কলকাতা, ২৪ মার্চ : রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, গতকাল সর্বদলীয় বৈঠকের পূর্ণাঙ্গ বিষয় প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
রাজ্যের হাতে রয়েছে মাত্র ৪০ টা কিট । নেই পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজ়ারসহ অন্য সামগ্রী । যা দিয়ে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না । ইতিমধ্যেই কেন্দ্রের নজরে এনেছেন বিষয়টি । তা সত্ত্বেও রাজ্যের ন্যূনতম দাবি মেলেনি বলে আজ নবান্নে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ গতকাল সর্বদলীয় বৈঠকে বাম - কংগ্রেসের নেতারা রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন । তাঁরা বলেছিলেন, "বুলবুলের ক্ষতিপূরণ দেয়নি কেন্দ্রীয় সরকার । সাহায্যের জন্য কেন্দ্রকে চাপ দিতে হবে। " গতকাল সর্বদলীয় বৈঠকের এই সম্পূর্ণ কথোপকথন নরেন্দ্র মোদিকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোদি সরকারকে চিঠিতে তুলে ধরেছেন তিনি । মমতা লেখেন, এই পরিস্থিতিতে রাজ্যের অর্থনীতি দ্রুত গতিতে অবনতি হচ্ছে । অন্য রাজ্যের মতো এ রাজ্যেও লক ডাউনের কারণে ব্যবসা বন্ধের মুখে । ফলে GST আদায়টা কমে যাবে । 70 শতাংশ GST কালেকশন হত । সেটা হবে না । কেন্দ্রীয় সরকারেরও কর কালেকশন কমবে । প্রসঙ্গত, কোরোনা মোকাবিলার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার 200 কোটি টাকার ফান্ড তৈরি করেছে । তবে কেন্দ্রীয় সাহায্য পেলে পরিষেবা দেওয়ার কাজ আরও ভালো হতো বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী ।