ETV Bharat / city

Dilip Ghosh : মুখ্যমন্ত্রী দিল্লিতে, কলকাতা ভেনিস হয়ে গেল; কটাক্ষ দিলীপের - কটাক্ষ দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপের মন্তব্য, "দু'মাস অন্তর দিল্লি যাচ্ছেন ভাল ৷ মান্থলি করে নিন ৷ দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হবে ফান্ডের জন্য, আর নিজের দলকে সর্বভারতীয় করতে বিভিন্ন রাজ্যের নেতাদের কাছে এমএলএ, এমপি সিট চাইছেন ।"

s
s
author img

By

Published : Jul 31, 2021, 4:58 PM IST

কলকাতা, 31 জুলাই : "কলকাতা লন্ডনের বদলে ভেনিস হয়ে গেছে । মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন এখানে সব ভেসে গেল । কলকাতার প্রাক্তন মেয়র জেলে না থাকলেও কলকাতাকে বাঁচাতে পারলেন না । অন্যকে দোষ না দিয়ে কিছু করে দেখানো দরকার ।" শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) ৷

উপনির্বাচন হওয়া উচিত এবং যথাসময়ে উপনির্বাচন হবে বলেও আশাবাদী তিনি । যদিও এই বিষয়ে ভিন্নমত পোষণ করেন বিজেপির বিধানসভার নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ৷ গতকাল শুভেন্দু বলেন, রাজ্যে টিকাকরণ সম্পূর্ণ হলে নির্বাচন হোক । দিলীপ ঘোষ উপনির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েও বললেন, "মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকার জন্য উপনির্বাচন চাইছেন । রাজ্যে যদি সব স্বাভাবিক হয় তাহলে বিধিনিষেধ কেন তুলছেন না । পৌরসভা নির্বাচন কেন করাচ্ছেন না !"

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে দিলীপের মন্তব্য, "দু'মাস অন্তর দিল্লি যাচ্ছেন ভাল ৷ মান্থলি করে নিন ৷ দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হবে ফান্ডের জন্য, আর নিজের দলকে সর্বভারতীয় করতে বিভিন্ন রাজ্যের নেতাদের কাছে এমএলএ, এমপি সিট চাইছেন ।"

আরও পড়ুন: মমতাই দলীয় নেতাদের ফোন ট্যাপ করান, পেগাসাস বিতর্কে তৃণমূলনেত্রীকে পাল্টা আক্রমণ দিলীপের

দিলীপ আরও বলেন, "রাহুল গান্ধি (Rahul Gandhi) মুখ্যমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেসমিট করেননি ৷ কারণ বুঝে গিয়েছেন, ওঁর সঙ্গে গেলে সর্বনাশ হবে ।"

কলকাতা, 31 জুলাই : "কলকাতা লন্ডনের বদলে ভেনিস হয়ে গেছে । মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন এখানে সব ভেসে গেল । কলকাতার প্রাক্তন মেয়র জেলে না থাকলেও কলকাতাকে বাঁচাতে পারলেন না । অন্যকে দোষ না দিয়ে কিছু করে দেখানো দরকার ।" শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) ৷

উপনির্বাচন হওয়া উচিত এবং যথাসময়ে উপনির্বাচন হবে বলেও আশাবাদী তিনি । যদিও এই বিষয়ে ভিন্নমত পোষণ করেন বিজেপির বিধানসভার নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ৷ গতকাল শুভেন্দু বলেন, রাজ্যে টিকাকরণ সম্পূর্ণ হলে নির্বাচন হোক । দিলীপ ঘোষ উপনির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েও বললেন, "মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকার জন্য উপনির্বাচন চাইছেন । রাজ্যে যদি সব স্বাভাবিক হয় তাহলে বিধিনিষেধ কেন তুলছেন না । পৌরসভা নির্বাচন কেন করাচ্ছেন না !"

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে দিলীপের মন্তব্য, "দু'মাস অন্তর দিল্লি যাচ্ছেন ভাল ৷ মান্থলি করে নিন ৷ দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হবে ফান্ডের জন্য, আর নিজের দলকে সর্বভারতীয় করতে বিভিন্ন রাজ্যের নেতাদের কাছে এমএলএ, এমপি সিট চাইছেন ।"

আরও পড়ুন: মমতাই দলীয় নেতাদের ফোন ট্যাপ করান, পেগাসাস বিতর্কে তৃণমূলনেত্রীকে পাল্টা আক্রমণ দিলীপের

দিলীপ আরও বলেন, "রাহুল গান্ধি (Rahul Gandhi) মুখ্যমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেসমিট করেননি ৷ কারণ বুঝে গিয়েছেন, ওঁর সঙ্গে গেলে সর্বনাশ হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.