ETV Bharat / city

JEE - NEET স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মোদিকে ফের চিঠি মমতার

author img

By

Published : Aug 25, 2020, 10:54 PM IST

JEE - NEET পিছিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সোমবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে ন্যাশনাল টেস্টিং অথরিটির একটি চিঠি এসে পৌঁছায় রাজ্য সরকারের কাছে । সেই চিঠিতে জানানো হয় 1 সেপ্টেম্বর থেকে এ-বছরের JEE - NEET হবে। এই চিঠি আসার পরেই ফের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন মুখ্যমন্ত্রী ৷

CM letter to Pm
প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 25 অগাস্ট : কোরোনা আবহে JEE - NEET পিছিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সোমবার সকালেই টুইট করে মমতা কেন্দ্রের কাছে JEE এবং NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি করেন ৷ ফের সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে JEE - NEET পরীক্ষা স্থগিতের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

সোমবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে ন্যাশনাল টেস্টিং অথরিটির একটি চিঠি এসে পৌঁছায় রাজ্য সরকারের কাছে । সেই চিঠিতে জানানো হয় 1 সেপ্টেম্বর থেকে এবছরের JEE - NEET হবে। এই বিষয়ে আজ আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী। আপত্তি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখলেন তিনি। JEE - NEET পিছিয়ে দিতে দফায় দফায় চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোরোনা আবহে পরীক্ষা হওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়ে গত 11 জুলাই প্রথম চিঠি দিয়েছিলেন তিনি। এরপর গতকাল প্রধানমন্ত্রীকে আরও একটি চিঠি দেন মুখ্যমন্ত্রী। তারপরেই আজ ন্যাশনাল টেস্টিং অথরিটির কাছ থেকে একটি চিঠি পায় রাজ্য সরকার। সেই চিঠিতে সিদ্ধান্ত বহাল রেখে 1 সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।

এই সিদ্ধান্ত আসার পর চুপ থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ আবারও একটি চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে। চিঠিতে তিনি লিখেছেন, "কোরোনার এই আবহে পরীক্ষা নিলে তা পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। আমি জানি সুপ্রিম কোর্ট পরীক্ষা নেওয়ার কথা বলেছে। কিন্তু তারপরেও আপনার হস্তক্ষেপ চাইছি। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে সুপ্রিম কোর্টের কাছে JEE - NEET রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন জানাক কেন্দ্র। বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে পরীক্ষা স্থগিতের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিন।" প্রসঙ্গত, ইতিমধ্যেই JEE - NEET স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। এর ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে না। পর্যবেক্ষণকে সামনে রেখেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে JEE - NEET নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অব্যাহত পত্র যুদ্ধ।

গত জুলাই মাসে ন্যাশনাল টেস্টিং অথরিটি JEE - NEET পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করে ৷ এই বিজ্ঞপ্তির পর কয়েক জন পরীক্ষার্থীর অভিভাবক সুপ্রিম কোর্টে মামলা করেন ৷ কোরোনা আবহে এই পরীক্ষা নিলে তা পড়ুয়াদের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকি হয়ে যাবে বলে মনে করেন মামলাকারীরা ৷ কিন্তু মামলাকারীদের এই আবেদন আমল দেয়নি সর্বোচ্চ আদালত ৷ সুপ্রিম কোর্ট পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দেয় কেন্দ্রকে ৷ সুপ্রিম রায় আসার পর ন্যাশনাল টেস্টিং অথরিটি এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে । এদের তরফে জানানো হয়, আগামী 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা বা JEE নেওয়া হবে। এই বিষয়ে পড়ুয়াদের মধ্যে অ্যাডমিট কার্ডও ইশু করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পরীক্ষার্থীদের কথা ভেবে কেন্দ্রের এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 25 অগাস্ট : কোরোনা আবহে JEE - NEET পিছিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সোমবার সকালেই টুইট করে মমতা কেন্দ্রের কাছে JEE এবং NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি করেন ৷ ফের সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে JEE - NEET পরীক্ষা স্থগিতের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

সোমবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে ন্যাশনাল টেস্টিং অথরিটির একটি চিঠি এসে পৌঁছায় রাজ্য সরকারের কাছে । সেই চিঠিতে জানানো হয় 1 সেপ্টেম্বর থেকে এবছরের JEE - NEET হবে। এই বিষয়ে আজ আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী। আপত্তি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখলেন তিনি। JEE - NEET পিছিয়ে দিতে দফায় দফায় চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোরোনা আবহে পরীক্ষা হওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়ে গত 11 জুলাই প্রথম চিঠি দিয়েছিলেন তিনি। এরপর গতকাল প্রধানমন্ত্রীকে আরও একটি চিঠি দেন মুখ্যমন্ত্রী। তারপরেই আজ ন্যাশনাল টেস্টিং অথরিটির কাছ থেকে একটি চিঠি পায় রাজ্য সরকার। সেই চিঠিতে সিদ্ধান্ত বহাল রেখে 1 সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।

এই সিদ্ধান্ত আসার পর চুপ থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ আবারও একটি চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে। চিঠিতে তিনি লিখেছেন, "কোরোনার এই আবহে পরীক্ষা নিলে তা পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। আমি জানি সুপ্রিম কোর্ট পরীক্ষা নেওয়ার কথা বলেছে। কিন্তু তারপরেও আপনার হস্তক্ষেপ চাইছি। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে সুপ্রিম কোর্টের কাছে JEE - NEET রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন জানাক কেন্দ্র। বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে পরীক্ষা স্থগিতের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিন।" প্রসঙ্গত, ইতিমধ্যেই JEE - NEET স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। এর ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে না। পর্যবেক্ষণকে সামনে রেখেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে JEE - NEET নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অব্যাহত পত্র যুদ্ধ।

গত জুলাই মাসে ন্যাশনাল টেস্টিং অথরিটি JEE - NEET পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করে ৷ এই বিজ্ঞপ্তির পর কয়েক জন পরীক্ষার্থীর অভিভাবক সুপ্রিম কোর্টে মামলা করেন ৷ কোরোনা আবহে এই পরীক্ষা নিলে তা পড়ুয়াদের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকি হয়ে যাবে বলে মনে করেন মামলাকারীরা ৷ কিন্তু মামলাকারীদের এই আবেদন আমল দেয়নি সর্বোচ্চ আদালত ৷ সুপ্রিম কোর্ট পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দেয় কেন্দ্রকে ৷ সুপ্রিম রায় আসার পর ন্যাশনাল টেস্টিং অথরিটি এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে । এদের তরফে জানানো হয়, আগামী 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা বা JEE নেওয়া হবে। এই বিষয়ে পড়ুয়াদের মধ্যে অ্যাডমিট কার্ডও ইশু করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পরীক্ষার্থীদের কথা ভেবে কেন্দ্রের এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.