ETV Bharat / city

Mahendra Agarwal Arrested: ঝাড়খণ্ড-কাণ্ডে সিআইডি-র হাতে গ্রেফতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল - সিআইডি

ঝাড়খণ্ডের তিন বিধায়কের (Jharkhand Congress MLAs) কাছ থেকে বিপুল পরিমাণে টাকা (money recovery case) উদ্ধারের ঘটনায় অবশেষে ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করল সিআইডি (CID arrests businessman Mahendra Agarwal)। আজ তাঁকে আদালতে পেশ করা হবে ৷

cid-arrests-businessman-mahendra-agarwal-in-money-recovery-case-against-jharkhand-congress-mlas
থাম্বনেইল
author img

By

Published : Aug 4, 2022, 11:20 AM IST

কলকাতা, 4 অগস্ট: অবশেষে ঝাড়খণ্ডের তিন বিধায়কের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের (Jharkhand Congress MLAs) ঘটনায় ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করল সিআইডি (CID arrests businessman Mahendra Agarwal)। এ দিন ইটিভি ভারতকে ডিআইজি (সিআইডি-অপারেশন) মিরাজ খালেদ জানান, মহেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে আদালতে পেশ করা হবে ।

গতকাল সল্টলেকের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সামনে থেকেই মহেন্দ্র আগরওয়ালকে আটক করে সিআইডির একটি বিশেষ টিম । তাঁকে নিয়ে আসা হয় ভবানী ভবনে । সেখানে তিনি অসুস্থতা বোধ করেন । ফলে তাঁকে ফের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । সেখানে ঘণ্টা দেড়েক ধরে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালান চিকিৎসকরা । কিন্তু তাঁর শরীরে ক্রনিক রোগ ছাড়া সে ভাবে কোনও কিছু পাননি চিকিৎসকরা, ফলে তাঁকে ছেড়ে দেওয়া হয় । এরপরে অবশেষে সিআইডি গোয়েন্দারা তাঁকে নিয়ে আসেন ভবানী ভবনে । রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর অবশেষে আজ সকালে তাঁকে গ্রেফতার করে সিআইডি ।

উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এল তা জানার চেষ্টা করা হয় । কিন্তু জেরায় মহেন্দ্র আগরওয়াল সেভাবে তদন্তকারীদের কোনও সাহায্যই করছেন না বলে সিআইডি সূত্রের খবর । গোয়েন্দারা অনুমান করছেন, হাওয়ালা কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন মহেন্দ্র আগরওয়াল । পাশাপাশি তাঁর সল্টলেক সেক্টর ওয়ানের বাড়িতেও গতকাল তল্লাশি অভিযান চালায় সিআইডির একটি বিশেষ ইউনিট । একাধিক কাগজপত্র বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন: ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে টাকা উদ্ধারের ঘটনায় আটক পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল

সম্প্রতি ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে প্রায় 49 লক্ষ টাকা উদ্ধার করেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের একটি দল । সেই টাকার উৎস সম্পর্কে কংগ্রেসের তিন বিধায়ক কোনও উত্তর দিতে না পারলে তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ । পরে গোটা ঘটনার তদন্তভার গ্রহণ করে সিআইডি । এরপর ভবানী ভবনে নিয়ে এসে ওই দিন কংগ্রেস বিধায়ককে লাগাতার জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । গোয়েন্দারা জানতে পারেন, এই ঘটনায় মহেন্দ্র আগরওয়াল নামে ব্যক্তি টাকা দিয়ে কংগ্রেসের তিন বিধায়ককে সাহায্য করেছিলেন । কিন্তু কীভাবে এই টাকা ওই ব্যবসায়ীর কাছে এল, কেনই তিনি কংগ্রেসের তিন বিধায়ককে টাকা দিয়ে সাহায্য করলেন, এখনও পর্যন্ত জানতে পারেননি গোয়েন্দারা । ধৃত মহেন্দ্র আগরওয়ালকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন সিআইডির গোয়েন্দারা ।

কলকাতা, 4 অগস্ট: অবশেষে ঝাড়খণ্ডের তিন বিধায়কের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের (Jharkhand Congress MLAs) ঘটনায় ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করল সিআইডি (CID arrests businessman Mahendra Agarwal)। এ দিন ইটিভি ভারতকে ডিআইজি (সিআইডি-অপারেশন) মিরাজ খালেদ জানান, মহেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে আদালতে পেশ করা হবে ।

গতকাল সল্টলেকের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সামনে থেকেই মহেন্দ্র আগরওয়ালকে আটক করে সিআইডির একটি বিশেষ টিম । তাঁকে নিয়ে আসা হয় ভবানী ভবনে । সেখানে তিনি অসুস্থতা বোধ করেন । ফলে তাঁকে ফের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । সেখানে ঘণ্টা দেড়েক ধরে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালান চিকিৎসকরা । কিন্তু তাঁর শরীরে ক্রনিক রোগ ছাড়া সে ভাবে কোনও কিছু পাননি চিকিৎসকরা, ফলে তাঁকে ছেড়ে দেওয়া হয় । এরপরে অবশেষে সিআইডি গোয়েন্দারা তাঁকে নিয়ে আসেন ভবানী ভবনে । রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর অবশেষে আজ সকালে তাঁকে গ্রেফতার করে সিআইডি ।

উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এল তা জানার চেষ্টা করা হয় । কিন্তু জেরায় মহেন্দ্র আগরওয়াল সেভাবে তদন্তকারীদের কোনও সাহায্যই করছেন না বলে সিআইডি সূত্রের খবর । গোয়েন্দারা অনুমান করছেন, হাওয়ালা কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন মহেন্দ্র আগরওয়াল । পাশাপাশি তাঁর সল্টলেক সেক্টর ওয়ানের বাড়িতেও গতকাল তল্লাশি অভিযান চালায় সিআইডির একটি বিশেষ ইউনিট । একাধিক কাগজপত্র বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন: ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে টাকা উদ্ধারের ঘটনায় আটক পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল

সম্প্রতি ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে প্রায় 49 লক্ষ টাকা উদ্ধার করেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের একটি দল । সেই টাকার উৎস সম্পর্কে কংগ্রেসের তিন বিধায়ক কোনও উত্তর দিতে না পারলে তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ । পরে গোটা ঘটনার তদন্তভার গ্রহণ করে সিআইডি । এরপর ভবানী ভবনে নিয়ে এসে ওই দিন কংগ্রেস বিধায়ককে লাগাতার জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । গোয়েন্দারা জানতে পারেন, এই ঘটনায় মহেন্দ্র আগরওয়াল নামে ব্যক্তি টাকা দিয়ে কংগ্রেসের তিন বিধায়ককে সাহায্য করেছিলেন । কিন্তু কীভাবে এই টাকা ওই ব্যবসায়ীর কাছে এল, কেনই তিনি কংগ্রেসের তিন বিধায়ককে টাকা দিয়ে সাহায্য করলেন, এখনও পর্যন্ত জানতে পারেননি গোয়েন্দারা । ধৃত মহেন্দ্র আগরওয়ালকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন সিআইডির গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.