ETV Bharat / city

Golf Green Case গল্ফগ্রিনে যুবককে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার - SIT

গল্ফগ্রিনে (Golf Green Case) আজাদগড়ের যুবক দীপঙ্কর সাহাকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । এই ঘটনায় গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাং ও কনস্টেবল তৈমুর আলি এবং সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডলকে ক্লোজ করেছিল লালবাজার (Lalbazar) ৷

Golf Green Case
Golf Green Case
author img

By

Published : Aug 25, 2022, 3:51 PM IST

Updated : Aug 25, 2022, 5:40 PM IST

কলকাতা, 25 অগস্ট: গল্ফগ্রিন কাণ্ডে (Golf Green Case) গ্রেফতার করা হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার (Civic volunteer arrests) আফতাব মণ্ডলকে ৷ তাঁকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের সদস্যরা (Kolkata Police) । আজাদগড়ের যুবক দীপঙ্কর সাহাকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ করে তাঁর পরিবার ৷ এই ঘটনাতেই গ্রেফতার আফতাব মণ্ডল । ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধি 304 ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ । সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডল গল্ফগ্রিন কাণ্ডে যুক্ত রয়েছে, এমনটাই দাবি লালবাজারের ।

সূত্রের খবর, আজাদগড় এলাকার যুবক দীপঙ্কর সাহাকে গল্ফগ্রিন থানায় ডেকে আনতে গিয়েছিল এই সিভিক ভলান্টিয়ার । গত 31 জুলাই রাত 10:26 মিনিটে দীপঙ্কর সাহাকে গল্ফগ্রিন থানায় ঢুকতে দেখা যায় । তদন্ত নেমে লালবাজারের গোয়েন্দারা থানার সিসিটিভি থেকে দেখতে পান রাত 10:56 নাগাদ দীপঙ্কর সাহা গল্ফগ্রিন থানা থেকে বেরোচ্ছেন । কিন্তু পরিবারের অভিযোগ ছিল, থানা থেকে আসার পরেই অসুস্থ বোধ করে দীপঙ্কর এবং এরপরই রাতে রক্তাক্ত অবস্থায় তাঁর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ।

পরিবারের অভিযোগ, দীপঙ্কর জানায় যে পুলিশ তাঁকে কিছুটা দূর পর্যন্ত রাস্তায় ছেড়ে দিয়ে গিয়েছিল এবং তাঁকে মারধরও করেছে । এরপরেই 2 অগস্ট তাঁকে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দীপঙ্করকে দেখে চিকিৎসকরা জানান, তাঁর শরীরের বেশ কয়েক জায়গায় আঘাত লেগেছে । প্রাথমিক চিকিৎসার পর দীপঙ্করকে বাড়ি ছেড়ে দেয় হাসপাতাল । দুদিন বাড়িতে থাকার পর ফের অসুস্থতা বোধ করে দীপঙ্কর ৷ ফলে তাঁকে সরাসরি সেদিন রাতে নিয়ে চলে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে । সেখানেই এমারজেন্সিতে চলে তাঁর চিকিৎসা এবং এরপর রাতেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন (Golf Green Death) ।

আরও পড়ুন: গল্ফগ্রিন কাণ্ডে এবার ক্লোজ পুলিশকর্মীদের সঙ্গে কথা বলতে চান গোয়েন্দারা

তদন্তে নেমে কলকাতা পুলিশের তরফ থেকে একটি সিট (SIT) গঠন করা হয় ৷ প্রাথমিকভাবে তদন্তে পুলিশের গাফিলতি দিক উঠে আসতেই এই দীপঙ্কর সাহা মৃত্যুর ঘটনায় গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাং ও কনস্টেবল তৈমুর আলি এবং সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডলকে তড়িঘড়ি ক্লোজ করে লালবাজার । পরবর্তীকালে দীপঙ্করের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় ।

কলকাতা, 25 অগস্ট: গল্ফগ্রিন কাণ্ডে (Golf Green Case) গ্রেফতার করা হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার (Civic volunteer arrests) আফতাব মণ্ডলকে ৷ তাঁকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের সদস্যরা (Kolkata Police) । আজাদগড়ের যুবক দীপঙ্কর সাহাকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ করে তাঁর পরিবার ৷ এই ঘটনাতেই গ্রেফতার আফতাব মণ্ডল । ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধি 304 ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ । সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডল গল্ফগ্রিন কাণ্ডে যুক্ত রয়েছে, এমনটাই দাবি লালবাজারের ।

সূত্রের খবর, আজাদগড় এলাকার যুবক দীপঙ্কর সাহাকে গল্ফগ্রিন থানায় ডেকে আনতে গিয়েছিল এই সিভিক ভলান্টিয়ার । গত 31 জুলাই রাত 10:26 মিনিটে দীপঙ্কর সাহাকে গল্ফগ্রিন থানায় ঢুকতে দেখা যায় । তদন্ত নেমে লালবাজারের গোয়েন্দারা থানার সিসিটিভি থেকে দেখতে পান রাত 10:56 নাগাদ দীপঙ্কর সাহা গল্ফগ্রিন থানা থেকে বেরোচ্ছেন । কিন্তু পরিবারের অভিযোগ ছিল, থানা থেকে আসার পরেই অসুস্থ বোধ করে দীপঙ্কর এবং এরপরই রাতে রক্তাক্ত অবস্থায় তাঁর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ।

পরিবারের অভিযোগ, দীপঙ্কর জানায় যে পুলিশ তাঁকে কিছুটা দূর পর্যন্ত রাস্তায় ছেড়ে দিয়ে গিয়েছিল এবং তাঁকে মারধরও করেছে । এরপরেই 2 অগস্ট তাঁকে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দীপঙ্করকে দেখে চিকিৎসকরা জানান, তাঁর শরীরের বেশ কয়েক জায়গায় আঘাত লেগেছে । প্রাথমিক চিকিৎসার পর দীপঙ্করকে বাড়ি ছেড়ে দেয় হাসপাতাল । দুদিন বাড়িতে থাকার পর ফের অসুস্থতা বোধ করে দীপঙ্কর ৷ ফলে তাঁকে সরাসরি সেদিন রাতে নিয়ে চলে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে । সেখানেই এমারজেন্সিতে চলে তাঁর চিকিৎসা এবং এরপর রাতেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন (Golf Green Death) ।

আরও পড়ুন: গল্ফগ্রিন কাণ্ডে এবার ক্লোজ পুলিশকর্মীদের সঙ্গে কথা বলতে চান গোয়েন্দারা

তদন্তে নেমে কলকাতা পুলিশের তরফ থেকে একটি সিট (SIT) গঠন করা হয় ৷ প্রাথমিকভাবে তদন্তে পুলিশের গাফিলতি দিক উঠে আসতেই এই দীপঙ্কর সাহা মৃত্যুর ঘটনায় গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাং ও কনস্টেবল তৈমুর আলি এবং সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডলকে তড়িঘড়ি ক্লোজ করে লালবাজার । পরবর্তীকালে দীপঙ্করের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় ।

Last Updated : Aug 25, 2022, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.