ETV Bharat / city

প্যাকেজে ‘মমতা’ মিলছে বইমেলায়, দাম  2000 টাকা - উপলব্ধি

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের 101 টি বইয়ের সম্পূর্ণ প্যাকেজ পাওয়া যাচ্ছে 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । এছাড়া তাঁর সুর করা গানের সিডি, কবিতার সিডি, শিশুদের ছড়ার সিডিও পাওয়া যাচ্ছে ৷

mamata books
মমতা বন্দোপাধ্যায়ের 101 টি বইয়ের সম্পূর্ণ প্যাকেজ
author img

By

Published : Feb 8, 2020, 9:47 AM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: মমতা বন্দ্যোপাধ্য়ায় কেবল দলনেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী নন ৷ তিনি কবি, চিত্রশিল্পী এবং লেখকও ৷ প্রতিবছরই বইমেলায় তার নতুন বই প্রকাশিত হয় ৷ এইবছরও তার ব্যতিক্রম হয়নি, লেখক মমতার 101 টি বইয়ের সম্পূর্ণ প্যাকেজ পাওয়া যাচ্ছে 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ।

এই প্যাকেজে থাকছে মোট 101টি বই,দাম প্রায় 2000 টাকা৷ এরমধ্যে সম্প্রতি প্রকাশিত বইগুলি ছাড়াও তার লেখা পুরোনো বইগুলি থাকবে ৷ এছাড়া তাঁর সুর করা গানের সিডি, কবিতার সিডি, শিশুদের ছড়ার সিডিও পাওয়া যাচ্ছে ৷ বইয়ের সঙ্গে অর্ডার করলে ক্রেতাদের কাছে পৌছে যাবে এই সিডিগুলিও ৷

তৃণমূলের শ্রমিকসংগঠনের নেত্রী দোলা সেন বলেন, ‘‘এবছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 13টি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে 6টি ইংরেজি, 6টি বাংলা ও একটি উর্দু ভাষায় । সবকটি বই-ই খুব ভালো বিক্রি হচ্ছে । আজ 12 বছর ধরে আমি জাগোবাংলার স্টলে বসছি, আমি দেখেছি এই 12 বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলি ‘বেস্ট সেলার’ । বইমেলায় আর কোনও স্টলে একক লেখকের বই বিক্রি হয় না । আমাদের ষ্টলে সবাই ওনার বই-ই কিনতে আসেন । এইবছর ‘জীবন সংগ্রাম’, ‘সেরা মমতা’ বা ‘চলো যাই’ বইগুলোর চাহিদা রয়েছে । এর পাশাপাশি ‘নোট বাতিল’, ‘পরিবর্তন’, ‘নাগরিকত্ব আতঙ্ক’ এই বইগুলিরও প্রচুর চাহিদা রয়েছে ।


তাঁর কবিতা, গল্প, উপন্যাস, জীবন কাহিনী, রাজনৈতিক প্রবন্ধ সহ বর্তমানের NRC ও CAA নিয়ে লেখা সব বই-ই হটকেকের মতো বিক্রি হচ্ছে । সব বইগুলি মিলিয়ে প্যাকেজ হিসাবে জাগো বাংলার স্টলে বিক্রি হচ্ছে । যেই বইগুলি আগে লিখেছিলেন, যা অন্যান্য দোকানে অনেক সময় পাওয়া যায় না, যেমন তার প্রথম জীবনে লেখা ‘অনুভূতি’, ‘উপলব্ধি’ ও ‘একান্তে’ বইগুলিও পাওয়া যাচ্ছে ৷ চাহিদাও রয়েছে প্রচুর ।

কলকাতা, 8 ফেব্রুয়ারি: মমতা বন্দ্যোপাধ্য়ায় কেবল দলনেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী নন ৷ তিনি কবি, চিত্রশিল্পী এবং লেখকও ৷ প্রতিবছরই বইমেলায় তার নতুন বই প্রকাশিত হয় ৷ এইবছরও তার ব্যতিক্রম হয়নি, লেখক মমতার 101 টি বইয়ের সম্পূর্ণ প্যাকেজ পাওয়া যাচ্ছে 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ।

এই প্যাকেজে থাকছে মোট 101টি বই,দাম প্রায় 2000 টাকা৷ এরমধ্যে সম্প্রতি প্রকাশিত বইগুলি ছাড়াও তার লেখা পুরোনো বইগুলি থাকবে ৷ এছাড়া তাঁর সুর করা গানের সিডি, কবিতার সিডি, শিশুদের ছড়ার সিডিও পাওয়া যাচ্ছে ৷ বইয়ের সঙ্গে অর্ডার করলে ক্রেতাদের কাছে পৌছে যাবে এই সিডিগুলিও ৷

