বর্ধমান, 18 অক্টোবর : বিহারের পটনা স্টেশন থেকে ধৃত এক ব্যক্তির সঙ্গে সোনা ডাকাতি ও টিটাগড়ের BJP নেতা মণীশ শুক্লা খুনের যোগ পেল CID ৷ ধৃত ব্যক্তির নাম সঞ্জয়কুমার রায়৷ বর্ধমান শহরের বি সি রোড এলাকায় একটি বেসরকারি গোল্ড লোন সংস্থায় ডাকাতির ঘটনায় ওই ব্যক্তি যুক্ত বলে CID জানতে পেরেছে।
জুলাই মাসে কলকাতার বাগুইআটি কেষ্টপুর এলাকায় ঘর ভাড়া নিয়েছিল সঞ্জয়৷ সেখান থেকেই বর্ধমানে গোল্ড লোন সংস্থায় ডাকাতির পরিকল্পনা করা হয়। CID সূত্রে জানা গিয়েছে, 17 জুলাই বর্ধমান শহরের বি সি রোড এলাকায় একটি গোল্ড লোন সংস্থা থেকে নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে, কর্মীদের একটা ঘরে আটকে রেখে 30 কেজি 205 গ্রাম সোনা লুটপাট করে দুষ্কৃতীরা। ডাকাতি করে পালানোর সময় তারা এক ব্যক্তিকে গুলিও করে। গোয়েন্দারা জানতে পারেন, ডাকাত দলটি বিহার, ঝাড়খণ্ডের দিকে চলে যায়।
চলতি মাসে উত্তর 24 পরগনার টিটাগড় এলাকায় খুন হন BJP নেতা মণীশ শুক্লা। সেই ঘটনার তদন্তে নেমে CID বিহার এবং ঝাড়খণ্ডে তল্লাশি চালায়। বিহারের বৈশালী জেলার বীদুপুর থানার কৈলাচক এলাকা থেকে সঞ্জয়কুমার রায়কে গ্রেপ্তার করে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে তল্লাশি। CID সূত্রে খবর, সঞ্জয় রায়কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে মণীশ শুক্লা খুনে অন্যতম অভিযুক্ত সুবোধ সিংয়ের সঙ্গে তার যোগ থাকার কথা জানতে পারা গিয়েছে৷ গোয়েন্দাদের আশা, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য পাওয়া যাবে৷