ETV Bharat / city

বিজেপির বাংলা দখলের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে : চন্দ্রিমা - Chandrima Bhattacharjee said that bjp can't able to win in west bengal assembly election

আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জিতবে বলে আত্মবিশ্বাসী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সমর্থন আরও বাড়বে এবং তৃণমূলের আসন সংখ্যাও বৃদ্ধি পাবে।

Chandrima Bhattacharjee said that bjp can't able to win in west bengal assembly election
বিজেপির বাংলা দখলের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে : চন্দ্রিমা
author img

By

Published : Jan 7, 2021, 1:03 PM IST

Updated : Jan 7, 2021, 1:21 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: বাংলা দখলের যে স্বপ্ন বিজেপি দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে বলে দাবি করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। গত লোকসভা নির্বাচনে বিজেপি 18টি আসন জিতেছে রাজ্যে। তার নিরিখেই গেরুয়া শিবির বারবার বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারানোর চ্যালেঞ্জ করছে । সেই চ্যালেঞ্জেও বিজেপি জিততে পারবে না বলেই মনে করেন তিনি ।

কেন তিনি এমন মনে করেন, তার ব্যাখ্যাও দিয়েছেন । তাঁর দাবি, সারা দেশে ক্রমশ জন সমর্থন কমছে বিজেপির। এর জন্য তিনি 2019 সালের লোকসভা নির্বাচনের সঙ্গে তার পর যে কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট হয়েছে, তার উদাহরণ তুলে ধরেন । 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে ওই রাজ্যগুলির বিধানসভা ভোটে কীভাবে বিজেপির জন সমর্থন কমেছে সেই পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি ।

তিনি বলেন, বিজেপি সারা দেশে 66 শতাংশ আসন হারিয়েছে। মাত্র 12টি রাজ্যে বিজেপির সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিজেপির জোট সরকার রয়েছে মাত্র 4টি রাজ্যে। সেই রাজ্যগুলিতে বিজেপি 78 শতাংশ আসনে হেরেছে। কোন রাজ্যে বিজেপির আসন সংখ্যা কত, তা তুলে ধরে তাঁর দাবি, এর থেকেই প্রমাণিত হয় যে বিজেপির প্রতি মানুষের মোহ কীভাবে ভঙ্গ হচ্ছে।

শুধু বিজেপি নয়, তাঁর নিজের দল তৃণমূল কংগ্রেসের পরিসংখ্যানও তুলে ধরেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, 2014 সালে তৃণমূল কংগ্রেস 39.70 শতাংশ ভোট পেয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে সেটা বেড়ে হয়েছে 43.03 শতাংশ। এই পরিসংখ্যানের প্রেক্ষিতে তাঁর যুক্তি, "তৃণমূল কংগ্রেস ভোটের হিসেবেও 2014-র থেকে 2019-এ অনেক ভালো ফল করেছে ।"

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

তাই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জিতবে বলে আত্মবিশ্বাসী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সমর্থন আরও বাড়বে এবং তৃণমূলের আসন সংখ্যাও বৃদ্ধি পাবে।

কলকাতা, 7 জানুয়ারি: বাংলা দখলের যে স্বপ্ন বিজেপি দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে বলে দাবি করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। গত লোকসভা নির্বাচনে বিজেপি 18টি আসন জিতেছে রাজ্যে। তার নিরিখেই গেরুয়া শিবির বারবার বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারানোর চ্যালেঞ্জ করছে । সেই চ্যালেঞ্জেও বিজেপি জিততে পারবে না বলেই মনে করেন তিনি ।

কেন তিনি এমন মনে করেন, তার ব্যাখ্যাও দিয়েছেন । তাঁর দাবি, সারা দেশে ক্রমশ জন সমর্থন কমছে বিজেপির। এর জন্য তিনি 2019 সালের লোকসভা নির্বাচনের সঙ্গে তার পর যে কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট হয়েছে, তার উদাহরণ তুলে ধরেন । 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে ওই রাজ্যগুলির বিধানসভা ভোটে কীভাবে বিজেপির জন সমর্থন কমেছে সেই পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি ।

তিনি বলেন, বিজেপি সারা দেশে 66 শতাংশ আসন হারিয়েছে। মাত্র 12টি রাজ্যে বিজেপির সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিজেপির জোট সরকার রয়েছে মাত্র 4টি রাজ্যে। সেই রাজ্যগুলিতে বিজেপি 78 শতাংশ আসনে হেরেছে। কোন রাজ্যে বিজেপির আসন সংখ্যা কত, তা তুলে ধরে তাঁর দাবি, এর থেকেই প্রমাণিত হয় যে বিজেপির প্রতি মানুষের মোহ কীভাবে ভঙ্গ হচ্ছে।

শুধু বিজেপি নয়, তাঁর নিজের দল তৃণমূল কংগ্রেসের পরিসংখ্যানও তুলে ধরেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, 2014 সালে তৃণমূল কংগ্রেস 39.70 শতাংশ ভোট পেয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে সেটা বেড়ে হয়েছে 43.03 শতাংশ। এই পরিসংখ্যানের প্রেক্ষিতে তাঁর যুক্তি, "তৃণমূল কংগ্রেস ভোটের হিসেবেও 2014-র থেকে 2019-এ অনেক ভালো ফল করেছে ।"

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

তাই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জিতবে বলে আত্মবিশ্বাসী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সমর্থন আরও বাড়বে এবং তৃণমূলের আসন সংখ্যাও বৃদ্ধি পাবে।

Last Updated : Jan 7, 2021, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.