ETV Bharat / city

আনন্দপুরে আবাসনের 24 তলা থেকে “ঝাঁপ" কিশোরের - কলকাতায় আত্মহত্যা কিশোরের

মৃত কিশোর উচ্চমাধ্যমিকের ছাত্র ছিল । আজ আবাসনের 24 তলা থেকে ঝাঁপ দেয় সে।

Student died by jumping from apartment at Anandapur
আনন্দপুরে 24 তলা থেকে কিশোরের ঝাঁপ
author img

By

Published : Nov 30, 2020, 6:40 PM IST

কলকাতা, 30 নভেম্বর : আনন্দপুরের একটি অভিজাত আবাসনের 24 তলা থেকে পড়ে মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর । সে ঝাঁপ দিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

মৃত কিশোর ডন বসকো স্কুলের পড়ুয়া ছিল । এবছর উচ্চমাধ্যমিক দেওয়ার কথা ছিল তার । মৃতের বাবা ব্যবসায়ী । মা থাকেন মুম্বইয়ে । ওই কিশোরের পরিবার পুলিশকে জানিয়েছে, অন্য দিনের মতো আজ সকালে পড়াশোনা করছিল সে । বাড়িতে তার দাদা এবং বাবা ছিলেন । পড়ার মাঝে ছাদে যায় ওই কিশোর । সেই সময় তার আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি বলে দাবি পরিবারের ।

ওই আবাসনের নিরাপত্তারক্ষীরা আচমকা একটি শব্দ শুনতে পান । ঘটনাস্থানে পৌঁছে তাঁরা দেখেন, ওই কিশোর মাটিতে পড়ে রয়েছে । তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । আনন্দপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ।

সে মানসিক অবসাদে ভুগছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ । প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ ।

কলকাতা, 30 নভেম্বর : আনন্দপুরের একটি অভিজাত আবাসনের 24 তলা থেকে পড়ে মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর । সে ঝাঁপ দিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

মৃত কিশোর ডন বসকো স্কুলের পড়ুয়া ছিল । এবছর উচ্চমাধ্যমিক দেওয়ার কথা ছিল তার । মৃতের বাবা ব্যবসায়ী । মা থাকেন মুম্বইয়ে । ওই কিশোরের পরিবার পুলিশকে জানিয়েছে, অন্য দিনের মতো আজ সকালে পড়াশোনা করছিল সে । বাড়িতে তার দাদা এবং বাবা ছিলেন । পড়ার মাঝে ছাদে যায় ওই কিশোর । সেই সময় তার আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি বলে দাবি পরিবারের ।

ওই আবাসনের নিরাপত্তারক্ষীরা আচমকা একটি শব্দ শুনতে পান । ঘটনাস্থানে পৌঁছে তাঁরা দেখেন, ওই কিশোর মাটিতে পড়ে রয়েছে । তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । আনন্দপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ।

সে মানসিক অবসাদে ভুগছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ । প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.