ETV Bharat / city

একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মী নিয়োগ - bank job

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) । দেশের 11টি ব্যাঙ্কে নিয়োগ করা হবে 1557 জন কর্মী ।

চাকরির খবর
চাকরি
author img

By

Published : Sep 7, 2020, 7:00 AM IST

দেশের 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 1 হাজার 557 জন ক্লার্ক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)। IBPS-এর কমন রিক্রুটমেন্ট প্রোসেসের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ-এর মাধ্যমে বাছাই করা হবে । এই কমন রিটেন এগজ়ামিনেশনের জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে 23 সেপ্টেম্বর পর্যন্ত । প্যানেলের বৈধতা থাকবে 31 মার্চ 2022 পর্যন্ত ।

আসনসংখ্যা : এই পদের জন্য মোট আসন সংখ্যা রয়েছে 1 হাজার 557টি ।

নিয়োগ হবে এইসব ব্যাঙ্কে : ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক অব ইন্ডিয়া ।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক শূন্যপদ :

  1. অন্ধ্রপ্রদেশ- 10টি পদ
  2. অরুণাচল প্রদেশ -1টি পদ
  3. অসম- 16টি পদ
  4. বিহার - 76টি পদ
  5. চণ্ডিগড় - 6টি পদ
  6. ছত্তিশগড় - 7টি পদ
  7. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ - 4টি পদ
  8. দিল্লি - 67টি পদ
  9. গোয়া - 17টি পদ
  10. গুজরাত - 119টি পদ
  11. হরিয়ানা - 35টি পদ
  12. হিমাচল প্রদেশ - 40টি পদ
  13. জম্মু ও কাশ্মীর - 5টি পদ
  14. ঝাড়খণ্ড - 55টি পদ
  15. কর্নাটক - 29টি পদ
  16. কেরালা - 32টি পদ
  17. লক্ষাদ্বীপ - 2টি পদ
  18. মধ্যপ্রদেশ - 75টি পদ
  19. মহারাষ্ট্র - 334টি পদ
  20. মণিপুর - 2টি পদ
  21. মেঘালয় - 1টি পদ
  22. মিজ়োরাম - 1টি পদ
  23. নাগাল্যান্ড - 5টি পদ
  24. ওড়িশা - 43টি পদ
  25. পুদুচেরি - 3টি পদ
  26. পঞ্জাব - 136টি পদ
  27. রাজস্থান - 48টি পদ
  28. সিকিম - 1টি পদ
  29. তামিলনাডু - 77টি পদ
  30. তেলাঙ্গানা - 20টি পদ
  31. ত্রিপুরা - 11টি পদ
  32. উত্তরপ্রদেশ - 136টি পদ
  33. উত্তরাখণ্ড - 18টি পদ
  34. পশ্চিমবঙ্গ - 125টি পদ

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ।

  • কম্পিউটার অপারেটিং এবং কম্পিউটার সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • আবেদনকারীর কম্পিউটার অপারেশন/ ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে ।
  • এছাড়া হাইস্কুল বা কলেজে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি বিষয়টি পড়তে হবে ।
  • বিস্তারিত জানতে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.ibps.in) গিয়ে সরকারি বিজ্ঞপ্তিতে নজর রাখুন ।

বয়সসীমা: 1 সেপ্টেম্বর 2020-র হিসেবে বয়স হতে হবে 20-28 বছরের মধ্যে । সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন ।

প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া : আবেদনকারীদের অনলাইন প্রিলিমিনারি এগজ়ামিনেশন ও অনলাইন মেইন এগজ়ামিনেশনের মাধ্যমে বাছাই করা হবে । অনলাইন প্রিলিমিনারি এগজ়ামিনেশন হবে 05/12/2020, 12/12/2020 ও 13/12/2020 এবং অনলাইন মেইন এগজ়ামিনেশন হবে 24/01/2020 তারিখে । দেশজুড়ে এই পরীক্ষাকেন্দ্র থাকবে । লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে । ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান পরে অফিসিয়াল ওয়েবসাইটের (www.ibps.in) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।

আবেদনের ফি: এই পদের জন্য আবেদন করতে ফি লাগবে 850 টাকা । (SC/ST/PWBD/প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে 175টাকা লাগবে) । ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ।

আবেদনের পদ্ধতি : www.ibps.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে । বৈধ ইমেল id ও মোবাইল নম্বর থাকতে হবে । অনলাইনে আবেদন শুরু হয়েছে 2 সেপ্টেম্বর, 2020 থেকে । আবেদন জানানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর, 2020 ।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইনে আবেদন শুরু হয়েছে : 02.09.2020

