কলকাতা, 22 সেপ্টেম্বর: লক্ষ্মীবার থেকেই পুজো উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । তবে মূর্তি উদ্বোধন করবেন না তিনি । যেহেতু এখনও পিতৃপক্ষ চলছে, তাই দূর থেকেই মণ্ডপ উদ্বোধন করে আপাতত ফিরে আসবেন মুখ্যমন্ত্রী ।
এদিন উত্তর কলকাতার পুজো দিয়ে উদ্বোধন শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে আজ তিনি যাবেন সল্টলেকের এফডি ব্লকের পুজোয় (FD block Durga Puja) । সেখান থেকে তাঁর গন্তব্য লেকটাউন শ্রীভূমি । সবশেষে তিনি যাবেন উত্তর কলকাতার টালা প্রত্যয় ।
প্রত্যেক বছরই একাধিক পুজোর উদ্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্রী । তবে এতদিন এই কর্মসূচি শুরু হতো মহালয়া অর্থাৎ দেবীপক্ষের শুরু থেকে । তবে শহরের এই সমস্ত ক্লাবগুলি চান মুখ্যমন্ত্রী তাদের পুজো উদ্বোধন করুক ৷ মমতা অনেক পুজো উদ্বোধন করেন ৷ ঠাসা কর্মসূচি থাকে তাঁর ৷ আর সে কারণেই এ বছর মহালয়ার আগে থেকেই উদ্বোধন শুরু করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে (Durga Puja inauguration by CM Mamata Banerjee) ।
এখনও পর্যন্ত যা সূচি চলতি সপ্তাহে হাতেগোনা কয়েকটি পুজোর উদ্বোধন করবেন মমতা । আগামী সপ্তাহ থেকে একদিনে একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । এ বছর কলকাতা বা শহরতলির পাশাপাশি বিভিন্ন জেলার একাধিক পুজো উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । যদিও সেই পুজোগুলি সশরীরে উপস্থিত থেকে নয়, উদ্বোধন ভার্চুয়ালি করবেন তিনি । একইসঙ্গে উত্তর এবং দক্ষিণ কলকাতার বেশকিছু পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করার কথা রয়েছে মমতার (Durga puja inauguration) ।
এ বছর দুর্গাপুজো নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে ৷ কারণ এবার বাংলার দুর্গাপুজো মণ্ডপে সরাসরি উপস্থিত থাকবেন বিদেশি সাংবাদিক তথা ইউনেস্কোর পর্যবেক্ষকরাও । সম্প্রতি ইউনেস্কোর অধরা ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো । তাই বাঙালির সর্ব সেরা উৎসব দুর্গাপূজা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্রই দেখা যাবে দেশি-বিদেশি নানান পর্যটকদের এবং সাংবাদিকদেরও ।
আরও পড়ুন: মহালয়ায় আসছে মুখ্যমন্ত্রীর কথায়-সুরে অ্যালবাম, কী গান ? কারা গাইছেন
বৃহস্পতিবার সল্টলেকের এফডি ব্লক থেকে মণ্ডপ উদ্বোধন করে সরাসরি ঠাকুর দেখার সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত নবান্নের যে তালিকা অনুযায়ী, কমবেশি দেড়শোটি পুজোর উদ্বোধন এবার করবেন মুখ্যমন্ত্রী (Durga Puja 2022)। আর তার শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই ।