কলকাতা, 15 এপ্রিল: মাত্র তিনটি পরীক্ষা বাকি ছিল উচ্চমাধ্যমিকের ৷ কিন্তু রাজ্যে কোরোনা হানা দেওয়ায় স্থগিত করে দেওয়া হয় পরীক্ষা ৷ লকডাউনের সময়সীমা বেড়ে চলায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে ৷ পরীক্ষার্থীদের চিন্তার অবসান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানালেন, স্থগিত থাকা সেই পরীক্ষাগুলি চলতি বছর জুন মাসে হবে এবং একাদশ শ্রেণীর সব পড়ুয়াদেরই দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে । আজ নবান্নে কোরোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।
কোরোনার জেরে উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় 21 মার্চ, বন্ধ হয়ে যায় একাদশ শ্রেণির পরীক্ষাও ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন, উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা জুন মাসে হবে ৷ একাদশ শ্রেণির পরীক্ষা আর হবে না । একাদশ শ্রেণির সব পড়ুয়াদেরই দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে ৷
পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষা মহলের সংশ্লিষ্টদের মনে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা কবে হবে, তা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর ।
উচ্চমাধ্যমিক পরীক্ষার বাকি পরীক্ষাগুলির মধ্যে 23 মার্চ ফিজিক্স, নিউট্রিশিয়ন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, 25 মার্চ কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফারসি, ফ্রেঞ্চ এবং 27 মার্চ স্ট্যাটিসটিক্স, ভূগোল, কাস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল । কিন্তু রাজ্যে কোরোনার প্রভাব বৃদ্ধি পেতেই পরিস্থিতির মোকাবিলায় ও পড়ুয়াদের স্বার্থে গত 21 মার্চ স্থগিত করে দেওয়া হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা । একইসঙ্গে চলা একাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয় ।
উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মাধ্যমিক পরীক্ষা আমাদের হয়ে গেছে । খাতা দেখা হচ্ছে । যখন রেজাল্ট বের হবে, তখন জানিয়ে দেওয়া হবে । উচ্চমাধ্যমিকের তিনটে পরীক্ষা বাকি আছে, ওটা আমরা জুন মাসে করে দেব ।’’
জুন মাসের কবে এই পরীক্ষা হবে, তা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । একাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রমোশন দিয়ে দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একাদশ শ্রেণীর কী হবে- এই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে তুলছেন । একাদশ শ্রেণির পড়ুয়াদের আমরা প্রোমোটেড করে দেব । তাদের সমস্যার সমাধান হয়ে গেল ।’’
এদিনের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ, বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার ও পরীক্ষা নিয়েও ঘোষণা করেন । তিনি বলেন, ‘‘কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ, স্নাতকোত্তরের প্রথম ও দ্বিতীয় বর্ষ, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ- সবগুলোর ক্ষেত্রেই বলছি, এমনকী অন্যান্য জায়গাতেও CBCE গাইডলাইন অনুযায়ী একটা করে সেমেস্টার এগিয়ে যাবে পড়ুয়ারা । কেবল ফাইনাল সেমেস্টারের পরীক্ষা হবে । সব সেমেস্টারগুলি একটা করে এগিয়ে দেওয়া হবে ৷ ’’
এ ছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ICDS সেন্টারগুলি 15 মে পর্যন্ত বন্ধ থাকবে । মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, লকডাউন শুরুর আগে মিড-ডে মিলের জন্য যে রকম প্রতি পড়ুয়া বাবদ দুই কেজি চাল ও দুই কেজি আলু দেওয়া হয়েছিল, সেই রকম আবারও দেওয়া হবে । মিড-ডে মিলের জন্য এই চাল-আলু বিতরণ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগে যে রকম আমরা খাবার পাঠিয়েছিলাম, সেই রকম এবারও পাঠানো হবে । 20 থেকে 30 এপ্রিলের মধ্যে মি-ডে-মিল ও অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে যে রকম প্রতি পড়ুয়া বাবদ দুই কেজি করে চাল, আলু পাঠিয়েছিলাম, সেগুলি ফের পাঠিয়ে দেব ।’’