কলকাতা, 5 জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িটি আসলে নাকি লালবাজার (CM security breach)। সে জন্যই নাকি সেখানে ঢুকে পড়েছিলেন বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লা । জেরায় এমনই দাবি করেছেন তিনি ৷ অর্থাৎ তিনি নাকি জানতেনই না সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন, আদতে সেটি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার নয় (Lal Bazar to take help of Psychologist)।
তদন্তকারীরা ধৃত হাফিজুল মোল্লাকে নিজেদের হেফাজতে পেয়ে জেরা করতে গিয়ে নাজেহাল হয়ে পড়ছেন (Mamata Banerjee security)। এর কারণ পাঁচ মিনিট অন্তর অন্তর হাফিজুল মোল্লা নিজের বয়ান পরিবর্তন করছেন । জানা গিয়েছে, গতকাল তাঁকে আলিপুর পুলিশ আদালতের নির্দেশে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়ে লালবাজারে এনে লাগাতার জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা । কী কারণে হাফিজুল মোল্লা মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল, তা জানতে চেয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে একেক বার একেক রকম বয়ান দিতে থাকেন হাফিজুল (Kolkata police)।
লালবাজারের গোয়েন্দাদের অনুমান, তাঁর কোনও মানসিক সমস্যা চলছে । ফলে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার অভিযোগে ধৃত হাফিজুলকে জিজ্ঞাসাবাদ করার জন্য মনস্তত্ত্ববিদদের সাহায্য নিচ্ছেন লালবাজারের গোয়েন্দারা । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, মনস্তত্ত্ববিদদের সাহায্যে হাফিজুল মোল্লার সঙ্গে কথা বলা হবে এবং তার পরেই বোঝা সম্ভব হবে, আদতে হাফিজুল মোল্লার কোনও মানসিক সমস্যা রয়েছে কি না । নাকি গোটা ব্যাপারটি সাজানো এবং তিনি অভিনয় করছেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে !
আরও পড়ুন: মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল লোক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এ দিকে, ধৃত হাফিজুলের জামার ভিতর একটি লোহার রডের মতো বস্তু পেয়েছেন তদন্তকারীরা । কোথা থেকে তিনি এটি পেলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ । তাছাড়াও সিসিটিভি ক্যামেরায় কেন সেই ছবি ধরা পড়ল না তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি মেটাল ডিটেক্টর কাজ করেনি ?
এই ঘটনার পর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির চারধারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে । বাড়ির বাইরে অতিরিক্ত ওয়াচ টাওয়ার-সহ অতিরিক্ত সিসিটিভি ক্যামেরাও বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে মোতায়েন থাকবেন স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরাও । মূলত সাদা পোশাকে তাঁরা বাইরে নজরদারি চালাবেন । লালবাজার সুত্রের খবর, বেশ কিছু অতিরিক্ত মেটাল ডিটেক্টর মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ইনস্টল করার কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে ।