ETV Bharat / city

Ami Tor: দীপাবলির আগে হাজির নতুন প্রেমের গান 'আমি তোর' - ঋদ্ধিশ চৌধুরী

মিকা সিং-এর 'স্বয়ম্ভর' খ্যাত চন্দ্রানী দাসের (Chandrani Das) নতুন মিউজিক ভিডিয়ো 'আমি তোর' (Ami Tor) । মিউজিক ভিডিয়োতে অভিনয়ের পাশাপাশি ভিডিয়োটির পরিচালনা ও প্রযোজনাতেও রয়েছেন চন্দ্রানী ৷

'Ami Tor' music video
নতুন প্রেমের গান 'আমি তোর'
author img

By

Published : Oct 12, 2022, 4:10 PM IST

কলকাতা, 12 অক্টোবর: পুজো মানেই নতুন গানের ক্যাসেট কিংবা গানের অ্যালবাম । সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন শব্দ বদলে তা হয়েছে 'মিউজিক ভিডিয়ো' । এ বছর হাজারো মিউজিক ভিডিয়োর পাশাপাশি হাজির হয়েছে মিকা সিংয়ের 'স্বয়ম্ভর' খ্যাত বঙ্গ-তনয়া চন্দ্রানী দাসের (Chandrani Das) নতুন মিউজিক ভিডিয়ো 'আমি তোর' (Ami Tor)। মিউজিক ভিডিয়োতে অভিনয়ের পাশাপাশি ভিডিয়োটির পরিচালনা ও প্রযোজনাতেও রয়েছেন চন্দ্রানী স্বয়ং । তাঁর প্রযোজনা সংস্থা 'মায়া এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিয়োটি ।

আরও পড়ুন: জুনিয়রদের নাচের মঞ্চে এবার সৃজলার বেলি ডান্স !

ভিডিয়োতে চন্দ্রানীর সঙ্গে দেখা যাচ্ছে টলি অভিনেতা ঋদ্ধিশ চৌধুরীকে (Ridhish Chowdhury) । গানের সঙ্গে মানানসই কাহিনি লিখেছেন মায়া দাস । গান ও সংগীত অনুষঙ্গে রয়েছেন রুদ্র মজুমদার । মিক্সিং ও মাস্টারিং করেছেন সৌপ্তিক মৌলিক ।

মিউজিক ভিডিয়োর বিষয়ে চন্দ্রানী বলেন, "উৎসবের মরশুম জুড়ে আমাদের মধ্যে প্রেমের অবস্থান খুব বেশি । রোমান্টিক মানুষের কাছে প্রত্যেক দিনই উৎসব । কিন্তু তাও উৎসব এলে প্রেম যেন আরও বেশি রঙিন হয়ে ধরা দেয় । এই মিউজিক ভিডিয়ো তেমনই এক কাহিনি শোনাবে সকলকে । আশা করি সকলের ভালো লাগবে ।"

দেখে নিন এই মিউজিক ভিডিয়োটি:

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা, 12 অক্টোবর: পুজো মানেই নতুন গানের ক্যাসেট কিংবা গানের অ্যালবাম । সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন শব্দ বদলে তা হয়েছে 'মিউজিক ভিডিয়ো' । এ বছর হাজারো মিউজিক ভিডিয়োর পাশাপাশি হাজির হয়েছে মিকা সিংয়ের 'স্বয়ম্ভর' খ্যাত বঙ্গ-তনয়া চন্দ্রানী দাসের (Chandrani Das) নতুন মিউজিক ভিডিয়ো 'আমি তোর' (Ami Tor)। মিউজিক ভিডিয়োতে অভিনয়ের পাশাপাশি ভিডিয়োটির পরিচালনা ও প্রযোজনাতেও রয়েছেন চন্দ্রানী স্বয়ং । তাঁর প্রযোজনা সংস্থা 'মায়া এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিয়োটি ।

আরও পড়ুন: জুনিয়রদের নাচের মঞ্চে এবার সৃজলার বেলি ডান্স !

ভিডিয়োতে চন্দ্রানীর সঙ্গে দেখা যাচ্ছে টলি অভিনেতা ঋদ্ধিশ চৌধুরীকে (Ridhish Chowdhury) । গানের সঙ্গে মানানসই কাহিনি লিখেছেন মায়া দাস । গান ও সংগীত অনুষঙ্গে রয়েছেন রুদ্র মজুমদার । মিক্সিং ও মাস্টারিং করেছেন সৌপ্তিক মৌলিক ।

মিউজিক ভিডিয়োর বিষয়ে চন্দ্রানী বলেন, "উৎসবের মরশুম জুড়ে আমাদের মধ্যে প্রেমের অবস্থান খুব বেশি । রোমান্টিক মানুষের কাছে প্রত্যেক দিনই উৎসব । কিন্তু তাও উৎসব এলে প্রেম যেন আরও বেশি রঙিন হয়ে ধরা দেয় । এই মিউজিক ভিডিয়ো তেমনই এক কাহিনি শোনাবে সকলকে । আশা করি সকলের ভালো লাগবে ।"

দেখে নিন এই মিউজিক ভিডিয়োটি:

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.