সার্কেল অফিসারের পোস্টে 3850টি শূন্য পদের সৃষ্টি হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। শিগগিরি এই পদগুলির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করবে SBI। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সার্কেল অফিসার পদের জন্য শূন্যপদ সৃষ্টি হয়েছে অহমদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দরাবাদ এবং মহারাষ্ট্র সার্কেলের জন্য। নির্বাচিত প্রার্থীরা যে সার্কেলের মনোনীত হবেন, সেই রাজ্যে পোস্টিং পাবেন। আগ্রহী প্রার্থীরা SBI-র অফিসিয়াল অয়েবসাইটে (bank.sbi/careers) অথবা (sbi.co.in)-এ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে 16 অগাস্ট পর্যন্ত। এই পদের জন্য প্রয়োজনীয় তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল...
1. আসন সংখ্যা :
এই পদের জন্য মোট 3850 জনকে নিয়োগ করা হবে।
2. শিক্ষাগত যোগ্যতা :
- এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতেই হবে।
- যে রাজ্যের জন্য প্রার্থী আবেদন করবেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় তাঁকে ক্লাস 10 ও 12-র পড়াশোনা করার প্রমাণপত্র হিসেবে মার্কশিট বা সার্টিফিকেট দাখিল করতে হবে।
- প্রার্থীদের অবশ্যই 2020-র 1 অগাস্টের মধ্যে অন্তত পক্ষে বাণিজ্যিক বা গ্রামীণ ব্যাঙ্কে দু-বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
3. বয়সসীমা : 30 বছর বয়সের মধ্যে সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
4. আবেদন করার প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা SBI-র অফিসিয়াল ওয়েবসাইটে (bank.sbi/careers) অথবা (sbi.co.in)-এ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। একজন প্রার্থী যেকোনও একটি রাজ্যের জন্যই আবেদন জানাতে পারবেন। প্রাথমিক ভাবে শর্টলিস্ট করার পর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রক্রিয়া হবে। তবে ব্যাঙ্ক চাইলে লিখিত পরীক্ষাও নিতে পরে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে 16 অগাস্ট পর্যন্ত। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।
5.অ্যাপ্লিকেশন ফি : অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীকে ৭৫০ টাকা ফি দিতে হবে। ST, SC, PWD প্রার্থীদের কোনও ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইনে আবেদন শুরু হয়েছে - 27.07.2020
অনলাইনে আবেদন শেষ হবে - 16.08.2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।