ETV Bharat / city

SFI Procession Chaos: এসএফআই-টিএমসিপি বিবাদে উত্তাল কলেজ স্ট্রিট - প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

এসএফআই-এর প্রতিবাদ মিছিল চলাকালীন উত্তেজনা (SFI Procession Chaos) ছড়াল কলেজ স্ট্রিটে (College Street) ৷ বিবাদে জড়ালেন এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) নেতা, কর্মীরা ৷

Chaos emerged at College Street during SFI Procession
SFI Procession Chaos: এসএফআই-টিএমসিপি বিবাদে উত্তাল কলেজ স্ট্রিট
author img

By

Published : Aug 6, 2022, 8:36 PM IST

কলকাতা, 6 অগস্ট: এসএফআই (SFI)-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতার (Kolkata) কলেজ স্ট্রিটে (College Street) ৷ হাতাহাতিতে জড়ালেন এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) নেতা, কর্মীরা ৷ তবে, পুলিশ তৎপর থাকায় বড় কোনও অঘটন ঘটেনি ৷ কিছুক্ষণের মধ্যেই দু'পক্ষকে আলাদা করে দেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷

উল্লেখ্য, দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, পালটা অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University) চত্বরে চাপা উত্তেজনা ছিল ৷ এই প্রেক্ষাপটে শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে প্রেসিডেন্সির কয়েকজন ছাত্রছাত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ আক্রান্তদের দাবি, হামলাকারীরা সকলেই টিএমসিপি-এর সদস্য ৷ এরই প্রতিবাদে শনিবার একটি মিছিল করে এসএফআই ৷ সেই মিছিলে প্রেসিডেন্সির প্রহৃত পড়ুয়ারাও অংশগ্রহণ করেন ৷

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুরের প্রবেশিকায় ধার্য 'ফি', প্রতিবাদে ঘেরাও উপাচার্য ও দুই ডিন

স্থির ছিল, এদিন এমজি রোড ক্রসিং থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল (SFI Procession) বিভিন্ন পথ ঘুরে প্রেসিডেন্সির সামনে শেষ হবে ৷ কিন্তু, তার আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) ফটকের সামনে মিছিল পৌঁছনোর সঙ্গে সঙ্গে নতুন করে অশান্তি (SFI Procession Chaos) শুরু হয় ৷ এসএফআই-এর অভিযোগ, টিএমসিপি (TMCP)-এর সদস্যরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে জমায়েত করেছিলেন ৷ সেখান থেকেই তাঁরা এসএফআই-কে হুমকি দেন ৷ অন্যদিকে টিএমসিপি-এর দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবেই এসএফআই-এর কর্মসূচির বিরোধিতা করছিলেন ৷ সেই সময় এসএফআই-এর সদস্যরাই তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন ৷

এভাবে দোষারোপ ও পালটা দোষারোপের পালা চলাকালীনই শুরু হয় বিবাদ ৷ দু'পক্ষের মধ্য়ে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি চলতে থাকে ৷ সঙ্গে সঙ্গে আসরে নামে পুলিশ ৷ প্রসঙ্গত, অশান্তির আশঙ্কায় আগে থেকেই এখানে বাহিনী মোতায়েন করা ছিল ৷ পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই এসএফআই ও টিএমসিপি কর্মীদের আলাদা করে দেওয়া হয় ৷

কলকাতা, 6 অগস্ট: এসএফআই (SFI)-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতার (Kolkata) কলেজ স্ট্রিটে (College Street) ৷ হাতাহাতিতে জড়ালেন এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) নেতা, কর্মীরা ৷ তবে, পুলিশ তৎপর থাকায় বড় কোনও অঘটন ঘটেনি ৷ কিছুক্ষণের মধ্যেই দু'পক্ষকে আলাদা করে দেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷

উল্লেখ্য, দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, পালটা অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University) চত্বরে চাপা উত্তেজনা ছিল ৷ এই প্রেক্ষাপটে শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে প্রেসিডেন্সির কয়েকজন ছাত্রছাত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ আক্রান্তদের দাবি, হামলাকারীরা সকলেই টিএমসিপি-এর সদস্য ৷ এরই প্রতিবাদে শনিবার একটি মিছিল করে এসএফআই ৷ সেই মিছিলে প্রেসিডেন্সির প্রহৃত পড়ুয়ারাও অংশগ্রহণ করেন ৷

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুরের প্রবেশিকায় ধার্য 'ফি', প্রতিবাদে ঘেরাও উপাচার্য ও দুই ডিন

স্থির ছিল, এদিন এমজি রোড ক্রসিং থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল (SFI Procession) বিভিন্ন পথ ঘুরে প্রেসিডেন্সির সামনে শেষ হবে ৷ কিন্তু, তার আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) ফটকের সামনে মিছিল পৌঁছনোর সঙ্গে সঙ্গে নতুন করে অশান্তি (SFI Procession Chaos) শুরু হয় ৷ এসএফআই-এর অভিযোগ, টিএমসিপি (TMCP)-এর সদস্যরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে জমায়েত করেছিলেন ৷ সেখান থেকেই তাঁরা এসএফআই-কে হুমকি দেন ৷ অন্যদিকে টিএমসিপি-এর দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবেই এসএফআই-এর কর্মসূচির বিরোধিতা করছিলেন ৷ সেই সময় এসএফআই-এর সদস্যরাই তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন ৷

এভাবে দোষারোপ ও পালটা দোষারোপের পালা চলাকালীনই শুরু হয় বিবাদ ৷ দু'পক্ষের মধ্য়ে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি চলতে থাকে ৷ সঙ্গে সঙ্গে আসরে নামে পুলিশ ৷ প্রসঙ্গত, অশান্তির আশঙ্কায় আগে থেকেই এখানে বাহিনী মোতায়েন করা ছিল ৷ পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই এসএফআই ও টিএমসিপি কর্মীদের আলাদা করে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.