কলকাতা, 21 ফেব্রুয়ারি :হেরোইন এবং ব্রাউন সুগার চক্র চলছিল হাওড়া ফুল মার্কেট চত্বরে । এই ফুল মার্কেট স্ট্যাণ্ড রোডের ঠিক পাশে,হাওড়া ব্রিজ সংলগ্ন । এই এলাকায় চলছিল নেশা চক্র । সেখান থেকে বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করে 2 জনকে ।
সার্কুলার রেললাইনের ধারে কিংবা গঙ্গার ঘাটগুলোতে ইদানিং মাদকাসক্তদের রমরমা হয়ে উঠেছে। কিছুদিন আগে চাঁদপুরের হেরোইন এবং ব্রাউন সুগার ব্যবসার কুখ্যাত কারবারি "মামা"কে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের কাছে খবর ছিল সেখানে ব্রাউন সুগার-হেরোইনের পাশাপাশি চলছিল চরসেরও ব্যবসা । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেকশন আচমকা হানা দিয়ে শেখ জামির রফি ওরফে গোরা এবং শেখ সাজ্জাদ ওরফে জয় নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে । তাদের কাছে উদ্ধার হয়েছে মোট 256 গ্রাম চরস।
ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মাস্টারমাইন্ডের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।