ETV Bharat / city

খাগড়াগড় কাণ্ডে মূল অভিযুক্ত কওসরকে 29 বছরের কারাদণ্ডের নির্দেশ - 29 yrs Jail

2014 সালের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত কওসরের সাজা হল৷ আজ, বুধবার কলকাতার নগদ দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত সাজা ঘোষণা করেছে৷ 29 বছরের কারাদণ্ড হল মূল অভিযুক্ত কওসরের।

খাগড়াগড় কাণ্ডে মূল অভিযুক্ত কওসরকে 29 বছরের কারাদণ্ডের নির্দেশ
খাগড়াগড় কাণ্ডে মূল অভিযুক্ত কওসরকে 29 বছরের কারাদণ্ডের নির্দেশ
author img

By

Published : Feb 10, 2021, 4:00 PM IST

Updated : Feb 10, 2021, 5:37 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে 29 বছরের কারাদণ্ড হল মূল অভিযুক্ত কওসরের। বুধবার এই নির্দেশ দিয়েছে নগদ দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত।

2018 সালের অগস্ট মাসে বেঙ্গালুরু থেকে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত মহম্মদ জাহিদুল ইসলাম অফিসারকে গ্রেপ্তার করে এনআইএ৷ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিস্ফোরকের বিভিন্ন অংশ৷ খাগড়াগড় বিস্ফোরণ ছাড়াও সে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডের মূলমাথা হিসাবে অভিযুক্ত।

এই নিয়ে মোট 31 জনের সাজা হল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে। এর আগে যাদের সাজা হয়েছিল তাদের দশ বছরের নিচে কারাদণ্ড হয়েছিল। কিন্তু যেহেতু কওসর মূল অভিযুক্ত এবং বুদ্ধগয়া বিস্ফোরণে তার নাম রয়েছে। সেই জন্যেই 29 বছরের কারাদণ্ড দিল বিশেষ এনআইএ আদালত।

কওসরকে আইপিসি-র 144 নম্বর ধারায় পাঁচ বছরের কারাদণ্ড, 125 নম্বর ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ইউএপিএ 16 ,18 ও 20 ধারা অনুযায়ী পাঁচ বছর করে সাজা দেওয়া হয়েছে। এছাড়াও অস্ত্র আইনের 25 ধারায় দু'বছরের এবং 14 ধারায় আরও দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নগদ দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত।

আরও পড়ুন : কেন্দ্রের চাপে নতি স্বীকার, অ্য়াকাউন্টে কাঁচি টুইটারের

এই রায়ের পরে মূল যিনি তদন্তকারী অফিসার ছিলেন এনআইএ-র কাঞ্চন মৈত্র বলেন, "এটা আমাদের কাছে বড় সাফল্য। কারণ, বিদেশে বসে এই ষড়যন্ত্র করা হয়েছিল। সর্বোচ্চ সাজা সুনিশ্চিত করা গিয়েছে।" পাশাপাশি এনআইএ-র পাবলিক প্রসিকিউটর শ্যামল ঘোষও বললেন," সর্বোচ্চ সাজা সুনিশ্চিত করা গেছে তাতে আমরা খুবই খুশি৷"

কলকাতা, 9 ফেব্রুয়ারি : খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে 29 বছরের কারাদণ্ড হল মূল অভিযুক্ত কওসরের। বুধবার এই নির্দেশ দিয়েছে নগদ দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত।

2018 সালের অগস্ট মাসে বেঙ্গালুরু থেকে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত মহম্মদ জাহিদুল ইসলাম অফিসারকে গ্রেপ্তার করে এনআইএ৷ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিস্ফোরকের বিভিন্ন অংশ৷ খাগড়াগড় বিস্ফোরণ ছাড়াও সে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডের মূলমাথা হিসাবে অভিযুক্ত।

এই নিয়ে মোট 31 জনের সাজা হল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে। এর আগে যাদের সাজা হয়েছিল তাদের দশ বছরের নিচে কারাদণ্ড হয়েছিল। কিন্তু যেহেতু কওসর মূল অভিযুক্ত এবং বুদ্ধগয়া বিস্ফোরণে তার নাম রয়েছে। সেই জন্যেই 29 বছরের কারাদণ্ড দিল বিশেষ এনআইএ আদালত।

কওসরকে আইপিসি-র 144 নম্বর ধারায় পাঁচ বছরের কারাদণ্ড, 125 নম্বর ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ইউএপিএ 16 ,18 ও 20 ধারা অনুযায়ী পাঁচ বছর করে সাজা দেওয়া হয়েছে। এছাড়াও অস্ত্র আইনের 25 ধারায় দু'বছরের এবং 14 ধারায় আরও দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নগদ দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত।

আরও পড়ুন : কেন্দ্রের চাপে নতি স্বীকার, অ্য়াকাউন্টে কাঁচি টুইটারের

এই রায়ের পরে মূল যিনি তদন্তকারী অফিসার ছিলেন এনআইএ-র কাঞ্চন মৈত্র বলেন, "এটা আমাদের কাছে বড় সাফল্য। কারণ, বিদেশে বসে এই ষড়যন্ত্র করা হয়েছিল। সর্বোচ্চ সাজা সুনিশ্চিত করা গিয়েছে।" পাশাপাশি এনআইএ-র পাবলিক প্রসিকিউটর শ্যামল ঘোষও বললেন," সর্বোচ্চ সাজা সুনিশ্চিত করা গেছে তাতে আমরা খুবই খুশি৷"

Last Updated : Feb 10, 2021, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.