অনলাইনে আবেদন শেষ হবে : 23.09.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ৷

দেশের 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 1 হাজার 557 জন ক্লার্ক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)। IBPS-এর কমন রিক্রুটমেন্ট প্রোসেসের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ-এর মাধ্যমে বাছাই করা হবে । এই কমন রিটেন এগজ়ামিনেশনের জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে 23 সেপ্টেম্বর পর্যন্ত । প্যানেলের বৈধতা থাকবে 31 মার্চ 2022 পর্যন্ত ।

আসনসংখ্যা : এই পদের জন্য মোট আসন সংখ্যা রয়েছে 1 হাজার 557টি ।

নিয়োগ হবে এইসব ব্যাঙ্কে : ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক অব ইন্ডিয়া ।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক শূন্যপদ :

  1. অন্ধ্রপ্রদেশ- 10টি পদ
  2. অরুণাচল প্রদেশ -1টি পদ
  3. অসম- 16টি পদ
  4. বিহার - 76টি পদ
  5. চণ্ডিগড় - 6টি পদ
  6. ছত্তিশগড় - 7টি পদ
  7. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ - 4টি পদ
  8. দিল্লি - 67টি পদ
  9. গোয়া - 17টি পদ
  10. গুজরাত - 119টি পদ
  11. হরিয়ানা - 35টি পদ
  12. হিমাচল প্রদেশ - 40টি পদ
  13. জম্মু ও কাশ্মীর - 5টি পদ
  14. ঝাড়খণ্ড - 55টি পদ
  15. কর্নাটক - 29টি পদ
  16. কেরালা - 32টি পদ
  17. লক্ষাদ্বীপ - 2টি পদ
  18. মধ্যপ্রদেশ - 75টি পদ
  19. মহারাষ্ট্র - 334টি পদ
  20. মণিপুর - 2টি পদ
  21. মেঘালয় - 1টি পদ
  22. মিজ়োরাম - 1টি পদ
  23. নাগাল্যান্ড - 5টি পদ
  24. ওড়িশা - 43টি পদ
  25. পুদুচেরি - 3টি পদ
  26. পঞ্জাব - 136টি পদ
  27. রাজস্থান - 48টি পদ
  28. সিকিম - 1টি পদ
  29. তামিলনাডু - 77টি পদ
  30. তেলাঙ্গানা - 20টি পদ
  31. ত্রিপুরা - 11টি পদ
  32. উত্তরপ্রদেশ - 136টি পদ
  33. উত্তরাখণ্ড - 18টি পদ
  34. পশ্চিমবঙ্গ - 125টি পদ

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ।

  • কম্পিউটার অপারেটিং এবং কম্পিউটার সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • আবেদনকারীর কম্পিউটার অপারেশন/ ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে ।
  • এছাড়া হাইস্কুল বা কলেজে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি বিষয়টি পড়তে হবে ।
  • বিস্তারিত জানতে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.ibps.in) গিয়ে সরকারি বিজ্ঞপ্তিতে নজর রাখুন ।

বয়সসীমা: 1 সেপ্টেম্বর 2020-র হিসেবে বয়স হতে হবে 20-28 বছরের মধ্যে । সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন ।

প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া : আবেদনকারীদের অনলাইন প্রিলিমিনারি এগজ়ামিনেশন ও অনলাইন মেইন এগজ়ামিনেশনের মাধ্যমে বাছাই করা হবে । অনলাইন প্রিলিমিনারি এগজ়ামিনেশন হবে 05/12/2020, 12/12/2020 ও 13/12/2020 এবং অনলাইন মেইন এগজ়ামিনেশন হবে 24/01/2020 তারিখে । দেশজুড়ে এই পরীক্ষাকেন্দ্র থাকবে । লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে । ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান পরে অফিসিয়াল ওয়েবসাইটের (www.ibps.in) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।

আবেদনের ফি: এই পদের জন্য আবেদন করতে ফি লাগবে 850 টাকা । (SC/ST/PWBD/প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে 175টাকা লাগবে) । ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ।

আবেদনের পদ্ধতি : www.ibps.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে । বৈধ ইমেল id ও মোবাইল নম্বর থাকতে হবে । অনলাইনে আবেদন শুরু হয়েছে 2 সেপ্টেম্বর, 2020 থেকে । আবেদন জানানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর, 2020 ।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইনে আবেদন শুরু হয়েছে : 02.09.2020

অনলাইনে আবেদন শেষ হবে : 23.09.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.