ETV Bharat / city

CBI Investigation: মমতার সরকারের ছাড়পত্র না মেলায় বাংলায় আটকে 27 সিবিআই তদন্ত !

সিবিআই (CBI) কোনও তদন্ত করতে চাইলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয় ৷ বাংলায় সিবিআইকে 27টি মামলার তদন্তের অনুমতি দেয়নি নবান্ন ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় (Rajya Sabha) জানিয়েছে কেন্দ্র ৷

Centre Says 27 Consent Requests for CBI Probe Pending in Bengal
CBI Investigation: মমতার সরকারের ছাড়পত্র না মেলায় বাংলায় আটকে 27 সিবিআই তদন্ত !
author img

By

Published : Jul 28, 2022, 9:46 PM IST

কলকাতা, 28 জুলাই : ফের প্রকাশ্যে এল কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে সংঘাতের ছবি ৷ এবার সংঘাতের মূলকেন্দ্রে রয়েছে সিবিআই (CBI) ৷ আর এই সংঘাত তৈরি হয়েছে কেন্দ্রের তরফে রাজ্যসভায় (Rajya Sabha) পেশ করা একটি তথ্যের ভিত্তিতে ৷

কী সেই তথ্য ? বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে সিবিআইকে তদন্তের অনুমতি দেওয়া, না দেওয়া সংক্রান্ত একটি তথ্য সংসদের উচ্চকক্ষে পেশ করা হয় ৷ সেই তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে 27টি সিবিআই তদন্তের অনুমতি এখনও রাজ্যে সরকারের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ৷

কেন্দ্রের তরফে পেশ করা তথ্য অনুযায়ী, 27টির মধ্যে 25টি মামলার সিবিআই তদন্তের অনুমতি গত ছ’মাস ধরে আটকে রাখা হয়েছে ৷ ছ‘মাস থেকে এক বছরের মধ্যবর্তী সময় পড়ে রয়েছে একটি করে মামলা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সিবিআই কোনও তদন্ত করতে চাইলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয় ৷ সাধারণত একটি জেনারেল কনসেন্ট দিয়ে রাখে রাজ্যগুলি ৷ এক্ষেত্রে বারবার অনুমতির প্রয়োজন পড়ে না ৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) কয়েকমাস আগে এই জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেন ৷ ফলে প্রতিটি মামলার আলাদা করে অনুমতির প্রয়োজন রয়েছে ৷ প্রশাসন সূত্রের খবর, সেই ভাবেই আসা 27টি সিবিআই তদন্তের ছাড়পত্র আটকে রেখেছে নবান্ন ৷

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে সিবিআই-ইডি (ED) দিয়ে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেছেন ৷ সেই কারণেই এই জেনারেল কনসেন্ট তিনি তুলে নিচ্ছেন বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছিল ৷ পরে মমতাকে দেখে দেশের অন্য কয়েকটি রাজ্যও একই সিদ্ধান্ত নেয় ৷

এদিন কেন্দ্রের তরফে যে পরিসংখ্যান পেশ করা হয়েছে, তাতে আরও পাঁচটি রাজ্যের নাম রয়েছে৷ সেগুলি হল - মহারাষ্ট্র, পঞ্জাব, ঝাড়খণ্ড ও ছত্তীশগড় ৷ এদিন সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, 30 জুন 2022 এর হিসেব অনুযায়ী, 221টি মামলার সিবিআই তদন্তের ছাড়পত্র আটকে রেখেছে এই রাজ্য সরকারগুলি ৷

তিনি আরও জানান, এই মামলাগুলির সঙ্গে 30 হাজার 912 কোটি টাকার দুর্নীতি জড়িয়ে রয়েছে ৷ বাংলায় এর পরিমাণ 1 হাজার 194 কোটি টাকা ৷

আরও পড়ুন : Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়া-ফ্ল্যাটে গুপ্তধন ! সোনার কলম সমেত 4 কোটিরও বেশি টাকার গয়না উদ্ধার

কলকাতা, 28 জুলাই : ফের প্রকাশ্যে এল কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে সংঘাতের ছবি ৷ এবার সংঘাতের মূলকেন্দ্রে রয়েছে সিবিআই (CBI) ৷ আর এই সংঘাত তৈরি হয়েছে কেন্দ্রের তরফে রাজ্যসভায় (Rajya Sabha) পেশ করা একটি তথ্যের ভিত্তিতে ৷

কী সেই তথ্য ? বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে সিবিআইকে তদন্তের অনুমতি দেওয়া, না দেওয়া সংক্রান্ত একটি তথ্য সংসদের উচ্চকক্ষে পেশ করা হয় ৷ সেই তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে 27টি সিবিআই তদন্তের অনুমতি এখনও রাজ্যে সরকারের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ৷

কেন্দ্রের তরফে পেশ করা তথ্য অনুযায়ী, 27টির মধ্যে 25টি মামলার সিবিআই তদন্তের অনুমতি গত ছ’মাস ধরে আটকে রাখা হয়েছে ৷ ছ‘মাস থেকে এক বছরের মধ্যবর্তী সময় পড়ে রয়েছে একটি করে মামলা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সিবিআই কোনও তদন্ত করতে চাইলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয় ৷ সাধারণত একটি জেনারেল কনসেন্ট দিয়ে রাখে রাজ্যগুলি ৷ এক্ষেত্রে বারবার অনুমতির প্রয়োজন পড়ে না ৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) কয়েকমাস আগে এই জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেন ৷ ফলে প্রতিটি মামলার আলাদা করে অনুমতির প্রয়োজন রয়েছে ৷ প্রশাসন সূত্রের খবর, সেই ভাবেই আসা 27টি সিবিআই তদন্তের ছাড়পত্র আটকে রেখেছে নবান্ন ৷

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে সিবিআই-ইডি (ED) দিয়ে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেছেন ৷ সেই কারণেই এই জেনারেল কনসেন্ট তিনি তুলে নিচ্ছেন বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছিল ৷ পরে মমতাকে দেখে দেশের অন্য কয়েকটি রাজ্যও একই সিদ্ধান্ত নেয় ৷

এদিন কেন্দ্রের তরফে যে পরিসংখ্যান পেশ করা হয়েছে, তাতে আরও পাঁচটি রাজ্যের নাম রয়েছে৷ সেগুলি হল - মহারাষ্ট্র, পঞ্জাব, ঝাড়খণ্ড ও ছত্তীশগড় ৷ এদিন সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, 30 জুন 2022 এর হিসেব অনুযায়ী, 221টি মামলার সিবিআই তদন্তের ছাড়পত্র আটকে রেখেছে এই রাজ্য সরকারগুলি ৷

তিনি আরও জানান, এই মামলাগুলির সঙ্গে 30 হাজার 912 কোটি টাকার দুর্নীতি জড়িয়ে রয়েছে ৷ বাংলায় এর পরিমাণ 1 হাজার 194 কোটি টাকা ৷

আরও পড়ুন : Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়া-ফ্ল্যাটে গুপ্তধন ! সোনার কলম সমেত 4 কোটিরও বেশি টাকার গয়না উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.