ETV Bharat / city

Mohun Bagan Election : ক্লাব নির্বাচনের মনোনয়নকে ঘিরে মোহনবাগানে ধুন্ধুমার, আহত বেশ কয়েকজন - Mohun Bagan Election

ব্যাট, বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যেতে দেখা যায় কিছু উন্মত্ত জনতাকে । যদিও ক্লাব কর্তাদের দাবি এর সঙ্গে নির্বাচনের (Mohun Bagan Club Election) কোনও সম্পর্ক নেই ৷

Clash in Mohun Bagan
ক্লাব নির্বাচনের মনোনয়নকে ঘিরে মোহনবাগানে ধুন্ধুমার
author img

By

Published : Mar 12, 2022, 7:14 PM IST

Updated : Mar 12, 2022, 10:59 PM IST

কলকাতা, 12 মার্চ : মোহনবাগানের ক্লাব নির্বাচনের (Mohun Bagan Club Election) মনোনয়নকে ঘিরে ধুন্ধুমার ৷ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে অশান্ত হয়ে ওঠে কলকাতা ময়দান ৷ ব্যাট, বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যেতে দেখা কিছু উন্মত্ত জনতাকে । এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর ৷ একজনের অবস্থা গুরুতর ৷

শনিবার ছিল মোহনবাগানের নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ সেই প্রক্রিয়া চলাকালীন এদিন দুপুরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে ক্লাব চত্বর ৷ সংঘর্ষ বেঁধে যায় সবুজ-মেরুন সমর্থকদের দুই গোষ্ঠীর মধ্যে ৷ একে অপরের উপর, ব্যাট, বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় দুই গোষ্ঠীর লোকজন ৷ সংঘর্ষের জেরে এদিন ভেঙেছে ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা মোহনবাগানের সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ির কাঁচ ৷ বাইরে এসে গাড়ির ওই অবস্থা দেখে তাঁবুর ভিতরে ঢুকে যান সত্যজিৎ । দেবাশিস দত্তের সঙ্গে কথা বলেন তিনি । ডাকা হয় ময়দান থানার পুলিশকে । ময়দান থানার আধিকারিকরা যদিও জানতেনই না মোহনবাগানে নির্বাচন প্রক্রিয়া চলছে ।

ক্লাব নির্বাচনের মনোনয়নকে ঘিরে মোহনবাগানে ধুন্ধুমার

আরও পড়ুন : কলকাতা ডার্বিতে 13 সেকেন্ডের গোলের রহস্য ফাঁস করলেন আকবর

যে সময় ক্লাবের বাইরে এই সংঘর্ষের ঘটনা ঘটছে, তখন ক্লাব তাঁবুর ভিতরে চলছিল ক্লাব কর্মকর্তাদের বৈঠক ৷ এই ঘটনায় কলুষিত হল 130 বছরের প্রাচীন মোহনবাগান ক্লাবের গৌরব ৷ মোহনবাগান ক্লাব কর্তাদের দাবি, যারা এই কাজ করেছেন তাদের তাঁরা চেনেনই না ৷ এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই । বাইরের কিছু লোক নিজেদের মধ্যে গণ্ডগোল করেছে । এখানে ক্লাবের কেউই জড়িত নয় । তাহলে এই কাণ্ড কারা কী কারণে ঘটালো, সেটাই এখন বড় প্রশ্ন ৷

কলকাতা, 12 মার্চ : মোহনবাগানের ক্লাব নির্বাচনের (Mohun Bagan Club Election) মনোনয়নকে ঘিরে ধুন্ধুমার ৷ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে অশান্ত হয়ে ওঠে কলকাতা ময়দান ৷ ব্যাট, বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যেতে দেখা কিছু উন্মত্ত জনতাকে । এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর ৷ একজনের অবস্থা গুরুতর ৷

শনিবার ছিল মোহনবাগানের নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ সেই প্রক্রিয়া চলাকালীন এদিন দুপুরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে ক্লাব চত্বর ৷ সংঘর্ষ বেঁধে যায় সবুজ-মেরুন সমর্থকদের দুই গোষ্ঠীর মধ্যে ৷ একে অপরের উপর, ব্যাট, বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় দুই গোষ্ঠীর লোকজন ৷ সংঘর্ষের জেরে এদিন ভেঙেছে ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা মোহনবাগানের সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ির কাঁচ ৷ বাইরে এসে গাড়ির ওই অবস্থা দেখে তাঁবুর ভিতরে ঢুকে যান সত্যজিৎ । দেবাশিস দত্তের সঙ্গে কথা বলেন তিনি । ডাকা হয় ময়দান থানার পুলিশকে । ময়দান থানার আধিকারিকরা যদিও জানতেনই না মোহনবাগানে নির্বাচন প্রক্রিয়া চলছে ।

ক্লাব নির্বাচনের মনোনয়নকে ঘিরে মোহনবাগানে ধুন্ধুমার

আরও পড়ুন : কলকাতা ডার্বিতে 13 সেকেন্ডের গোলের রহস্য ফাঁস করলেন আকবর

যে সময় ক্লাবের বাইরে এই সংঘর্ষের ঘটনা ঘটছে, তখন ক্লাব তাঁবুর ভিতরে চলছিল ক্লাব কর্মকর্তাদের বৈঠক ৷ এই ঘটনায় কলুষিত হল 130 বছরের প্রাচীন মোহনবাগান ক্লাবের গৌরব ৷ মোহনবাগান ক্লাব কর্তাদের দাবি, যারা এই কাজ করেছেন তাদের তাঁরা চেনেনই না ৷ এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই । বাইরের কিছু লোক নিজেদের মধ্যে গণ্ডগোল করেছে । এখানে ক্লাবের কেউই জড়িত নয় । তাহলে এই কাণ্ড কারা কী কারণে ঘটালো, সেটাই এখন বড় প্রশ্ন ৷

Last Updated : Mar 12, 2022, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.