কলকাতা, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee is at Raj Bhavan) ৷ তাঁর সঙ্গে সেখানে যান রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু ৷ প্রথা মেনে স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজভবনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গিয়েছে ৷
প্রতি বছর স্বাধীনতা দিবসের সন্ধ্যায় চা-চক্রে রাজভবনে মিলিত হন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী । এটাই দীর্ঘদিনের রীতি । কিন্তু প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের আমলে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক তলানিতে ঠেকেছিল । পদে পদে সংঘাত যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল । এই অবস্থায় গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজভবনে যাননি মুখ্যমন্ত্রী । তবে এবছর রাজভবনে বাসিন্দার বদল হয়েছে । আর শুধু তাই নয়, রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত এখন অতীত । তাই মনে করা হচ্ছে এদিন অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: তাঁর স্বপ্নের ভারত কেমন হবে, স্বাধীনতা দিবসে জানালেন মমতা
রাজভবনে এদিনের চা-চক্রে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ সূত্রের খবর, এদিন বিভিন্ন বিষয় নিয়ে অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের সঙ্গে প্রায় আধ ঘণ্টা আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর তিনি রাজভবন থেকে বেরিয়ে যান ৷