কলকাতা, 11 অগস্ট: "দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি (Zero Tolerance on Corruption) নিয়ে চলছে তৃণমূল কংগ্রেস (TMC) ৷ কারণ, তৃণমূল মানুষের দল ৷ মানুষের পক্ষে যা ক্ষতিকারক, মানুষের সঙ্গে কেউ যদি প্রতারণা করে, তাহলে দল সেই কাজকে কখনই সমর্থন করে না ৷ দুর্নীতির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকেই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না ৷ আমরা মনে করি, মানুষই একমাত্র সম্পদ ৷" বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ৷ একই সুর শোনা যায় দলের আর এক নেতা সমীর চক্রবর্তীর গলাতেও ৷ তাঁদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস কোনও অন্যায় বা দুর্নীতির সঙ্গে আপস করবে না ৷ কিন্তু, কেন্দ্রীয় সংস্থাগুলিকেও তদন্ত প্রক্রিয়ায় নিরপেক্ষ থাকতে হবে ৷
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাছ থেকে আমরা নিরপেক্ষ অবস্থান আশা করি ৷ আমাদের দলনেত্রী থেকে শুরু করে সকলেই বারবার প্রশ্ন তুলেছেন, যে সংস্থাগুলির নিরপেক্ষ হওয়া দরকার, সেগুলি কেন নিরপেক্ষতা হারাচ্ছে ? ইডি হোক বা সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তাদের নিরপেক্ষতা হারাচ্ছে ৷ আমরা জানতে চাই, কেন বারবার ইডি এবং সিবিআই-এর মতো নিরপেক্ষ সংস্থাগুলিকে রাজনৈতিকভাবে অপব্যবহারের অভিযোগ উঠছে ? কেন্দ্রের শাসকদলের সদস্যদের ক্ষেত্রে ইডি, সিবিআই একরকম আচরণ করছে ৷ আবার বিজেপিবিরোধী দলগুলির নেতা ও কর্মীদের ক্ষেত্রে অন্য একরকম আচরণ করা হচ্ছে ! কেন এমনটা করা হচ্ছে ?"
আরও পড়ুন: Asim Pokes Anubrata: অনুব্রত গ্রেফতার হতেই গান বাঁধলেন অসীম, সুরে-ছন্দে কটাক্ষ কেষ্টকে
এদিন তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) তরফ থেকে অসমের বিজেপি নেতা তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারীর উদাহরণ তুলে ধরা হয় ৷ দলের পক্ষ থেকে চন্দ্রিমা এবং সমীর বলেন, একই মামলায় অভিযুক্ত কারও বাড়িতে ভোরবেলায় কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা উপস্থিত হয়ে যান ! অথচ, সেই একই ঘটনায় অভিযুক্ত বিজেপি-র নেতা, কর্মীদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয় না ! কেন্দ্রীয় সংস্থাগুলির এই ধরনের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ৷
চন্দ্রিমা বলেন, "রাজ্য়ের বিরোধী দলনেতার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে ৷ তাঁর বিরুদ্ধে স্বয়ং সারদাকর্তা অভিযোগ করেছেন ৷ অথচ, তারপরও তাঁকে কেন্দ্রীয় সংস্থা তলব করেনি ! এই বিষয়ে কোনও কেন্দ্রীয় সংস্থার তৎপরতা নেই ৷ এমনকী, বিরোধী দলনেতার ভাইয়ের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে ৷ কিন্তু, ইডি বা সিবিআই, কেউই তাঁদের তদন্তের আওতায় আনছে না ৷"
এরপরই চন্দ্রিমা জানান, আগামী দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতার দাবিতে পথে নামবে তৃণমূল কংগ্রেস ৷ আগামী দু'দিন এই ইস্যুতে জেলায় জেলায় মিছিল করা হবে ৷ একইসঙ্গে চন্দ্রিমা জানিয়েছেন, আগামী দিনে দল যদি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে, তাহলে যথা সময়ে সংবাদমাধ্যম তা জানতে পারবে ৷ তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটিতে আলোচনার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