কলকাতা, 17 অগাস্ট: নবান্ন সভাঘরে সরকারি সভা চলাকালীন হঠাৎই হাজির হলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক অসিত মিত্র । মঞ্চে না উঠলেও দর্শকাসনে বসেন তিনি । তাঁকে দেখে বেশ আপ্লুত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অসিতবাবুর সভায় যোগ দেওয়ার কথা সকলের উদ্দেশে ঘোষণাও করেন । আর এরপরই শুরু হয়েছে জল্পনা । কারণ সরকারি কোনও সভায় সচরাচর বিরোধীদলের জনপ্রতিনিধিদের দেখা যায় না । যদিওএই বিষয়ে অসিতবাবুর বক্তব্য, হাওড়ার বিধায়ক হিসেবেই তিনি এসেছিলেন ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কোনও সভা বা কর্মসূচিতে বিরোধী দলের নেতা-নেত্রীদের সাধারণত দেখা যায় না । বিরোধী দলের তরফে দীর্ঘদিনের অভিযোগ, তাদের জনপ্রতিনিধিরা ডাক পান না । পালটা অভিযোগ রয়েছে রাজ্যের শাসকদলের তরফেও । তাদের পালটা বক্তব্য, আমন্ত্রণ জানালেও আসেন না বিরোধী জনপ্রতিনিধিরা । কিন্তু, গতকাল সরকারি সভায় দেখা যায় কংগ্রেস বিধায়ক অসিত মিত্রকে ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই সভায় প্রবেশ করেন তিনি । দর্শকাশনে বসে সভার কাজ দেখেন । তা মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি । বক্তৃতা চলাকালীন অসিত মিত্রকে দেখতে পেয়ে আপ্লুত হন তিনি । নিজেই সভায় ঘোষণা করেন অসিত মিত্রর আসার কথা ।
সভা শেষে ETV ভারতকে অসিত মিত্র বলেন, "বিধায়ক হিসেবে মমতা সভায় ডেকেছিলেন । তাই এলাম । তাঁর বক্তব্য শুনলাম । তবে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা কার্যকর হলে ভালো ।" অসিত মিত্র যাই বলুন না কেন এই বৈঠকে তাঁর যোগ দেওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছে । অনেকেরই প্রশ্ন, তাহলে কি এবার শাসকদলে দেখা যেতে পারে তাঁকেও? অন্যদিকে, এটাতেও প্রশান্ত কিশোরের হাত দেখছেন রাজনৈতিক মহলের একাংশ । তাদের মতে, PK-র পরামর্শে সরকারি সভায় বিরোধীদের আমন্ত্রণ-নিমন্ত্রণ করে গুরুত্ব দিচ্ছেন মমতা ।