ETV Bharat / city

Mamata to Visit Midnapore: সোমবার চার দিনের সফরে দুই মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সোমবার চার দিনের সফরে দুই মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার শহরে বিজেপির ডাকে নবান্ন অভিযান । সেই সময় জেলা সফরে থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata to Visit Midnapore)।

CM Mamata Banerjee to go to East and West Midnapore on a four-day visit on Monday
সোমবার চার দিনের সফরে দুই মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Sep 11, 2022, 3:03 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: একগুচ্ছ কর্মসূচি নিয়ে চার দিনের সফরে দুই মেদিনীপুর (West Midnapore) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই প্রায় 12 হাজার কর্মপ্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী (Mamata to Visit Midnapore)। এরপর বিকেলে দুই মেদিনীপুর শহরে রওনা হবেন তিনি । মঙ্গলবার শহরে বিজেপির ডাকে নবান্ন অভিযান রয়েছে । তার আগেই জেলা সফরে রওনা হচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার তাঁর প্রশাসনিক সভা রয়েছে খড়্গপুরে । এই সভা থেকেই পূর্ব মেদিনীপুরের (East Midnapore) জেলাপরিষদের সভাধিপতি হিসাবে নতুন কাউকে বেছে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাসের মৃত্যু হওয়ায় তাঁর জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছেন সহ সভাধিপতি শেখ সুফিয়ান । মঙ্গলবার ওই বৈঠক থেকেই পরবর্তী সভাধিপতি বেছে নেওয়া হবে । ইতিমধ্যে সে কারণে এই বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে । মনে করা হচ্ছে, এই বৈঠক থেকে পূর্ব মেদিনীপুর তৃণমূল নেতৃত্বকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: শুভেন্দু-সুকান্ত-দিলীপের নেতৃত্বে তিন দিক থেকে এগোবে মিছিল, নবান্নকে ঘিরতে পরিকল্পনা বিজেপি'র

এরপর 14 সেপ্টেম্বর বুধবার দুপুর দুটোয় তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, দিঘা-শৌলা মেরিন ড্রাইভ-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যে সেজন্য দফতরভিত্তিক বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরির প্রক্রিয়াও শুরু করে দিয়েছে জেলা প্রশাসন । পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ।

15 সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরেও রাজ্য সরকারের তরফ থেকে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে । রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের তরফ থেকে উত্‍কর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগপত্র তুলে দেবেন ওইদিনের অনুষ্ঠানে । ওই অনুষ্ঠানে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে ।

কলকাতা, 11 সেপ্টেম্বর: একগুচ্ছ কর্মসূচি নিয়ে চার দিনের সফরে দুই মেদিনীপুর (West Midnapore) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই প্রায় 12 হাজার কর্মপ্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী (Mamata to Visit Midnapore)। এরপর বিকেলে দুই মেদিনীপুর শহরে রওনা হবেন তিনি । মঙ্গলবার শহরে বিজেপির ডাকে নবান্ন অভিযান রয়েছে । তার আগেই জেলা সফরে রওনা হচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার তাঁর প্রশাসনিক সভা রয়েছে খড়্গপুরে । এই সভা থেকেই পূর্ব মেদিনীপুরের (East Midnapore) জেলাপরিষদের সভাধিপতি হিসাবে নতুন কাউকে বেছে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাসের মৃত্যু হওয়ায় তাঁর জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছেন সহ সভাধিপতি শেখ সুফিয়ান । মঙ্গলবার ওই বৈঠক থেকেই পরবর্তী সভাধিপতি বেছে নেওয়া হবে । ইতিমধ্যে সে কারণে এই বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে । মনে করা হচ্ছে, এই বৈঠক থেকে পূর্ব মেদিনীপুর তৃণমূল নেতৃত্বকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: শুভেন্দু-সুকান্ত-দিলীপের নেতৃত্বে তিন দিক থেকে এগোবে মিছিল, নবান্নকে ঘিরতে পরিকল্পনা বিজেপি'র

এরপর 14 সেপ্টেম্বর বুধবার দুপুর দুটোয় তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, দিঘা-শৌলা মেরিন ড্রাইভ-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যে সেজন্য দফতরভিত্তিক বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরির প্রক্রিয়াও শুরু করে দিয়েছে জেলা প্রশাসন । পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ।

15 সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরেও রাজ্য সরকারের তরফ থেকে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে । রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের তরফ থেকে উত্‍কর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগপত্র তুলে দেবেন ওইদিনের অনুষ্ঠানে । ওই অনুষ্ঠানে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.