ETV Bharat / city

Cattle Smuggling Case: গরুপাচার কাণ্ডে এনামূলের তিন ভাইপোর সংস্থাতে তল্লাশি চালাবে সিআইডি - Enamul Haque

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এনামূলের তিন ভাইপোর সংস্থাতে আজ তল্লাশি চালাবে সিআইডি ৷ বুধবার বেন্টিং স্ট্রিটে একই বিল্ডিংয়ে দুটি অফিসে তল্লাশি চালানোর পর ওই দুটি অফিসে সিল করে দিয়ে চলে আসেন গোয়েন্দারা ।

CID to raids in company of Enamul three nephews in cattle smuggling case
CID to raids in company of Enamul three nephews in cattle smuggling case
author img

By

Published : Sep 15, 2022, 10:34 AM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এবার সিআইডি'র নজরে এনামূল হকের (Enamul Haque) তিন ভাইপো । জানা গিয়েছে, এনামূলের ভাইপো হুমায়ুন কবির, জাহাঙ্গির আলম এবং মেহেদি হাসানের সংস্থায় বুধবার সিআইডি হানা দেয় । জেএইচএম গোষ্ঠীর বেন্টিঙ্ক স্ট্রিটে একই বিল্ডিংয়ের দু'টি অফিসে তল্লাশি চালান গোয়েন্দারা । গতকাল ওই দু'টি অফিসে সিল করে দিয়ে চলে আসেন তাঁরা (CID) ।

ভবানী ভবন সূত্রে খবর, আজ ফের ওই অফিসগুলিতে তল্লাশি অভিযান চালাবে সিআইডি । এর আগে গরুপাচার কাণ্ডে এনামূল ঘনিষ্ঠ জেনারুল শেখ নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি । ব্যবসায়ী জেনারুলকে লাগাতার জেরা করে এনামূলের এই তিন ভাইপোর সম্পর্কে জানতে পারেন সিআইডির গোয়েন্দারা ।

সিআইডি সূত্রে খবর, এনামূলের তিন ভাইপোর বেন্টিঙ্ক স্ট্রিটের এই সংস্থাটি একটি ট্রেডিং কোম্পানি । ভারত ছাড়াও অন্যান্য দেশে এই ব্যবসা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে । গোয়েন্দাদের অনুমান, গরুপাচারের কালো টাকা সাদা করতে এই সব কোম্পানিগুলিকে কাজে লাগানো হয়েছিল ।

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে সিআইডির জালে এনামূল-ঘনিষ্ঠ জেনারুল

বুধবার বিকেলে মুর্শিদাবাদ থেকে সিআইডির একটি দল আসে এবং তারা সেখানে অভিযান চালায় ৷ পরে সেই অফিস দু'টি সিল করে দেন তারা । অফিসের 401 এবং 405 নম্বর ঘর দু'টিতে প্রায় আড়াই ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালান সিআইডির গোয়েন্দারা । সূত্রের খবর, সেখানে আরও তল্লাশি প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিআইডি ৷ ফলে আজ সকালে ফের সেখানে তল্লাশি চালানো হবে (CID to raid in company of Enamul three nephews) ।

কলকাতা, 15 সেপ্টেম্বর: গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এবার সিআইডি'র নজরে এনামূল হকের (Enamul Haque) তিন ভাইপো । জানা গিয়েছে, এনামূলের ভাইপো হুমায়ুন কবির, জাহাঙ্গির আলম এবং মেহেদি হাসানের সংস্থায় বুধবার সিআইডি হানা দেয় । জেএইচএম গোষ্ঠীর বেন্টিঙ্ক স্ট্রিটে একই বিল্ডিংয়ের দু'টি অফিসে তল্লাশি চালান গোয়েন্দারা । গতকাল ওই দু'টি অফিসে সিল করে দিয়ে চলে আসেন তাঁরা (CID) ।

ভবানী ভবন সূত্রে খবর, আজ ফের ওই অফিসগুলিতে তল্লাশি অভিযান চালাবে সিআইডি । এর আগে গরুপাচার কাণ্ডে এনামূল ঘনিষ্ঠ জেনারুল শেখ নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি । ব্যবসায়ী জেনারুলকে লাগাতার জেরা করে এনামূলের এই তিন ভাইপোর সম্পর্কে জানতে পারেন সিআইডির গোয়েন্দারা ।

সিআইডি সূত্রে খবর, এনামূলের তিন ভাইপোর বেন্টিঙ্ক স্ট্রিটের এই সংস্থাটি একটি ট্রেডিং কোম্পানি । ভারত ছাড়াও অন্যান্য দেশে এই ব্যবসা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে । গোয়েন্দাদের অনুমান, গরুপাচারের কালো টাকা সাদা করতে এই সব কোম্পানিগুলিকে কাজে লাগানো হয়েছিল ।

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে সিআইডির জালে এনামূল-ঘনিষ্ঠ জেনারুল

বুধবার বিকেলে মুর্শিদাবাদ থেকে সিআইডির একটি দল আসে এবং তারা সেখানে অভিযান চালায় ৷ পরে সেই অফিস দু'টি সিল করে দেন তারা । অফিসের 401 এবং 405 নম্বর ঘর দু'টিতে প্রায় আড়াই ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালান সিআইডির গোয়েন্দারা । সূত্রের খবর, সেখানে আরও তল্লাশি প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিআইডি ৷ ফলে আজ সকালে ফের সেখানে তল্লাশি চালানো হবে (CID to raid in company of Enamul three nephews) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.