ETV Bharat / city

নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির অসিত মিত্র, শুরু জল্পনা

নবান্ন সভাঘরে সরকারি সভা চলাকালীন হঠাৎই হাজির হলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক অসিত মিত্র । মঞ্চে না উঠলেও দর্শকাসনে বসেন তিনি । তাঁকে দেখে বেশ আপ্লুত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অসিতবাবুর সভায় যোগ দেওয়ার কথা সকলের উদ্দেশে ঘোষণাও করেন । আর এরপরই শুরু হয়েছে জল্পনা । কারণ সরকারি কোনও সভায় সচরাচর বিরোধীদলের জনপ্রতিনিধিদের দেখা যায় না । যদিওএই বিষয়ে অসিতবাবুর বক্তব্য,  হাওড়ার বিধায়ক হিসেবেই তিনি এসেছিলেন ।

অসিত মিত্র
author img

By

Published : Aug 17, 2019, 8:21 AM IST

Updated : Aug 17, 2019, 3:15 PM IST

কলকাতা, 17 অগাস্ট: নবান্ন সভাঘরে সরকারি সভা চলাকালীন হঠাৎই হাজির হলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক অসিত মিত্র । মঞ্চে না উঠলেও দর্শকাসনে বসেন তিনি । তাঁকে দেখে বেশ আপ্লুত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অসিতবাবুর সভায় যোগ দেওয়ার কথা সকলের উদ্দেশে ঘোষণাও করেন । আর এরপরই শুরু হয়েছে জল্পনা । কারণ সরকারি কোনও সভায় সচরাচর বিরোধীদলের জনপ্রতিনিধিদের দেখা যায় না । যদিওএই বিষয়ে অসিতবাবুর বক্তব্য, হাওড়ার বিধায়ক হিসেবেই তিনি এসেছিলেন ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কোনও সভা বা কর্মসূচিতে বিরোধী দলের নেতা-নেত্রীদের সাধারণত দেখা যায় না । বিরোধী দলের তরফে দীর্ঘদিনের অভিযোগ, তাদের জনপ্রতিনিধিরা ডাক পান না । পালটা অভিযোগ রয়েছে রাজ্যের শাসকদলের তরফেও । তাদের পালটা বক্তব্য, আমন্ত্রণ জানালেও আসেন না বিরোধী জনপ্রতিনিধিরা । কিন্তু, গতকাল সরকারি সভায় দেখা যায় কংগ্রেস বিধায়ক অসিত মিত্রকে ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই সভায় প্রবেশ করেন তিনি । দর্শকাশনে বসে সভার কাজ দেখেন । তা মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি । বক্তৃতা চলাকালীন অসিত মিত্রকে দেখতে পেয়ে আপ্লুত হন তিনি । নিজেই সভায় ঘোষণা করেন অসিত মিত্রর আসার কথা ।

শুনুন বক্তব্য

সভা শেষে ETV ভারতকে অসিত মিত্র বলেন, "বিধায়ক হিসেবে মমতা সভায় ডেকেছিলেন । তাই এলাম । তাঁর বক্তব্য শুনলাম । তবে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা কার্যকর হলে ভালো ।" অসিত মিত্র যাই বলুন না কেন এই বৈঠকে তাঁর যোগ দেওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছে । অনেকেরই প্রশ্ন, তাহলে কি এবার শাসকদলে দেখা যেতে পারে তাঁকেও? অন্যদিকে, এটাতেও প্রশান্ত কিশোরের হাত দেখছেন রাজনৈতিক মহলের একাংশ । তাদের মতে, PK-র পরামর্শে সরকারি সভায় বিরোধীদের আমন্ত্রণ-নিমন্ত্রণ করে গুরুত্ব দিচ্ছেন মমতা ।

কলকাতা, 17 অগাস্ট: নবান্ন সভাঘরে সরকারি সভা চলাকালীন হঠাৎই হাজির হলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক অসিত মিত্র । মঞ্চে না উঠলেও দর্শকাসনে বসেন তিনি । তাঁকে দেখে বেশ আপ্লুত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অসিতবাবুর সভায় যোগ দেওয়ার কথা সকলের উদ্দেশে ঘোষণাও করেন । আর এরপরই শুরু হয়েছে জল্পনা । কারণ সরকারি কোনও সভায় সচরাচর বিরোধীদলের জনপ্রতিনিধিদের দেখা যায় না । যদিওএই বিষয়ে অসিতবাবুর বক্তব্য, হাওড়ার বিধায়ক হিসেবেই তিনি এসেছিলেন ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কোনও সভা বা কর্মসূচিতে বিরোধী দলের নেতা-নেত্রীদের সাধারণত দেখা যায় না । বিরোধী দলের তরফে দীর্ঘদিনের অভিযোগ, তাদের জনপ্রতিনিধিরা ডাক পান না । পালটা অভিযোগ রয়েছে রাজ্যের শাসকদলের তরফেও । তাদের পালটা বক্তব্য, আমন্ত্রণ জানালেও আসেন না বিরোধী জনপ্রতিনিধিরা । কিন্তু, গতকাল সরকারি সভায় দেখা যায় কংগ্রেস বিধায়ক অসিত মিত্রকে ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই সভায় প্রবেশ করেন তিনি । দর্শকাশনে বসে সভার কাজ দেখেন । তা মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি । বক্তৃতা চলাকালীন অসিত মিত্রকে দেখতে পেয়ে আপ্লুত হন তিনি । নিজেই সভায় ঘোষণা করেন অসিত মিত্রর আসার কথা ।

