ETV Bharat / city

প্রেসিডেন্সি সংশোধনাগারে একসময়ের “ডন" শ্রীধরের মুখে ব্লেড চালাল শম্ভু ! - প্রেসিডেন্সি সংশোধানাগারে হাতাহাতি

প্রেসিডেন্সি সংশোধনাগারে দুই বন্দীর হাতাহাতি ৷ দক্ষিণ কলকাতার একসময়ের ত্রাস শ্রীধর দাসের মুখে ব্লেড চালাল শম্ভু ঘোষ নামে অপর এক বন্দী ৷

প্রেসিডেন্সি সংশোধনাগার
author img

By

Published : Aug 18, 2019, 11:05 PM IST

Updated : Aug 19, 2019, 12:24 AM IST

কলকাতা, 18 অগাস্ট : প্রেসিডেন্সি সংশোধনাগারে দুই বন্দীর হাতাহাতি ৷ দক্ষিণ কলকাতার একসময়ের ত্রাস শ্রীধর দাসের মুখে ব্লেড চালাল শম্ভু ঘোষ নামে অপর এক বন্দী ৷ ঘটনার জেরে জখম হয় শ্রীধর ৷

আজ সন্ধে নাগাদ সংশোধনাগারে বন্দীদের ঢোকানোর সময়ে শ্রীধর দাস ও শম্ভু ঘোষের মধ্যে হাতাহাতি হয় ৷ তখনই শম্ভু ঘোষ পকেট থেকে ব্লেড বের করে শ্রীধরের উপর হমলা করে ৷ সংশোধনাগারে কর্তব্যরত আধিকারিকরা শম্ভুকে ঘটনাস্থান থেকে সরিয়ে নিয়ে যায় ৷ শ্রীধরের চিকিৎসার ব্যবস্থা করে ৷ এই ঘটনার জেরে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তবে সংশোধনাগারের মধ্যে কীভাবে শম্ভু ব্লেড পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : জেল থেকে ইতিহাস! SET পাশ করলেন অর্ণব দাম

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরে রাসবিহারীর ‘আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি’র পুজোকে কেন্দ্র করে ব্যাপক গোলমাল হয় ৷ শ্রীধরকে সামনে রেখে ওই পুজোর দায়িত্ব ছিনিয়ে নিতে তৎপর হয় BJP ৷ এবার ওই বারোয়ারি সমিতির খুঁটিপুজোয় দেখা যায় BJP নেতা অজয় অগ্নিহোত্রীকে ৷ তাঁকে পুজোর সভাপতিও করা হয়েছিল ৷ এরইমধ্যে ঘৃতাহুতি দেয় পুজো কমিটির সঙ্গে BJP নেতা সায়ন্তন বসুর বৈঠক ৷ সায়ন্তন পুজা কমিটির অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরেই গোলমাল শুরু হয় ৷ একাধিক বাড়ি ভাঙচুর হয় ৷ অভিযোগ, সেই সময় শ্রীধর অস্ত্র দেখিয়ে হুমকি দেয় ৷ এমন কী, মহিলাদের শ্লীলতাহানিও করে ৷ অস্ত্রআইন ও শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ কিছুদিন আগে পর্যন্ত শ্রীধর তৃণমূল সাংসদ মালা রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল । ইদানিং সে BJP-র দিকে পা বাড়ায় ।

অন্যদিকে, নিউ আলিপুরে রীতিমতো নাটকীয় কায়দায় ব্যবসায়ী অপহরণের অন্যতম পান্ডা শম্ভু দত্তও রয়েছে জেলে । গত 26 জুন অপহরণ করা হয় অরিন্দম ধরকে । রীতিমতো জলপাই উর্দি পরে অপহরণের চেষ্টা চলে । কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে সে যাত্রায় বেঁচে যান অরিন্দম । তদন্তে জানা যায়, অরিন্দমের মামার বন্ধু তপন সাহার মাথা থেকে বেরিয়েছে এই অপহরণের ছক । এর জন্য তিনি ভাড়া করেন সাহাপুর এলাকার উঠতি ডন রাজা দত্তকে । রাজার অত্যন্ত ঘনিষ্ঠ শম্ভু । তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

কলকাতা, 18 অগাস্ট : প্রেসিডেন্সি সংশোধনাগারে দুই বন্দীর হাতাহাতি ৷ দক্ষিণ কলকাতার একসময়ের ত্রাস শ্রীধর দাসের মুখে ব্লেড চালাল শম্ভু ঘোষ নামে অপর এক বন্দী ৷ ঘটনার জেরে জখম হয় শ্রীধর ৷

আজ সন্ধে নাগাদ সংশোধনাগারে বন্দীদের ঢোকানোর সময়ে শ্রীধর দাস ও শম্ভু ঘোষের মধ্যে হাতাহাতি হয় ৷ তখনই শম্ভু ঘোষ পকেট থেকে ব্লেড বের করে শ্রীধরের উপর হমলা করে ৷ সংশোধনাগারে কর্তব্যরত আধিকারিকরা শম্ভুকে ঘটনাস্থান থেকে সরিয়ে নিয়ে যায় ৷ শ্রীধরের চিকিৎসার ব্যবস্থা করে ৷ এই ঘটনার জেরে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তবে সংশোধনাগারের মধ্যে কীভাবে শম্ভু ব্লেড পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : জেল থেকে ইতিহাস! SET পাশ করলেন অর্ণব দাম

