ETV Bharat / city

মেট্রোর কাজে বাড়িতে ধস, কাল নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর - কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ধস নেমেছে বউবাজারের কয়েকটি বাড়িতে । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী । বৈঠকে ডাকা হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকেও ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Sep 2, 2019, 2:27 PM IST

Updated : Sep 2, 2019, 3:32 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ । তার জেরে ধস নেমেছে বউবাজারের কয়েকটি বাড়িতে । ইতিমধ্যেই ফাটল দেখা গেছে ১৮টি বাড়িতে । ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন বাসিন্দা । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী । তিনি আগামীকাল নবান্নে বৈঠক ডেকেছেন । বৈঠকে ডাকা হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকেও ।

শনিবার বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । শনিবার রাত থেকেই সেই বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । এর জেরে ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন । তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে । ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে ।

এই ঘটনা কানে আসার পরই সক্রিয় হন মুখ্যমন্ত্রী । তিনি গতকাল বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে । তারপর ঘটনাস্থানে যান ফিরহাদ । খোলা হয় কন্ট্রোল রুম । পাশাপাশি নবান্নের তরফে চিঠি লিখে আগামীকাল ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকে ডাকা হয়েছে বলে খবর । রাজ্যের তরফে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করা হবে । আসলে ঘটনায় ইতিমধ্যেই উঠে গেছে বেশ কিছু প্রশ্ন । আদৌ ঠিকমতো মাটি পরীক্ষা হয়েছিল তো? পরিকল্পনায় কোনও গলদ ছিল না তো? এই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী মেট্রো কর্তৃপক্ষের কাছে বিশদে ব্যাখ্যা চাইবে বলে নবান্ন সূত্রে খবর ।

কলকাতা, 2 সেপ্টেম্বর : চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ । তার জেরে ধস নেমেছে বউবাজারের কয়েকটি বাড়িতে । ইতিমধ্যেই ফাটল দেখা গেছে ১৮টি বাড়িতে । ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন বাসিন্দা । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী । তিনি আগামীকাল নবান্নে বৈঠক ডেকেছেন । বৈঠকে ডাকা হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকেও ।

শনিবার বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । শনিবার রাত থেকেই সেই বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । এর জেরে ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন । তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে । ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে ।

এই ঘটনা কানে আসার পরই সক্রিয় হন মুখ্যমন্ত্রী । তিনি গতকাল বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে । তারপর ঘটনাস্থানে যান ফিরহাদ । খোলা হয় কন্ট্রোল রুম । পাশাপাশি নবান্নের তরফে চিঠি লিখে আগামীকাল ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকে ডাকা হয়েছে বলে খবর । রাজ্যের তরফে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করা হবে । আসলে ঘটনায় ইতিমধ্যেই উঠে গেছে বেশ কিছু প্রশ্ন । আদৌ ঠিকমতো মাটি পরীক্ষা হয়েছিল তো? পরিকল্পনায় কোনও গলদ ছিল না তো? এই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী মেট্রো কর্তৃপক্ষের কাছে বিশদে ব্যাখ্যা চাইবে বলে নবান্ন সূত্রে খবর ।

Intro:কলকাতা, 2 সেপ্টেম্বর: চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। তার জেরে ধ্বস নেমেছে বউবাজারের কয়েকটি বাড়িতে। ইতিমধ্যেই ফাটল দেখা গেছে 18 টি বাড়িতে। ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন বাসিন্দা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি আগামী কাল নবান্নে বৈঠক ডাকলেন নবান্নে। ওই বৈঠকে ডাকা হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকেও। নবান্ন সূত্রে খবর, আগামীকাল দুপুরে এই বৈঠক হবে।Body:ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। ওই দিন বউ বাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। শনিবার রাত থেকেই সেই বাড়িগুলি ভেঙে পড়তে শুরু করে। ধসে পড়ে চারটি বাড়ি। বাকি বাড়িগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জরুরী ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি। ঘটনায় ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন। তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে। ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফে অবশ্য ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। ওই দিন বউ বাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। শনিবার রাত থেকেই সেই বাড়িগুলি ভেঙে পড়তে শুরু করে। ধসে পড়ে চারটি বাড়ি। বাকি বাড়িগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জরুরী ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি। ঘটনায় ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন। তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে। ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফে অবশ্য ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।
Conclusion:বাড়ি ধসে যাওয়ার এই ঘটনা কানে আসার পরেই সক্রিয় হন মুখ্যমন্ত্রী। তিনি গতকাল বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। তারপরেই ঘটনাস্থানে যান ফিরহাদ। খোলা হয় কন্ট্রোল রুম। পাশাপাশি নবান্নের তরফে চিঠি লিখে আগামীকাল ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকে ডাকা হয়েছে বলে খবর। রাজ্যের তরফে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করা হবে। আসলে ঘটনায় ইতিমধ্যেই উঠে গেছে বেশ কিছু প্রশ্ন। আদৌ ঠিকমতো মাটি পরীক্ষা হয়েছিল তো? পরিকল্পনায় কোনো গলদ ছিল না তো? এই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী মেট্রো কর্তৃপক্ষের কাছে বিশদে ব্যাখ্যা চাইবে বলে নবান্ন সূত্রে খবর।
Last Updated : Sep 2, 2019, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.