর্থতার চিত্র আর চোখে পড়ল না শহরের রাস্তায় । দফায় দফায় বাম এবং কংগ্রেস, ছাত্র, যুব ও মহিলা সংগঠনের মিছিলে শহরের যান চলাচল থমকে গিয়েছিল । প্রশাসন জোর করে পরিবহন পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করলেও, বেলার দিকে দেখা গেল রাজাবাজার ট্রাম ডিপো বন্ধ হয়ে গিয়েছে । তাড়াহুড়ো নেই অফিস পাড়ায় । চারিদিকেই ধর্মঘটের সফল চিত্র চোখে পড়ল ।


অন্য়দিকে, মিছিলে এসে ভিড়ের মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আরএসপির নেতা মনোজ ভট্টাচার্য । রাজাবাজার ট্রাম ডিপোর সামনে বিক্ষোভ দেখানোর সময়ই রাস্তায় শুয়ে পড়েন তিনি । তাঁকে দ্রুত চিকিৎসার জন্য় পাঠানো হয় ৷ তবে, রাজাবাজার ট্রাম ডিপোর সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় রাজ্যের কংগ্রেস ও বামপন্থী বিরোধীদলের সদস্যরা । একইসঙ্গে তাদের অভিযোগ ছিল, বিজেপি এই বনধকে সফল হতে দেয়নি ৷


আরও পড়ুন : ভারত বনধের প্রভাব পড়ল বারাসত-মধ্যমগ্রামে, বাম-কংগ্রেসের বিক্ষোভ

তবে, বিক্ষোভ শেষ হতেই সুনসান হয়ে যায় রাজাবাজার ট্রাম ডিপো এলাকা ৷ সেখানেই ফুটবল খেলতে দেখা যায় ধর্মঘটিদের ৷ এদিন গাড়ির টায়ার খুলে নিয়ে ট্রাম ডিপোর সামনে জ্বালিয়ে দেয় বনধ সমর্থনকারীরা ৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ এদিন রাজাবাজার থেকে বনধ সমর্থনকারীরা মিছিল করে মেছুয়া বাজারের দিকে চলে যায় ৷

কলকাতা, 8 ডিসেম্বর : সকালের দিকে যদিও সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা সচল ছিল শহরের রাস্তায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য চিত্র দেখা গেল মহানগরীতে। সপ্তাহের শুরুর দ্বিতীয় দিনে অফিস টাইমে বনধের চূড়ান্ত ব্যর্থতার চিত্র আর চোখে পড়ল না শহরের রাস্তায় । দফায় দফায় বাম এবং কংগ্রেস, ছাত্র, যুব ও মহিলা সংগঠনের মিছিলে শহরের যান চলাচল থমকে গিয়েছিল । প্রশাসন জোর করে পরিবহন পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করলেও, বেলার দিকে দেখা গেল রাজাবাজার ট্রাম ডিপো বন্ধ হয়ে গিয়েছে । তাড়াহুড়ো নেই অফিস পাড়ায় । চারিদিকেই ধর্মঘটের সফল চিত্র চোখে পড়ল ।


অন্য়দিকে, মিছিলে এসে ভিড়ের মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আরএসপির নেতা মনোজ ভট্টাচার্য । রাজাবাজার ট্রাম ডিপোর সামনে বিক্ষোভ দেখানোর সময়ই রাস্তায় শুয়ে পড়েন তিনি । তাঁকে দ্রুত চিকিৎসার জন্য় পাঠানো হয় ৷ তবে, রাজাবাজার ট্রাম ডিপোর সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় রাজ্যের কংগ্রেস ও বামপন্থী বিরোধীদলের সদস্যরা । একইসঙ্গে তাদের অভিযোগ ছিল, বিজেপি এই বনধকে সফল হতে দেয়নি ৷


আরও পড়ুন : ভারত বনধের প্রভাব পড়ল বারাসত-মধ্যমগ্রামে, বাম-কংগ্রেসের বিক্ষোভ

তবে, বিক্ষোভ শেষ হতেই সুনসান হয়ে যায় রাজাবাজার ট্রাম ডিপো এলাকা ৷ সেখানেই ফুটবল খেলতে দেখা যায় ধর্মঘটিদের ৷ এদিন গাড়ির টায়ার খুলে নিয়ে ট্রাম ডিপোর সামনে জ্বালিয়ে দেয় বনধ সমর্থনকারীরা ৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ এদিন রাজাবাজার থেকে বনধ সমর্থনকারীরা মিছিল করে মেছুয়া বাজারের দিকে চলে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.