ETV Bharat / city

বর্ষবরণে নিয়ম না মেনে DJ , 3 অভিজাত ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের - dj in new year fest

নিয়মের পরোয়া না করেই বর্ষবরণের রাতে চলছিল DJ । কলকাতার 3টি অভিজাত ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পরিবেশ দপ্তর ।

FIR against elite clubs
অভিজাত ক্লাবের বিরুদ্ধে অভিযোগ
author img

By

Published : Jan 3, 2020, 5:18 AM IST

Updated : Jan 3, 2020, 5:52 AM IST

কলকাতা, 3 জানুয়ারি : তারস্বরে বাজছিল DJ। সঙ্গে দেদার খানাপিনা, হইহুল্লোড় । কোথাও যে নিয়ম ভাঙা হচ্ছে, তার কোনও হুঁশই ছিল না । তবে শেষমেশ রেহাই পাওয়া গেল না । কলকাতার তিন অভিজাত ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পরিবেশ দপ্তর ।

বর্ষবরণ উপলক্ষে কলকাতার নানা ক্লাবে নানান ইভেন্টের আয়োজন করা হয়েছিল । অনেক ক্লাবে মেম্বার এবং গেস্টদের জন্য ছিল DJ নাইট । তবে ক্লাবগুলিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত DJ বাজানোর অনুমতি দিয়েছিল প্রশাসন । কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, নির্ধারিত সময় পেরোলেই আর বাজানো যাবে না DJ। কিন্তু বেশ কয়েকটি ক্লাব মানেনি সেই নিয়ম । রবীন্দ্র সরোবরের দুই অভিজাত ক্লাবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবেশ দপ্তর । পাশাপাশি শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি ক্লাবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, নিয়ম না মেনে ওই ক্লাবগুলির DJ বাজানোর ফুটেজ় এবং সাউন্ড ক্লিপ তাদের হাতে এসেছে । বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে । তবে, শুধু কলকাতা নয় হাওড়ার দুটি ক্লাবের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে । দায়ের হয়েছে মামলা । এপ্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার বলেন, " অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি আমরা । পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।"

কলকাতা, 3 জানুয়ারি : তারস্বরে বাজছিল DJ। সঙ্গে দেদার খানাপিনা, হইহুল্লোড় । কোথাও যে নিয়ম ভাঙা হচ্ছে, তার কোনও হুঁশই ছিল না । তবে শেষমেশ রেহাই পাওয়া গেল না । কলকাতার তিন অভিজাত ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পরিবেশ দপ্তর ।

বর্ষবরণ উপলক্ষে কলকাতার নানা ক্লাবে নানান ইভেন্টের আয়োজন করা হয়েছিল । অনেক ক্লাবে মেম্বার এবং গেস্টদের জন্য ছিল DJ নাইট । তবে ক্লাবগুলিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত DJ বাজানোর অনুমতি দিয়েছিল প্রশাসন । কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, নির্ধারিত সময় পেরোলেই আর বাজানো যাবে না DJ। কিন্তু বেশ কয়েকটি ক্লাব মানেনি সেই নিয়ম । রবীন্দ্র সরোবরের দুই অভিজাত ক্লাবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবেশ দপ্তর । পাশাপাশি শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি ক্লাবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, নিয়ম না মেনে ওই ক্লাবগুলির DJ বাজানোর ফুটেজ় এবং সাউন্ড ক্লিপ তাদের হাতে এসেছে । বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে । তবে, শুধু কলকাতা নয় হাওড়ার দুটি ক্লাবের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে । দায়ের হয়েছে মামলা । এপ্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার বলেন, " অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি আমরা । পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।"

Intro:কলকাতা, 3 ডিসেম্বর: তারস্বরে বাজছিল ডিজে। তার সঙ্গে দেদার খানাপিনা। হইহুল্লোর। শরীরী হিল্লোল। কোথায় যেন হুঁশ ছিলো না ভাঙা হচ্ছে নিয়ম। তবে এবার কড়া ছিল পরিবেশ দপ্তর। সেই সূত্রে কলকাতার তিন অভিজাত ক্লাবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে পরিবেশ দপ্তর। মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।



Body:কলকাতার সব ক্লাবেই বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয়েছিল নানা ইভেন্ট। অনেক ক্লাবেই মেম্বার এবং গেস্টদের জন্য ছিল ডিজে নাইট। সব ক্লাবকেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডিজে বাজানোর অনুমতি দিয়েছিল প্রশাসন। কড়া ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, তার বাইরে বাজানো যাবেনা ডিজে। কিন্তু বর্ষবরণের আনন্দে আত্মহারা বেশ কয়েকটি ক্লাব মানেনি সেই নিয়ম। রবীন্দ্রসরোবর লেক এলাকায় আছে তিনটি অভিজাত ক্লাব। তার মধ্যে দুটি ক্লাব সেই নিয়ম মানেনি বলে অভিযোগ পরিবেশ দপ্তরের। বর্ষবরণের রাতে সর্বোচ্চ কড়া নজর রেখেছিল তারা। রবীন্দ্র সরোবরের ওই দুই অভিজাতও ক্লাবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবেশ দপ্তর। পাশাপাশি শেক্সপিয়ার সরণি থানা এলাকার অভিজাত ক্লাবের বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের হয়। সবক'টি ক্ষেত্রেই মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Conclusion:পুলিশ সূত্রে খবর, নিয়ম না মেনে ওই ক্লাব গুলির ডিজে বাজানোর ফুটেজ এবং সাউন্ড ক্লিপ তাদের হাতে এসেছে। বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র জানাচ্ছে, শুধু কলকাতা নয় হাওড়ার দুটি ক্লাবের বিরুদ্ধেও একই অভিযোগ। সেক্ষেত্রেও দায়ের হয়েছে মামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার বলেন, “ আমরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।"
Last Updated : Jan 3, 2020, 5:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.