ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের সুযোগ নেই, মন খারাপ নেতা-মন্ত্রীদের - CM Mamata Banerjee wishes Bijaya virtually

কোরোনা সংক্রমণের কারণে সরাসরি বিজয়ার শুভেচ্ছা বিনিময় করছেন না মুখ্যমন্ত্রী । উৎসাহ নিয়ে আসা অনেককেই ফিরে যেতে হচ্ছে বাড়ির সামনে থেকে । মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে দেখা যাচ্ছে না আমলা - মন্ত্রীদের ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Oct 27, 2020, 7:30 PM IST

কলকাতা, 27 অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের কোনও সুযোগ এবার আর মিলছে না । 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে থেকে ফিরে যেতে হচ্ছে শুভানুধ্যায়ীদের । দশমীর পর থেকেই মুখ্যমন্ত্রীকে ভার্চুয়াল শুভেচ্ছা জানাচ্ছেন নেতা, মন্ত্রী ও আমলাদের অধিকাংশ । মুখ্যমন্ত্রীও তাঁদের টেলিফোনের মাধ্যমে পালটা শুভেচ্ছা জানাচ্ছেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সরাসরি শুভেচ্ছা বিনিময় না করতে পেরে খারাপ লাগছে নেতা-মন্ত্রীদের ।

প্রতিবছর মুখ্যমন্ত্রীকে সরাসরি বিজয়ের শুভেচ্ছা জানানোর জন্য কালীঘাটের বাড়িতে হাজির হন মন্ত্রী, আমলা থেকে শুরু করে বিশিষ্টরা । এছাড়াও গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসেন সর্বস্তরের নেতা-নেত্রী এবং কর্মী-সমর্থকরা ‌। শুভেচ্ছা বিনিময় করতে কার্যত কাউকেই বিমুখ করেন না তিনি‌ । প্রত্যেকের জন্য থাকে মিষ্টির ব্যবস্থা । মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মিষ্টিমুখ করে কালীঘাটের বাড়ি ছাড়েন প্রত্যেকে । দীর্ঘ বছর ধরে চলে আসছে এই রীতি ।

কিন্তু এবার বিজয়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে না পেরে অনেকেরই মন খারাপ । যেমন মন্ত্রী জাভেদ খান । তিনি বলেন, "সরাসরি মুখ্যমন্ত্রী যে আন্তরিকতা সহকারে আতিথেয়তা করতেন তা এবার মিস করলাম । খাবার দিয়ে নিজেই বলতেন- এটা খাও, ওটা খাও । এবারে আর হল না । খারাপ লাগছে । প্রতি বছর ভাইফোঁটা দেন । এবারে দেবেন কি না তা বুঝতে পারছি না ।"

আরও পড়ুন : বাড়িতে থেকেই মণ্ডপ দর্শন, নজর কেড়েছে যেসব পুজো

শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী তাপস রায় বলেন, "এবার না যেতে পেরে খারাপ লাগছে । সকলের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করা, হাতে মিষ্টি তুলে দেওয়া, এবছর আর হল না ।" তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার মুখেও একই কথা । বলেন, "এবছর সব মেনে নিতে হবে । তবে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজয়া না করার দুঃখ রয়েছে । এ বছর পুজোতেও বেরোইনি ।"

এবছর বিজয়াতে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কার্যত অন্য চিত্র । কোরোনা সংক্রমণের কারণে সরাসরি বিজয়ার শুভেচ্ছা বিনিময় করছেন না মুখ্যমন্ত্রী । উৎসাহ নিয়ে আসা অনেককেই ফিরে যেতে হচ্ছে বাড়ির সামনে থেকে । মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে দেখা যাচ্ছে না আমলা - মন্ত্রীদের । সরাসরি শুভেচ্ছা বিনিময় না করার জন্য ইতিমধ্যেই তাঁদের কাছে বার্তা রয়েছে । যদিও ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় অনেকের সঙ্গেই সেরে নিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে না আসার জন্য পুজো চলাকালীন দলীয় নেতাদের জানিয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি জানিয়েছিলেন এবার আর শুভেচ্ছা বিনিময় করা সম্ভব হবে না । সেইমতো তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা এবার আর কালীঘাট-মুখো হচ্ছেন না । বিজয়ার পর কার্যত সুনসান মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বর ।

