ETV Bharat / city

Complaint Lodged Against Madan Mitra : জাতীয় ফুলের অবমাননা, অভিযোগ দায়ের মদন মিত্রের বিরুদ্ধে - Complaint Lodged Against Madan Mitra

প্রকাশ্যে জাতীয় ফুলের অবমাননার ঘটনায় মদন মিত্রের বিরুদ্ধে ইতিউতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন অনেকেই ৷ শনিবার ঘটনার প্রতিবাদে অভিযোগ দায়ের হল কামারহাটি বিধায়কের বিরুদ্ধে (Complaint Lodged Against Madan Mitra for insulting the national flower) ৷

Complaint Lodged Against Madan Mitra
জাতীয় ফুলের অবমাননা, অভিযোগ দায়ের মদন মিত্রের বিরুদ্ধে
author img

By

Published : Jan 29, 2022, 4:29 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷ সম্প্রতি কেন্দ্রের পদ্মসম্মান প্রত্যাখ্যান করেছেন বাংলার তিন খ্যাতনামা ৷ গত 25 জানুয়ারি এই ঘটনার পরদিন বেলঘরিয়ার এক পুষ্প প্রদর্শনীতে কেন্দ্রকে তোপ দাগেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ পদ্ম ছিঁড়ে পুষ্প প্রদর্শনী থেকে বাংলায় জাতীয় ফুল বয়কটের ডাক দেন তিনি।

প্রকাশ্যে জাতীয় ফুলের অবমাননার ঘটনায় মদন মিত্রের বিরুদ্ধে ইতিউতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন অনেকেই ৷ শনিবার ঘটনার প্রতিবাদে অভিযোগ দায়ের হল কামারহাটি বিধায়কের বিরুদ্ধে (Complaint Lodged Against Madan Mitra for insulting the national flower) ৷ উত্তর কলকাতা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ রমজান আলি-সহ কয়েকজন বিজেপি কর্মী রহড়া থানায় এসে এদিন মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শেখ রমজান আলি এদিন রহড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসারকে সৌজন্যমূলক পদ্মফুল প্রদান করতে গেলে অফিসার তা গ্রহণে অস্বীকার করেন।

আরও পড়ুন : Madan Mitra injured : মদন মিত্রের বাইকে লরির ধাক্কা, পায়ে চোট কামারহাটির বিধায়কের

এরপর থানা থেকে বেরিয়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি সাধারণ মানুষের মধ্যে সেই পদ্মফুল বিতরণ করেন। তিনি জানান, একজন বিধায়ক হিসেবে পদ্ম ফুল ছিঁড়ে ফেলা এবং ওই ধরনের মন্তব্য কখনোই সমীচীন নয়। সেই কারণেই মদন মিত্রের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের ৷

কলকাতা, 29 জানুয়ারি : গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷ সম্প্রতি কেন্দ্রের পদ্মসম্মান প্রত্যাখ্যান করেছেন বাংলার তিন খ্যাতনামা ৷ গত 25 জানুয়ারি এই ঘটনার পরদিন বেলঘরিয়ার এক পুষ্প প্রদর্শনীতে কেন্দ্রকে তোপ দাগেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ পদ্ম ছিঁড়ে পুষ্প প্রদর্শনী থেকে বাংলায় জাতীয় ফুল বয়কটের ডাক দেন তিনি।

প্রকাশ্যে জাতীয় ফুলের অবমাননার ঘটনায় মদন মিত্রের বিরুদ্ধে ইতিউতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন অনেকেই ৷ শনিবার ঘটনার প্রতিবাদে অভিযোগ দায়ের হল কামারহাটি বিধায়কের বিরুদ্ধে (Complaint Lodged Against Madan Mitra for insulting the national flower) ৷ উত্তর কলকাতা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ রমজান আলি-সহ কয়েকজন বিজেপি কর্মী রহড়া থানায় এসে এদিন মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শেখ রমজান আলি এদিন রহড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসারকে সৌজন্যমূলক পদ্মফুল প্রদান করতে গেলে অফিসার তা গ্রহণে অস্বীকার করেন।

আরও পড়ুন : Madan Mitra injured : মদন মিত্রের বাইকে লরির ধাক্কা, পায়ে চোট কামারহাটির বিধায়কের

এরপর থানা থেকে বেরিয়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি সাধারণ মানুষের মধ্যে সেই পদ্মফুল বিতরণ করেন। তিনি জানান, একজন বিধায়ক হিসেবে পদ্ম ফুল ছিঁড়ে ফেলা এবং ওই ধরনের মন্তব্য কখনোই সমীচীন নয়। সেই কারণেই মদন মিত্রের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.