শুনুন বক্তব্য

সভা শেষে ETV ভারতকে অসিত মিত্র বলেন, "বিধায়ক হিসেবে মমতা সভায় ডেকেছিলেন । তাই এলাম । তাঁর বক্তব্য শুনলাম । তবে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা কার্যকর হলে ভালো ।" অসিত মিত্র যাই বলুন না কেন এই বৈঠকে তাঁর যোগ দেওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছে । অনেকেরই প্রশ্ন, তাহলে কি এবার শাসকদলে দেখা যেতে পারে তাঁকেও? অন্যদিকে, এটাতেও প্রশান্ত কিশোরের হাত দেখছেন রাজনৈতিক মহলের একাংশ । তাদের মতে, PK-র পরামর্শে সরকারি সভায় বিরোধীদের আমন্ত্রণ-নিমন্ত্রণ করে গুরুত্ব দিচ্ছেন মমতা ।

Intro:কলকাতা, ১৬ অগাস্ট: নবান্ন সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন হঠাৎই হাজির হলেন প্রবীন কংগ্রেস নেতা অসিত মিত্র। মঞ্চে না উঠে দর্শাকাসনে বসলেন তিনি। অসিত মিত্রকে দেখে আপ্লুত হন মমতা। তার সভাতে যোগ দেওয়ার কথা মাইক ধরে সকলের উদ্দেশ্যে বলেন তিনি। হাওড়ার আমতারগ বিধায়ক তথা প্রবীন এই কংগ্রেস নেতা কেন মমতার সভাতে যোগ দিলেন ! তা নিয়ে জল্পনা অব‍্যাহত । যদিও অসিত বাবুর বক্তব‍্য, হাওড়ার একজন বিধায়ক হিসেবে এসেছিলেন তিনি।


Body:সাধারণত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কোনও সভা বা কর্মসূচিতে বিরোধী দলের নেতা-নেত্রীদের দেখা যায় না। বিরোধী দলের তরফ থেকে দীর্ঘদিনের অভিযোগ, তাদের সাংসদ- বিধায়ক বা জনপ্রতিনিধিরা ডাক পান না। পাল্টা অভিযোগ রয়েছে রাজ‍্যের শাসক দলের তরফ থেকেও। তারা বলে থাকেন, আমন্ত্রণ জানালেও আসেনা বিরোধীদের কেউই। তবে দুই পক্ষের তরজা যাই থাকুক না কেন, আজ মমতার সভায় হাজির হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অসিত মিত্র। মমতার বক্তৃতার মাঝেই সভায় প্রবেশ করেন অসিত । দর্শকাশনে বসে সভার কর্মকাণ্ড দেখেন । তবে নজর এড়ায় নি মমতার। বক্তৃতা চলাকলীন অসিত মিত্রকে দেখতে পেয়ে আপ্লুত হন। মুখ্যমন্ত্রী নিজেই মাইক হাতে চাউর করেন তার আসার খবর। সভা শেষে ফেরার পথে ইটিভি ভারতকে বলেন, 'হাওড়া জেলার একজন বিধায়ক হিসেবে মমতা সভায় ডেকেছিলেন তাই এলাম। তার বক্তব্য শুনলাম । তবে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা কার্যকর হলে ভালো।' অসিত মিত্র যা বলুন না কেন, মমতার সভাতে যোগ দেওয়া নিয়ে জল্পনা অব‍্যাহত। রাজ‍্যের শাসক দলে কি ভিড়তে চলেছেন অসিত ? উঠছে প্রশ্নও । অন‍্যদিকে, এটাতেও প্রশান্ত কিশোরের অদৃশ‍্য হাত দেখছেন রাজনৈতিক ওয়াকিবহালরা । তাদের মতে, পিকের পরামর্শে সরকারি সভাতে বিরোধীদের আমন্ত্রণ-নিমন্ত্রণ করে গুরুত্ব দিচ্ছেন মমতা। ইমেজ বাড়াতে এটাই এখন তার পথ‌।




Conclusion:
Last Updated : Aug 17, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.