কলকাতা, 27 অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের কোনও সুযোগ এবার আর মিলছে না । 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে থেকে ফিরে যেতে হচ্ছে শুভানুধ্যায়ীদের । দশমীর পর থেকেই মুখ্যমন্ত্রীকে ভার্চুয়াল শুভেচ্ছা জানাচ্ছেন নেতা, মন্ত্রী ও আমলাদের অধিকাংশ । মুখ্যমন্ত্রীও তাঁদের টেলিফোনের মাধ্যমে পালটা শুভেচ্ছা জানাচ্ছেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সরাসরি শুভেচ্ছা বিনিময় না করতে পেরে খারাপ লাগছে নেতা-মন্ত্রীদের ।

প্রতিবছর মুখ্যমন্ত্রীকে সরাসরি বিজয়ের শুভেচ্ছা জানানোর জন্য কালীঘাটের বাড়িতে হাজির হন মন্ত্রী, আমলা থেকে শুরু করে বিশিষ্টরা । এছাড়াও গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসেন সর্বস্তরের নেতা-নেত্রী এবং কর্মী-সমর্থকরা ‌। শুভেচ্ছা বিনিময় করতে কার্যত কাউকেই বিমুখ করেন না তিনি‌ । প্রত্যেকের জন্য থাকে মিষ্টির ব্যবস্থা । মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মিষ্টিমুখ করে কালীঘাটের বাড়ি ছাড়েন প্রত্যেকে । দীর্ঘ বছর ধরে চলে আসছে এই রীতি ।

কিন্তু এবার বিজয়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে না পেরে অনেকেরই মন খারাপ । যেমন মন্ত্রী জাভেদ খান । তিনি বলেন, "সরাসরি মুখ্যমন্ত্রী যে আন্তরিকতা সহকারে আতিথেয়তা করতেন তা এবার মিস করলাম । খাবার দিয়ে নিজেই বলতেন- এটা খাও, ওটা খাও । এবারে আর হল না । খারাপ লাগছে । প্রতি বছর ভাইফোঁটা দেন । এবারে দেবেন কি না তা বুঝতে পারছি না ।"

আরও পড়ুন : বাড়িতে থেকেই মণ্ডপ দর্শন, নজর কেড়েছে যেসব পুজো

শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী তাপস রায় বলেন, "এবার না যেতে পেরে খারাপ লাগছে । সকলের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করা, হাতে মিষ্টি তুলে দেওয়া, এবছর আর হল না ।" তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার মুখেও একই কথা । বলেন, "এবছর সব মেনে নিতে হবে । তবে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজয়া না করার দুঃখ রয়েছে । এ বছর পুজোতেও বেরোইনি ।"

এবছর বিজয়াতে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কার্যত অন্য চিত্র । কোরোনা সংক্রমণের কারণে সরাসরি বিজয়ার শুভেচ্ছা বিনিময় করছেন না মুখ্যমন্ত্রী । উৎসাহ নিয়ে আসা অনেককেই ফিরে যেতে হচ্ছে বাড়ির সামনে থেকে । মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে দেখা যাচ্ছে না আমলা - মন্ত্রীদের । সরাসরি শুভেচ্ছা বিনিময় না করার জন্য ইতিমধ্যেই তাঁদের কাছে বার্তা রয়েছে । যদিও ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় অনেকের সঙ্গেই সেরে নিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে না আসার জন্য পুজো চলাকালীন দলীয় নেতাদের জানিয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি জানিয়েছিলেন এবার আর শুভেচ্ছা বিনিময় করা সম্ভব হবে না । সেইমতো তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা এবার আর কালীঘাট-মুখো হচ্ছেন না । বিজয়ার পর কার্যত সুনসান মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.