কলকাতা, 26 নভেম্বর : তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য কমিশন গঠন করল রাজ্য সরকার । আজ নবান্নের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সর্বসম্মতভাবে কমিশন গঠনের সিদ্ধান্ত পাশ হল। বিধানসভার অধিবেশনে বিল আকারে আসবে এটি ।
তপশিলি জাতি ও উপজাতিদের কোনও কাজ ফেলে রাখা যাবে না বলে রাজ্য প্রশাসনকে আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এমনকী SC ও ST-দের স্বার্থ সুরক্ষার জন্য কিছুদিন আগে বিধানসভায় সর্বদলীয় বৈঠক করেছিলেন । মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তাদের উন্নয়নের জন্য একাধিক উদ্যোগ নিতে শুরু করেছেন ।
এই অবস্থায় আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল । তপশিলি জাতি এবং উপজাতিদের সার্বিক উন্নয়নের জন্য গঠিত হল পৃথক একটি নতুন কমিশন ।