ETV Bharat / city

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বাতিল, রাজভবনের বাইরে বিক্ষোভ ছাত্র পরিষদের

সময় দিয়েছিলেন সাক্ষাৎ করবেন । নির্দিষ্ট সময়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন ছাত্র পরিষদের সদস্যরা । কিন্তু রাজভবন থেকে নাকি জানানো হয়, সাক্ষাৎ বাতিল হয়েছে । সে কারণেই রাজভবনের সামনে প্রায় দু'ঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা । এমনই দাবি ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদের ।

chatra parishad protest
ছাত্র পরিষদের বিক্ষোভ
author img

By

Published : Jun 10, 2020, 10:51 PM IST

Updated : Jun 10, 2020, 10:57 PM IST

কলকাতা, 10 জুন : রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে রাজ্যপালেরসাক্ষাৎ চেয়েছিলেন রাজ্য ছাত্র পরিষদের সদস্যরা। ছাত্র পরিষদের দাবি, রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁদের সঙ্গেদেখা করার জন্য আজকে দুপুরে সময় দেন । নির্দিষ্ট সময়ে ছাত্র পরিষদের সদস্যরাগিয়ে জানতে পারেন, তাঁদের সাক্ষাতের সময় বাতিল হয়ে গিয়েছে। এরপরই তাঁরা রাজভবনেরসামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায়।


কলেজের পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় বর্ষে পরীক্ষা ছাড়া উত্তীর্ণকরার আবেদন জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ছাত্র পরিষদের সদস্যরা।
লকডাউনের সময় কালে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবেপড়ুয়াদের কাছ থেকে জোর করে বেতন নিচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেনছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ। সৌরভ বলেন, " স্নাতক, স্নাতকোত্তর, প্রযুক্তিসহ বাকি কোর্সগুলির সকলছাত্রছাত্রীকে বিনা পরীক্ষায় উত্তীর্ণ করার দাবি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফি মুকুবেরআবেদন জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম । কিন্তু আজ রাজ্যপালেরসাক্ষাতের সময় বাতিল করা হয়। "

অবিলম্বে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতিবিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হবে। ছত্তিশগড়, পুদুচেরি সহ বিভিন্ন জায়গায় দেশের এই প্রতিকূল পরিস্থিতিতে নমনীয় আচরণনেওয়া হয়েছে পড়ুয়াদের প্রতি। ছাত্র পরিষদের অভিযোগ, কেবলমাত্র এই রাজ্যের সরকার ছাত্রবিরোধী বলে রাজ্যপালের কাছে তাঁরা আবেদনজানাতে চেয়েছিলেন । ঘূর্ণিঝড় আমফানের জন্য প্রায় 18-20 দিন রাজ্যের বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। অনলাইন পরীক্ষার পরিকাঠামোরাজ্যে তৈরি হয়নি বলেও অভিযোগ ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদের ।

কলকাতা, 10 জুন : রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে রাজ্যপালেরসাক্ষাৎ চেয়েছিলেন রাজ্য ছাত্র পরিষদের সদস্যরা। ছাত্র পরিষদের দাবি, রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁদের সঙ্গেদেখা করার জন্য আজকে দুপুরে সময় দেন । নির্দিষ্ট সময়ে ছাত্র পরিষদের সদস্যরাগিয়ে জানতে পারেন, তাঁদের সাক্ষাতের সময় বাতিল হয়ে গিয়েছে। এরপরই তাঁরা রাজভবনেরসামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায়।


কলেজের পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় বর্ষে পরীক্ষা ছাড়া উত্তীর্ণকরার আবেদন জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ছাত্র পরিষদের সদস্যরা।
লকডাউনের সময় কালে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবেপড়ুয়াদের কাছ থেকে জোর করে বেতন নিচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেনছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ। সৌরভ বলেন, " স্নাতক, স্নাতকোত্তর, প্রযুক্তিসহ বাকি কোর্সগুলির সকলছাত্রছাত্রীকে বিনা পরীক্ষায় উত্তীর্ণ করার দাবি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফি মুকুবেরআবেদন জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম । কিন্তু আজ রাজ্যপালেরসাক্ষাতের সময় বাতিল করা হয়। "

অবিলম্বে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতিবিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হবে। ছত্তিশগড়, পুদুচেরি সহ বিভিন্ন জায়গায় দেশের এই প্রতিকূল পরিস্থিতিতে নমনীয় আচরণনেওয়া হয়েছে পড়ুয়াদের প্রতি। ছাত্র পরিষদের অভিযোগ, কেবলমাত্র এই রাজ্যের সরকার ছাত্রবিরোধী বলে রাজ্যপালের কাছে তাঁরা আবেদনজানাতে চেয়েছিলেন । ঘূর্ণিঝড় আমফানের জন্য প্রায় 18-20 দিন রাজ্যের বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। অনলাইন পরীক্ষার পরিকাঠামোরাজ্যে তৈরি হয়নি বলেও অভিযোগ ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদের ।
Last Updated : Jun 10, 2020, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.