ETV Bharat / city

খাবার বিলি নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, উত্তপ্ত গার্ডেনরিচ - রাজ্যজুড়ে লকডাউন

খাবার বিলি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত গার্ডেনরিচ ৷ ঘটনায় এখনও পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

রণক্ষেত্র গার্ডেনরিচ
রণক্ষেত্র গার্ডেনরিচ
author img

By

Published : Mar 30, 2020, 2:23 PM IST

Updated : Mar 30, 2020, 3:13 PM IST

কলকাতা, 30মার্চ : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল গার্ডেনরিচের রামনগর এলাকা। চলে বোমাবাজি । এই ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে ৷ আর এই পরিস্থিতিতে দরিদ্র, ভবঘুরে, গৃহহীনদের হাতে খাবার তুলে দিতে উদ্যোগী পুলিশ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন, CRPF থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি ৷ কোথাও দেওয়া হচ্ছে রান্না করা খাবার তো কোথাও দেওয়া হচ্ছে চাল, আলু ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী । এই খাবার বিলি কেন্দ্র করে কোথাও কোথাও জমায়েত হচ্ছে বলে অভিযোগ উঠছে ৷

গতকাল গার্ডেনরিচের রামনগর এলাকায় এমন ঘটনা ঘটে বলে অভিযোগ । গতরাতে 137 নম্বর ওয়ার্ডে গিয়ে খাবার বিলি শুরু করেন 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের বোন । অন্য ওয়ার্ডের কাউন্সিলরের আত্মীয় কেন 137 নম্বর ওয়ার্ডে এসে খাবার বিলি করছেন তা নিয়ে শুরু হয় অশান্তি । 137 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহমত আলম আনসারির অনুগামীরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ । খাবার বিলির সময় এলাকায় ভিড় জমে যায় বলেও অভিযোগ । যা নিয়ে আপত্তি জানান এলাকার বাসিন্দারা । সেই ঘটনার সূত্র ধরে ওই দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে গন্ডগোল বাধে ৷ ঘটনায় হস্তক্ষেপ করতে গেলে গার্ডেনরিচের পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ।

খাবার বিলি নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ

পুলিশ সূত্রে খবর, দুই কাউন্সিলরের অনুগামীরা একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। চলে বোমাবাজিও । ঘটনায় কয়েকটি বাইক ও অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয় । ভাঙচুর চালানো হয় কয়েকটি বাড়িতেও । পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

স্থানীয় সূত্রে খবর, ওই দুই কাউন্সিলরের মধ্যে কোনও কালেই বনিবনা হয়নি । দু'জন তৃণমূলের দুই শীর্ষ নেতার অনুগামী । সেই সূত্র ধরে দু'জনের অনুগামীদের মধ্যে ছোটোখাটো গন্ডগোল লেগেই থাকে ।

ঘটনায় ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এ প্রসঙ্গে DC-পোর্ট ওয়াকার রাজা বলেন, " আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে । ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে । "

কলকাতা, 30মার্চ : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল গার্ডেনরিচের রামনগর এলাকা। চলে বোমাবাজি । এই ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে ৷ আর এই পরিস্থিতিতে দরিদ্র, ভবঘুরে, গৃহহীনদের হাতে খাবার তুলে দিতে উদ্যোগী পুলিশ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন, CRPF থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি ৷ কোথাও দেওয়া হচ্ছে রান্না করা খাবার তো কোথাও দেওয়া হচ্ছে চাল, আলু ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী । এই খাবার বিলি কেন্দ্র করে কোথাও কোথাও জমায়েত হচ্ছে বলে অভিযোগ উঠছে ৷

গতকাল গার্ডেনরিচের রামনগর এলাকায় এমন ঘটনা ঘটে বলে অভিযোগ । গতরাতে 137 নম্বর ওয়ার্ডে গিয়ে খাবার বিলি শুরু করেন 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের বোন । অন্য ওয়ার্ডের কাউন্সিলরের আত্মীয় কেন 137 নম্বর ওয়ার্ডে এসে খাবার বিলি করছেন তা নিয়ে শুরু হয় অশান্তি । 137 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহমত আলম আনসারির অনুগামীরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ । খাবার বিলির সময় এলাকায় ভিড় জমে যায় বলেও অভিযোগ । যা নিয়ে আপত্তি জানান এলাকার বাসিন্দারা । সেই ঘটনার সূত্র ধরে ওই দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে গন্ডগোল বাধে ৷ ঘটনায় হস্তক্ষেপ করতে গেলে গার্ডেনরিচের পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ।

খাবার বিলি নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ

পুলিশ সূত্রে খবর, দুই কাউন্সিলরের অনুগামীরা একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। চলে বোমাবাজিও । ঘটনায় কয়েকটি বাইক ও অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয় । ভাঙচুর চালানো হয় কয়েকটি বাড়িতেও । পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

স্থানীয় সূত্রে খবর, ওই দুই কাউন্সিলরের মধ্যে কোনও কালেই বনিবনা হয়নি । দু'জন তৃণমূলের দুই শীর্ষ নেতার অনুগামী । সেই সূত্র ধরে দু'জনের অনুগামীদের মধ্যে ছোটোখাটো গন্ডগোল লেগেই থাকে ।

ঘটনায় ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এ প্রসঙ্গে DC-পোর্ট ওয়াকার রাজা বলেন, " আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে । ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে । "

Last Updated : Mar 30, 2020, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.