ETV Bharat / city

সচিবদের দেওয়া কেন্দ্রের প্রশ্নের জবাব খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী - Principal Secretary

এবার রাজ্যের অতিরিক্তি মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি এবং অন্যান্য সচিবদের করা কেন্দ্রের প্রশ্নের জবাব খতিয়ে দেখবেন মুখ্য়মন্ত্রী ৷ তিনি সেই জবাবে ছাড়পত্র দিলে মুখ্যসচিব তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন ৷ নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷

chief-minister-mamata-banerjee-has-decided-to-scan-and-approve-all-parliamentary-questions
সচিবদের দেওয়া সংসদীয় প্রশ্নের জবাব খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী, খবর নবান্ন সূত্রে
author img

By

Published : Jul 23, 2021, 5:13 PM IST

কলকাতা, 23 জুলাই : বারে বারে অভিযোগ উঠেছে, তাঁর সরকারের বিভিন্ন দফতর কেন্দ্রীয় সরকারের প্রশ্নের জবাব সঠিক সময়ে পাঠায় না ৷ তাই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ময়দানে নামছেন ৷ নবান্ন সূত্রে খবর, রাজ্যের সব দফতরের সচিব এবং অতিরিক্ত মুখ্য়সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারির দেওয়া কেন্দ্রের প্রশ্নের জবাব মুখ্য়মন্ত্রী নিজে খতিয়ে দেখবেন ৷ তিনি ছাড়পত্র দিলে সেই জবাবগুলি কেন্দ্রের কাছে পাঠানো হবে ৷

মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এ নিয়ে একটি বার্তা রাজ্যের অন্যান্য দফতরগুলির সচিবদের কাছে পাঠিয়েছেন ৷ সেখানে বলা হয়েছে, সংসদীয় যে প্রশ্ন দফতরগুলির কাছে করা হয়েছে, তার জবাব মুখ্যসচিবের কাছে পাঠাতে হবে ৷ তিনি সেগুলি মুখ্য়মন্ত্রীর কাছে পৌঁছে দেবেন ৷ এর পর মুখ্যমন্ত্রী সেই জবাবগুলি খতিয়ে দেখে ছাড়পত্র দেবেন ৷ শুক্রবার নবান্নের সূত্রে এমনটাই জানানো হয়েছে ৷

রাজ্যের বিভিন্ন দফতরের কাছে পাঠানো চিঠিতে মুখ্যসচিব উল্লেখ করেছেন, ‘‘সরকার জানতে পেরেছে সংসদীয় বিভিন্ন প্রশ্নের জবাব সঠিক সময়ের মধ্যে কেন্দ্রের কাছে পাঠানো হচ্ছে না ৷ আর তাই অতিরিক্ত মুখ্য়সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি এবং অন্যান্য সচিবদের বলা হচ্ছে, তাঁদের জবাব দ্রুত মুখ্য়সচিবের কাছে পাঠানো হোক ৷’’ পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের উত্তরগুলি খতিয়ে দেখে, মুখ্য়সচিবকে দিয়ে কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠাবেন ৷

আরও পড়ুন : Santanu Sen : তৃণমূল কংগ্রেস সাংসদদের কণ্ঠরোধ করা যাবে না, প্রতিবাদ চলবে; প্রতিক্রিয়া শান্তনুর

এ নিয়ে প্রাক্তন এক প্রাক্তন আইএএস আধিকারিক, যিনি রাজ্যের মুখ্যসচিবের পদ সামলেছেন, তিনি জানান, প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী, অতিরিক্ত মুখ্য়সচিব এবং অন্যান্য সচিবকে করা সংসদীয় প্রশ্নের উত্তরে নজরদারি করছেন ৷ এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মনে করছেন তিনি ৷ এ নিয়ে আরেক প্রাক্তন কূটনীতিক জানিয়েছেন, এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে ‘অভূতপূর্ব’ ৷ ওই প্রাক্তন কূটনীতিক আরও জানিয়েছেন, তাঁর 29 বছরের কর্মজীবনে, তিনি এমন কোনও পদক্ষেপের সম্মুখীন হননি ৷ এমনকি এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি ৷ খুবই অস্বাভাবিক বলে তিনি উল্লেখ করেছেন ৷

কলকাতা, 23 জুলাই : বারে বারে অভিযোগ উঠেছে, তাঁর সরকারের বিভিন্ন দফতর কেন্দ্রীয় সরকারের প্রশ্নের জবাব সঠিক সময়ে পাঠায় না ৷ তাই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ময়দানে নামছেন ৷ নবান্ন সূত্রে খবর, রাজ্যের সব দফতরের সচিব এবং অতিরিক্ত মুখ্য়সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারির দেওয়া কেন্দ্রের প্রশ্নের জবাব মুখ্য়মন্ত্রী নিজে খতিয়ে দেখবেন ৷ তিনি ছাড়পত্র দিলে সেই জবাবগুলি কেন্দ্রের কাছে পাঠানো হবে ৷

মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এ নিয়ে একটি বার্তা রাজ্যের অন্যান্য দফতরগুলির সচিবদের কাছে পাঠিয়েছেন ৷ সেখানে বলা হয়েছে, সংসদীয় যে প্রশ্ন দফতরগুলির কাছে করা হয়েছে, তার জবাব মুখ্যসচিবের কাছে পাঠাতে হবে ৷ তিনি সেগুলি মুখ্য়মন্ত্রীর কাছে পৌঁছে দেবেন ৷ এর পর মুখ্যমন্ত্রী সেই জবাবগুলি খতিয়ে দেখে ছাড়পত্র দেবেন ৷ শুক্রবার নবান্নের সূত্রে এমনটাই জানানো হয়েছে ৷

রাজ্যের বিভিন্ন দফতরের কাছে পাঠানো চিঠিতে মুখ্যসচিব উল্লেখ করেছেন, ‘‘সরকার জানতে পেরেছে সংসদীয় বিভিন্ন প্রশ্নের জবাব সঠিক সময়ের মধ্যে কেন্দ্রের কাছে পাঠানো হচ্ছে না ৷ আর তাই অতিরিক্ত মুখ্য়সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি এবং অন্যান্য সচিবদের বলা হচ্ছে, তাঁদের জবাব দ্রুত মুখ্য়সচিবের কাছে পাঠানো হোক ৷’’ পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের উত্তরগুলি খতিয়ে দেখে, মুখ্য়সচিবকে দিয়ে কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠাবেন ৷

আরও পড়ুন : Santanu Sen : তৃণমূল কংগ্রেস সাংসদদের কণ্ঠরোধ করা যাবে না, প্রতিবাদ চলবে; প্রতিক্রিয়া শান্তনুর

এ নিয়ে প্রাক্তন এক প্রাক্তন আইএএস আধিকারিক, যিনি রাজ্যের মুখ্যসচিবের পদ সামলেছেন, তিনি জানান, প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী, অতিরিক্ত মুখ্য়সচিব এবং অন্যান্য সচিবকে করা সংসদীয় প্রশ্নের উত্তরে নজরদারি করছেন ৷ এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মনে করছেন তিনি ৷ এ নিয়ে আরেক প্রাক্তন কূটনীতিক জানিয়েছেন, এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে ‘অভূতপূর্ব’ ৷ ওই প্রাক্তন কূটনীতিক আরও জানিয়েছেন, তাঁর 29 বছরের কর্মজীবনে, তিনি এমন কোনও পদক্ষেপের সম্মুখীন হননি ৷ এমনকি এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি ৷ খুবই অস্বাভাবিক বলে তিনি উল্লেখ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.