তৃণমূলের শ্রমিকসংগঠনের নেত্রী দোলা সেন বলেন, ‘‘এবছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 13টি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে 6টি ইংরেজি, 6টি বাংলা ও একটি উর্দু ভাষায় । সবকটি বই-ই খুব ভালো বিক্রি হচ্ছে । আজ 12 বছর ধরে আমি জাগোবাংলার স্টলে বসছি, আমি দেখেছি এই 12 বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলি ‘বেস্ট সেলার’ । বইমেলায় আর কোনও স্টলে একক লেখকের বই বিক্রি হয় না । আমাদের ষ্টলে সবাই ওনার বই-ই কিনতে আসেন । এইবছর ‘জীবন সংগ্রাম’, ‘সেরা মমতা’ বা ‘চলো যাই’ বইগুলোর চাহিদা রয়েছে । এর পাশাপাশি ‘নোট বাতিল’, ‘পরিবর্তন’, ‘নাগরিকত্ব আতঙ্ক’ এই বইগুলিরও প্রচুর চাহিদা রয়েছে ।


তাঁর কবিতা, গল্প, উপন্যাস, জীবন কাহিনী, রাজনৈতিক প্রবন্ধ সহ বর্তমানের NRC ও CAA নিয়ে লেখা সব বই-ই হটকেকের মতো বিক্রি হচ্ছে । সব বইগুলি মিলিয়ে প্যাকেজ হিসাবে জাগো বাংলার স্টলে বিক্রি হচ্ছে । যেই বইগুলি আগে লিখেছিলেন, যা অন্যান্য দোকানে অনেক সময় পাওয়া যায় না, যেমন তার প্রথম জীবনে লেখা ‘অনুভূতি’, ‘উপলব্ধি’ ও ‘একান্তে’ বইগুলিও পাওয়া যাচ্ছে ৷ চাহিদাও রয়েছে প্রচুর ।

Intro:লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের বই যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য এবারে 101 খানা বইয়ের একটি প্যাকেজ মিলছে 44তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায়।


Body:মমতা বন্দ্যোপাধ্যায়ের সবগুলি বই একসঙ্গে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। এই প্যাকেজের মধ্যে তাঁর নতুন বইও যেমন থাকবে, থাকবে একদম হালফিলের বইগুলিও। শুধু মাত্র বই নয় এনেই ওনার লেখা ও শুরু করা গানের সিডি, কবিতার সিডি ও বাচ্চাদের ছড়ার সিডিও পাওয়া যায়। বইয়ের সাথে কেউ এই সিডিও অর্ডার করলে সেগুলি পৌঁছে দেওয়া হয় ক্রেতার কাছে।

তৃণমূলের শ্রমিকসংগঠনের নেত্রী দোলা সেন বলেন, "এবছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 13টি বই প্রকাশ হয়েছি যার মধ্যে 6টি ইংরেজি, 6টি বাংলা ও একটি উর্দু। সবকটি বই খুব ভালো বিক্রি হচ্ছে। আজ 12 বছর হল আমি এই জাগোবাংলার স্টলে বসছি আমি দেখেছি এই 12 বছরই মমতা বন্দ্যোপাধ্যায় বেস্ট সেলার।বইমেলায় আর কোনও স্টল একক লেখকের বই বিক্রি হয়না। সবাই ওনার বইই কিনতে আসেন। ঠিক একই ভাবে এখনকার বই যেমন 'জীবন সংগ্রাম', 'সেরা মমতা' বা 'চলো যাই' এই বইগুলোরও কাটতি আছে।

তিনি বলেন পাশাপাশি নোট বাতিল, পরিবর্তন, নাগরিকত্ব আতঙ্ক এই বইগুলিরও প্রচুর চাহিদা রয়েছে।

তাঁর কবিতা, গল্প, উপন্যাস, জীবন কাহিনী, রাজনৈতিক প্রবন্ধ সহ বর্তমানের NRC ও CAA নিয়ে লেখা সবই হটকেকের মতো বিক্রি হচ্ছে। সববই গুলি কে নিয়ে প্যাকেজ দিচ্ছে বই মেলায় জাগো বাংলার স্টল। বহু বই আগে যে বই গুলি লিখেছেন সেগুলি অন্যান্য দোকানে অনেক সময় পাওয়া যায় না। যেমন তার প্রথম জীবনে লেখা বই যেমন 'অনুভূতি', 'উপলব্ধি' ও 'একান্তে' বইগুলির চাহিদা আজও রয়েছে।


Conclusion:তাঁর সবকটি বইয়ের প্যাকেজটির দাম প্রায় 2000 টাকা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.