ETV Bharat / city

Howrah Cash Recovery: টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের তিন বিধায়কের দশ দিনের সিআইডি হেফাজত - money recovered from the car of three Jharkhand MLAs

শনিবার হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয় ৷ ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করা হয়েছে (money recovered from the car of three Jharkhand MLAs) ৷

CID in Howrah Cash Recovery Case
ঝাড়খণ্ডের বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা
author img

By

Published : Jul 31, 2022, 5:32 PM IST

Updated : Jul 31, 2022, 6:53 PM IST

হাওড়া/কলকাতা, 31 জুলাই: হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় তদন্তভার হাতে নিল সিআইডি (CID Investigation in Howrah Cash Recovery case) ৷ ইতিমধ্যেই ঝাড়খণ্ডের ওই তিন বিধায়ক-সহ তাঁদের দুই সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র ও দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা রজু করেছে পুলিশ । রবিবার ধৃতদের হাওড়া আদালতে ধৃতদের পেশ করা হয় ৷ বিচারক তাঁদের 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

এদিন ভবানী ভবন থেকে সিআইডি'র একটি বিশেষ দল হাওড়ার পাঁচলা থানায় যায় ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই পাঁচলা থানার পুলিশের কাছ থেকে এই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি ৷ সিআইডি সূত্রে খবর, গ্রেফতার হওয়া তিন কংগ্রেস বিধায়ক এবং তাঁদের দুই সঙ্গীকে এদিন রাতেই ভবানী ভবনে নিয়ে গিয়ে জেরা করা হবে ৷

উল্লেখ্য, শনিবার হাওড়ার পাঁচলা থানা এলাকার রানিহাটি মোড়ে 16 নং জাতীয় সড়ক থেকে থেকে ঝাড়খণ্ডের বিধায়কের নেমপ্লেট লাগানো একটি অভিজাত গাড়িকে আটক করা হয় ৷ সেই গাড়িতেই ছিল প্রায় 49 লক্ষ টাকা । এরপর রাতভর ইরফান আনসারি, রাজেশ কাশ্যপ ও নমন বিক্সল নামে ওই তিন বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ কিন্তু উদ্ধার হওয়া নোট সম্পর্কে সঠিক তথ্য-প্রমাণ দিতে পারেনি ওই তিন বিধায়ক । এরপরেই তাঁদের গ্রেফতার করা হয় ৷ ইতিমধ্যেই ওই তিন বিধায়ককে দল থেকে সাসপেন্ড করেছে কংগ্রেস ৷

টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের তিন বিধায়কের দশ দিনের সিআইডি হেফাজত

আরও পড়ুন: হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনায় ধৃত তিন বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস

যদিও এই টাকা উদ্ধার নিয়ে ইতিমধ্যেই বিবাদ শুরু হয়েছে । ওই গাড়িতে থাকা বিধায়ক ইরফান আনসারির ভাইয়ের দাবি, তাঁর ভাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে । তিনি বলেন ‘আদিবাসীদের উপহার কেনার জন্য ওই নগদ অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল । বড়বাজার থেকে প্রতি বছরই আদিবাসীদের জন্য ওই শাড়ি কেনা হয় ৷" এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস । তাদের দাবি ঝাড়খণ্ডে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্টার জোট সরকার ভাঙতে ঘোড়া কেনাবেচার চক্রান্ত করছে বিজেপি ৷

হাওড়া/কলকাতা, 31 জুলাই: হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় তদন্তভার হাতে নিল সিআইডি (CID Investigation in Howrah Cash Recovery case) ৷ ইতিমধ্যেই ঝাড়খণ্ডের ওই তিন বিধায়ক-সহ তাঁদের দুই সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র ও দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা রজু করেছে পুলিশ । রবিবার ধৃতদের হাওড়া আদালতে ধৃতদের পেশ করা হয় ৷ বিচারক তাঁদের 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

এদিন ভবানী ভবন থেকে সিআইডি'র একটি বিশেষ দল হাওড়ার পাঁচলা থানায় যায় ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই পাঁচলা থানার পুলিশের কাছ থেকে এই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি ৷ সিআইডি সূত্রে খবর, গ্রেফতার হওয়া তিন কংগ্রেস বিধায়ক এবং তাঁদের দুই সঙ্গীকে এদিন রাতেই ভবানী ভবনে নিয়ে গিয়ে জেরা করা হবে ৷

উল্লেখ্য, শনিবার হাওড়ার পাঁচলা থানা এলাকার রানিহাটি মোড়ে 16 নং জাতীয় সড়ক থেকে থেকে ঝাড়খণ্ডের বিধায়কের নেমপ্লেট লাগানো একটি অভিজাত গাড়িকে আটক করা হয় ৷ সেই গাড়িতেই ছিল প্রায় 49 লক্ষ টাকা । এরপর রাতভর ইরফান আনসারি, রাজেশ কাশ্যপ ও নমন বিক্সল নামে ওই তিন বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ কিন্তু উদ্ধার হওয়া নোট সম্পর্কে সঠিক তথ্য-প্রমাণ দিতে পারেনি ওই তিন বিধায়ক । এরপরেই তাঁদের গ্রেফতার করা হয় ৷ ইতিমধ্যেই ওই তিন বিধায়ককে দল থেকে সাসপেন্ড করেছে কংগ্রেস ৷

টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের তিন বিধায়কের দশ দিনের সিআইডি হেফাজত

আরও পড়ুন: হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনায় ধৃত তিন বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস

যদিও এই টাকা উদ্ধার নিয়ে ইতিমধ্যেই বিবাদ শুরু হয়েছে । ওই গাড়িতে থাকা বিধায়ক ইরফান আনসারির ভাইয়ের দাবি, তাঁর ভাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে । তিনি বলেন ‘আদিবাসীদের উপহার কেনার জন্য ওই নগদ অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল । বড়বাজার থেকে প্রতি বছরই আদিবাসীদের জন্য ওই শাড়ি কেনা হয় ৷" এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস । তাদের দাবি ঝাড়খণ্ডে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্টার জোট সরকার ভাঙতে ঘোড়া কেনাবেচার চক্রান্ত করছে বিজেপি ৷

Last Updated : Jul 31, 2022, 6:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.