কলকাতা, 13 এপ্রিল : একের পর এক মামলা কলকাতা হাইকোর্টে মুখ পুড়ছে রাজ্য সরকারের ৷ যার জেরে নবান্নে ডাক পড়ে আইনমন্ত্রী মলয় ঘটকের ৷ এ নিয়ে আলোচনার জন্য আইনমন্ত্রীকে নবান্নে ডেকেছেন খোদ মুখ্যমন্ত্রী (CM Calls Law Minister to Nabanna for Discussed on Face lose of State Calcutta HC) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সব বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে বিরোধীদের হেনস্থা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷
তাই বিজেপি বিরোধী শক্তিকে মজবুত করতে বেশ কয়েকবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একছাতার তলায় আসার বার্তা দিয়েছিলেন মমতা ৷ কিন্তু, সেই সময় কংগ্রেস ও তার অনুগামী দলগুলি মমতার ডাকে সাড়া দেয়নি ৷ এ বার তৃণমূলের বেশ কয়েকজন তাবড় নেতা আদালতের নির্দেশে সিবিআই এর ব়্যাডারে ৷ এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে কোণঠাসা তৃণমূল ৷ এই পরিস্থিতি থেকে তৃণমূলকে বের করতে তৎপর হচ্ছেন মমতা ৷ তাই ফের একবার বিজেপি বিরোধী জোটের হাওয়া তুলতে চাইছেন তিনি ৷ এ নিয়ে বাড়তি গুরুত্ব দিয়ে আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন : Clash Between Advocates in HC : অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে প্রবেশ নিয়ে আজও ধস্তাধস্তি আইনজীবীদের
আজ বিকেল তিনটে থেকে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ৷ থাকবেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বার কাউন্সিলের সভাপতি অশোক কুমার দেব ৷
তবে, তৃণমূল সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মামলায় পরপর সিবিআই তদন্তের জেরে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কটের সিদ্ধান্তের নেয় আইনজীবীদের একাংশ ৷ এই অচলাবস্থা সামাল দিতেই আইনমন্ত্রী-সহ অন্যান্যদের ডেকেছেন মুখ্যমন্ত্রী ৷ তবে, তাদের মধ্যে কী আলোচনা হয় তা আজ বিকালেই আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে ৷