ETV Bharat / city

আইনশৃঙ্খলা ভেঙে পড়লে তা মেনে নেওয়া হবে না, ফের টুইট রাজ্যপালের - জগদীপ ধনকড়

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সরকারকে কড়া বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়লে তা মেনে নেওয়া হবে না ৷

collapse of law and order will neither be overlooked, says bengal governor Jagdeep Dhankhar
আইনশৃঙ্খলা ভেঙে পড়লে তা মেনে নেওয়া হবে না, ফের টুইট রাজ্যপালের
author img

By

Published : May 5, 2021, 1:47 PM IST

Updated : May 5, 2021, 2:04 PM IST

কলকাতা, 5 মে: রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরকারকে পদক্ষেপ করার কথা বলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পাশাপাশি ফের এই নিয়ে টুইটও করলেন তিনি ৷ কড়া ভাষায় জানিয়ে দিলেন আইনশৃঙ্খলার অবনতি উপেক্ষা করা হবে না, মেনেও নেওয়া হবে না ৷

আজ টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশকে জানানো সত্ত্বেও ভোট পরবর্তী প্রতিশোধমূলক হৃদয় বিদারক যে হিংসার খবর আসছে, তাতে উদ্বিগ্ন ৷ এ ধরনের অনর্থক হিংসা গণতন্ত্রের লজ্জা ৷ আইনশৃঙ্খলা এ ভাবে ভেঙে পড়ার ঘটনা উপেক্ষা করা হবে না, মেনেও নেওয়া হবে না ৷"

আরও পড়ুন: কড়া হাতে হিংসা দমন করা হবে, শপথ নিয়েই বললেন মুখ্য়মন্ত্রী

  • Concerned at unabated reports of unprecedented post poll retributive heart rendering violence inspite of flagging this @MamataOfficial @WBPolice @KolkataPolice.

    Such senseless violence shames democracy. Such collapse of law and order will neither be overlooked nor countenanced.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই রাজ্যপালের সামনে দাঁড়িয়ে মমতা বলেন, "আমি এখন শপথ নিলাম ৷ এর আগে আপনারা জানেন নির্বাচন কমিশনের অধীনে 3 মাস পুলিশ কাজ করেছে ৷ সুতরাং কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ৷ বিশেষ করে কোনও কোনও রাজনৈতিক যেখানে জিতেছে সেখানে অত্য়াচার বেশি করছে ৷ সেখানে আমরা দেখে নেব কেউ যেন এখান থেকে রেহাই না পায় ৷ এবং আজকেই গিয়ে আমি নতুন পরিকাঠামো তৈরি করব ৷ কারণ এই তিনমাস পরিকাঠামো আমার ছিল না ৷ আমি আবেদন করব, কেউ যেন কারও প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ না করেন ৷ "

কলকাতা, 5 মে: রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরকারকে পদক্ষেপ করার কথা বলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পাশাপাশি ফের এই নিয়ে টুইটও করলেন তিনি ৷ কড়া ভাষায় জানিয়ে দিলেন আইনশৃঙ্খলার অবনতি উপেক্ষা করা হবে না, মেনেও নেওয়া হবে না ৷

আজ টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশকে জানানো সত্ত্বেও ভোট পরবর্তী প্রতিশোধমূলক হৃদয় বিদারক যে হিংসার খবর আসছে, তাতে উদ্বিগ্ন ৷ এ ধরনের অনর্থক হিংসা গণতন্ত্রের লজ্জা ৷ আইনশৃঙ্খলা এ ভাবে ভেঙে পড়ার ঘটনা উপেক্ষা করা হবে না, মেনেও নেওয়া হবে না ৷"

আরও পড়ুন: কড়া হাতে হিংসা দমন করা হবে, শপথ নিয়েই বললেন মুখ্য়মন্ত্রী

  • Concerned at unabated reports of unprecedented post poll retributive heart rendering violence inspite of flagging this @MamataOfficial @WBPolice @KolkataPolice.

    Such senseless violence shames democracy. Such collapse of law and order will neither be overlooked nor countenanced.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই রাজ্যপালের সামনে দাঁড়িয়ে মমতা বলেন, "আমি এখন শপথ নিলাম ৷ এর আগে আপনারা জানেন নির্বাচন কমিশনের অধীনে 3 মাস পুলিশ কাজ করেছে ৷ সুতরাং কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ৷ বিশেষ করে কোনও কোনও রাজনৈতিক যেখানে জিতেছে সেখানে অত্য়াচার বেশি করছে ৷ সেখানে আমরা দেখে নেব কেউ যেন এখান থেকে রেহাই না পায় ৷ এবং আজকেই গিয়ে আমি নতুন পরিকাঠামো তৈরি করব ৷ কারণ এই তিনমাস পরিকাঠামো আমার ছিল না ৷ আমি আবেদন করব, কেউ যেন কারও প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ না করেন ৷ "

Last Updated : May 5, 2021, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.