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরে রাসবিহারীর ‘আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি’র পুজোকে কেন্দ্র করে ব্যাপক গোলমাল হয় ৷ শ্রীধরকে সামনে রেখে ওই পুজোর দায়িত্ব ছিনিয়ে নিতে তৎপর হয় BJP ৷ এবার ওই বারোয়ারি সমিতির খুঁটিপুজোয় দেখা যায় BJP নেতা অজয় অগ্নিহোত্রীকে ৷ তাঁকে পুজোর সভাপতিও করা হয়েছিল ৷ এরইমধ্যে ঘৃতাহুতি দেয় পুজো কমিটির সঙ্গে BJP নেতা সায়ন্তন বসুর বৈঠক ৷ সায়ন্তন পুজা কমিটির অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরেই গোলমাল শুরু হয় ৷ একাধিক বাড়ি ভাঙচুর হয় ৷ অভিযোগ, সেই সময় শ্রীধর অস্ত্র দেখিয়ে হুমকি দেয় ৷ এমন কী, মহিলাদের শ্লীলতাহানিও করে ৷ অস্ত্রআইন ও শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ কিছুদিন আগে পর্যন্ত শ্রীধর তৃণমূল সাংসদ মালা রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল । ইদানিং সে BJP-র দিকে পা বাড়ায় ।

অন্যদিকে, নিউ আলিপুরে রীতিমতো নাটকীয় কায়দায় ব্যবসায়ী অপহরণের অন্যতম পান্ডা শম্ভু দত্তও রয়েছে জেলে । গত 26 জুন অপহরণ করা হয় অরিন্দম ধরকে । রীতিমতো জলপাই উর্দি পরে অপহরণের চেষ্টা চলে । কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে সে যাত্রায় বেঁচে যান অরিন্দম । তদন্তে জানা যায়, অরিন্দমের মামার বন্ধু তপন সাহার মাথা থেকে বেরিয়েছে এই অপহরণের ছক । এর জন্য তিনি ভাড়া করেন সাহাপুর এলাকার উঠতি ডন রাজা দত্তকে । রাজার অত্যন্ত ঘনিষ্ঠ শম্ভু । তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

Intro:কলকাতা, ১৮ অগাস্ট: প্রেসিডেন্সি জেলে রীতিমত লঙ্কাকাণ্ড! একসময়ের ডনের মুখে ব্লেড চালালো পাশের এলাকার উঠতি ডন। আজ সন্ধ্যের এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে প্রেসিডেন্সি জেলে। ঘটনায় গুরুতর জখম হয়েছে দক্ষিণ কলকাতার এক সময়ের ত্রাস শ্রীধর দাস। ঘটনার জেরে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছে জেল কর্তৃপক্ষ। Body:সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরে রাসবিহারীর ‘আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি’র পুজোকে কেন্দ্র করে ব্যাপক গোলমাল হয়। অভিযোগ, ওই পুজো শ্রীধরকে সামনে রেখে ছিনিয়ে নিতে চাইছিলো বিজেপি। গত বছরও এই পুজোর মঞ্চ আলো করেছিলেন তৃণমূল নেতা-নেত্রীরা। কিন্তু এবার ওই বারোয়ারির খুঁটিপুজোয় দেখা যায় বিজেপি নেতা অজয় অগ্নিহোত্রীকে। তাকে এবার পুজোর সভাপতিও করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছিল উত্তেজনা। তাতে ঘৃতাহুতি দেয় পুজো কমিটির সঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসুর বৈঠক। সায়ন্তন পূজা কমিটির অফিস থেকে বেরিয়ে যাবার পরেই শুরু হয় গোলমাল। একাধিক বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, সেই সময় শ্রীধর অস্ত্র উঁচিয়ে ভয় দেখায়। এমনকী, মহিলাদের শ্লীলতাহানিও করে। অস্ত্র আইন ও শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্ত শ্রীধর সাংসদ মালা রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল। ইদানিং সে বিজেপির দিকে পা বাড়ায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই আপাতত প্রেসিডেন্সি জেলে বন্দি শ্রীধর।
Conclusion:অন্যদিকে, নিউ আলিপুরে রীতিমতো নাটকীয় কায়দায় ব্যবসায়ী অপহরণের অন্যতম পান্ডা শম্ভু দত্তও রয়েছে জেলে। গত 26 শে জুন অপহরণ করা হয় অরিন্দম ধরকে। রীতিমতো জলপাই উর্দি পড়ে অপহরণের চেষ্টা চলে। কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে সে যাত্রায় বেঁচে যান অরিন্দম। কিন্তু ঘটনায় নিউ আলিপুরের সাহাপুর অঞ্চলে গুলি চলে। তদন্তে জানা যায়, অরিন্দমের মামার বন্ধু তপন সাহার মাথা থেকে বেরিয়েছে এই অপহরণের বিষয়টি। এর জন্য তিনি ভাড়া করেন সাহাপুর এলাকার উঠতি ডন রাজা দত্তকে। রাজার অত্যন্ত ঘনিষ্ঠ শম্ভু। সেই সময় আজ শ্রীধরের মুখে ব্লেড চালায়। ঘটনার নেপথ্যে ঠিক কি তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি প্রশ্ন উঠেছে, জেলের মধ্যে ওই ব্লেড গেল কিভাবে?
Last Updated : Aug 19, 2019, 12:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.