কলকাতা, 14 জুলাই: রাজ্যে কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) এ বার পুরুলিয়ার বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতকে তলব করল ইডি (ED summons Purulia MLA Sushanta Mahato)৷ আগামিকাল বেলা 11টার মধ্যে দিল্লির সদর দফতরে তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর । পাশাপাশি কয়লা পাচারকাণ্ডে মন্ত্রী মলয় ঘটককেও (ED summons Moloy Ghatak) ফের কাল তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের গোয়েন্দারা । যদিও তাঁরা ইডির সম্মুখীন হবেন কি না সে ব্যাপারে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি ।
জানা গিয়েছে, বেশ কিছু কয়লা মাফিয়ার সঙ্গে সুশান্ত মাহাতর ওতপ্রতোভাবে যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে । কয়লা পাচারকাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে সুশান্ত মাহাতর নাম পেয়েছেন তদন্তকারীরা । ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।
পাশাপাশি মলয় ঘটককেও তলব করা হয়েছে । কয়লা পাচার কাণ্ডে এর আগে তিনবার মলয় ঘটককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপর বেশ কিছু প্রশ্নের তালিকা মলয় ঘটককে লিখিত আকারে পাঠানো হয়েছিল এবং সেই প্রশ্নের উত্তরও দিয়েছিলেন তিনি । কিন্তু এ বার মলয় ঘটককে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর ।
আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডের সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা রাজ্য পুলিশের
কয়লা পাচারকাণ্ডে তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পারেন, শুধুমাত্র কয়লা মাফিয়ারা নন বরং প্রভাবশালী থেকে শুরু করে ইসিএল কর্তারাও এই চক্রের সঙ্গে ওতপ্রতোভাবে যুক্ত রয়েছে । ফলে গতকাল ইসিএল-এর 5 কর্তা ও দুজন নিরাপত্তা রক্ষী-সহ মোট 7 জনকে গ্রেফতার করে সিবিআই ।