কলকাতা, 16 মে: ফের মা ফ্লাইওভারে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। আবারও ঘাতকের ভূমিকায় চিনা মাঞ্জা। আজ সন্ধ্যায় মা ফ্লাইওভারের উপরে চিনা মাঞ্জায় সুতোয় গলা কেটে মৃত্যু হল এক যুবকের। তাঁর বাড়ি কবিতীর্থ এলাকায় বলে জানা গিয়েছে।
এর আগেও দেশজুড়ে চিনা মাঞ্জার সুতোয় একাধিক দুর্ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই গলা কেটে মৃ্ত্যু হয়েছে বাইক আরোহীর। যে কারণে 2016 সালে এই মাঞ্জার সুতোর ব্যবহারে উপর নিষেধাজ্ঞা জারি করে জাতীয় পরিবেশ আদালত। অন্যদিকে, কলকাতা পুলিশও ঘুড়ির সুতো বিক্রেতাদের এই মাঞ্জা বিক্রির উপর নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেয়। সেই সময় বেশকিছু ধরপাকড়ও চালানো হয় পুলিশের তরফে। কিন্তু, তার পরেও চিনা মাঞ্জার সুতো বিক্রি বন্ধ হয়নি। তার প্রমাণ পাওয়া গেল আজকের দুর্ঘটনায়। শনিবার সন্ধ্যায় আক্তার খান নামের 40 বছরের এক যুবক সায়েন্স সিটির দিক থেকে বাইকে চেপে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই তাঁর গলায় ধারালো চিনা মাঞ্জার সুতো জড়িয়ে যায়। মুহূর্তে তাঁর গলা কেটে বসে যায় সেই সুতো। বাইক থেকে পড়ে যান তিনি। পরে তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তিনি মৃত।
চিনা মাঞ্জার কারণে আজ আরও একটি দুর্ঘটনা ঘটেছে মহেশতলা উড়ালপুলের উপরে। যে ঘটনায় এক যুবকের নাকের উপরের অংশ কেটে যায়। ঘটনায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান যুবক।