ETV Bharat / city

74 দিনের মাথায় মাদককাণ্ডে রাকেশ সিং-এর বিরুদ্ধে চার্জশিট

মাদককাণ্ডে রাকেশ সিং সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশের নারকোটিক সেল ৷ তবে, এই মামলায় পামেলা গোস্বামীর নাম চার্জশিটে রাখা হয়নি ৷ নাম নেই পামেলার নিরাপত্তারক্ষীরও ৷

chargesheet-submitted-by-narcotic-department-of-kolkata-police-against-rakesh-singh
74 দিনের মাথায় মাদককাণ্ডে রাকেশ সিং এর বিরুদ্ধে চার্জশিট লালবাজারের
author img

By

Published : May 3, 2021, 7:35 PM IST

কলকাতা, 3 মে : 74 দিনের মাথায় নিউ আলিপুরের মাদককাণ্ডে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল ৷ চার্জশিটে রাকেশ সিং-এর নাম রয়েছে ৷ তবে উল্লেখযোগ্য ভাবে নিউ আলিপুরে যে পামেলা গোস্বামী গ্রেফতারের মধ্যে দিয়ে এই মাদককাণ্ডের জাল গোটানো শুরু হয়েছিল, সেই পামেলার নাম বাদ দেওয়া হয়েছে ৷ তাঁর নিরাপত্তারক্ষীর নামও চার্জশিটে রাখেননি তদন্তকারীরা ৷ কিন্তু আরেক অভিযুক্ত অমৃত রাজ সিংকে পলাতক হিসেবে দেখানো হয়েছে চার্জশিটে ৷ সব মিলিয়ে মোট 8 জনের নাম রয়েছে মাদক পাচারকাণ্ডের চার্জশিটে ৷

তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, রাকেশ সিং, সুইটি এবং আরও কয়েকজন মাদক সরবরাহকারীদের থেকে মাদক নিয়েছিলেন ৷ সেই মাদক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাকেশ সিং-এর নির্দেশে পামেলার গাড়িতে রাখিয়েছিল ৷ যে কাজে তাঁকে সাহায্য করেছিল অমৃত রাজ সিং ৷ সেই সঙ্গে চার্জশিটে এও বলা হয়েছে, বিজেপির এই নেতা ঘটনার পর একাধিক অপরাধীকে আশ্রয় দিয়েছিলেন ৷

আরও পড়ুন : পামেলা বিজেপিতে আসার পরেই কি মাদককাণ্ডে আলোকপাত লালবাজারের ?

প্রসঙ্গত, নির্বাচেন ঠিক আগে, মাদক পাচারকাণ্ডে তোলপাড় হয়ে ওঠে কলকাতা ৷ নিউ আলিপুরে বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী গাড়ি থেকে কোকেন উদ্ধার করে কলকাতা পুলিশের নারকোটিক সেল ৷ যে মামলায় পামেলা সংবাদ মাধ্য়মের সামনে প্রকাশ্যে রাকেশ সিং-এর বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ করেন ৷ এর পরেই তাঁকে সমন পাঠায় গোয়েন্দারা ৷ তবে, সেই তলবে সাড়া না দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন রাকেশ সিং ৷ তাঁকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয় ৷ ওইদিনই রাকেশ সিং- এর রাসবিহারীর বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক সেল ৷ যেখানে রাকেশ সিং-এর দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছিল ৷

কলকাতা, 3 মে : 74 দিনের মাথায় নিউ আলিপুরের মাদককাণ্ডে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল ৷ চার্জশিটে রাকেশ সিং-এর নাম রয়েছে ৷ তবে উল্লেখযোগ্য ভাবে নিউ আলিপুরে যে পামেলা গোস্বামী গ্রেফতারের মধ্যে দিয়ে এই মাদককাণ্ডের জাল গোটানো শুরু হয়েছিল, সেই পামেলার নাম বাদ দেওয়া হয়েছে ৷ তাঁর নিরাপত্তারক্ষীর নামও চার্জশিটে রাখেননি তদন্তকারীরা ৷ কিন্তু আরেক অভিযুক্ত অমৃত রাজ সিংকে পলাতক হিসেবে দেখানো হয়েছে চার্জশিটে ৷ সব মিলিয়ে মোট 8 জনের নাম রয়েছে মাদক পাচারকাণ্ডের চার্জশিটে ৷

তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, রাকেশ সিং, সুইটি এবং আরও কয়েকজন মাদক সরবরাহকারীদের থেকে মাদক নিয়েছিলেন ৷ সেই মাদক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাকেশ সিং-এর নির্দেশে পামেলার গাড়িতে রাখিয়েছিল ৷ যে কাজে তাঁকে সাহায্য করেছিল অমৃত রাজ সিং ৷ সেই সঙ্গে চার্জশিটে এও বলা হয়েছে, বিজেপির এই নেতা ঘটনার পর একাধিক অপরাধীকে আশ্রয় দিয়েছিলেন ৷

আরও পড়ুন : পামেলা বিজেপিতে আসার পরেই কি মাদককাণ্ডে আলোকপাত লালবাজারের ?

প্রসঙ্গত, নির্বাচেন ঠিক আগে, মাদক পাচারকাণ্ডে তোলপাড় হয়ে ওঠে কলকাতা ৷ নিউ আলিপুরে বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী গাড়ি থেকে কোকেন উদ্ধার করে কলকাতা পুলিশের নারকোটিক সেল ৷ যে মামলায় পামেলা সংবাদ মাধ্য়মের সামনে প্রকাশ্যে রাকেশ সিং-এর বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ করেন ৷ এর পরেই তাঁকে সমন পাঠায় গোয়েন্দারা ৷ তবে, সেই তলবে সাড়া না দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন রাকেশ সিং ৷ তাঁকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয় ৷ ওইদিনই রাকেশ সিং- এর রাসবিহারীর বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক সেল ৷ যেখানে রাকেশ সিং-এর দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.