ETV Bharat / city

"কুম্ভ মেলা কেন্দ্রীয় সাহায্য পায়, গঙ্গাসাগর পায় না" ; ক্ষোভ মমতার - কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার টাকা দেয়

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গঙ্গাসাগর একমাত্র, এত বড় মেলা যেখানে লাখ লাখ মানুষ আসে । কুম্ভ মেলা থেকে কম তো নয়, বরং বেশি ৷ "

central government grant money for Kumbha Mela said Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 8, 2020, 9:24 PM IST

কলকাতা, 8 জানুয়ারি : সরাসরি কুম্ভ মেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার তুলনা টেনে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ৷ আজ আউটরাম ঘাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দেয় ৷ "

আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন এবং উদ্বোধন করে আজ বিকেলে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী ৷ আউটরাম ঘাটের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, "গঙ্গাসাগর মেলার সঙ্গে অন্য মেলার পার্থক্য হচ্ছে কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দেয় । কুম্ভ মেলা রেল পথ ও সড়ক পথে সংযুক্ত ৷ কিন্তু গঙ্গাসাগর একমাত্র, এত বড় মেলা যেখানে লাখ লাখ মানুষ আসে । কুম্ভ মেলা থেকে কম তো নয়, বরং বেশি ৷ যেখানে প্রত্যেকটা মানুষকে জলপথ দিয়ে পার হতে হয় । রেল বা জলপথে সংযুক্ত নয় ৷ তাই বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার ৷ গঙ্গাসাগর যারা যায় তাদের জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হয় ৷ দক্ষিণ ২৪ পরগনার প্রান্তিক অঞ্চলে গঙ্গাসাগর মেলা হয় । "

কুম্ভ মেলায় কেন্দ্রীয় সাহায্য না পাওয়া নিয়ে আউটরাম ঘাটের সভামঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এবছর গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে 11 জানুয়ারি ৷ চলবে 17 জানুয়ারি পর্যন্ত ৷

কলকাতা, 8 জানুয়ারি : সরাসরি কুম্ভ মেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার তুলনা টেনে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ৷ আজ আউটরাম ঘাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দেয় ৷ "

আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন এবং উদ্বোধন করে আজ বিকেলে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী ৷ আউটরাম ঘাটের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, "গঙ্গাসাগর মেলার সঙ্গে অন্য মেলার পার্থক্য হচ্ছে কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দেয় । কুম্ভ মেলা রেল পথ ও সড়ক পথে সংযুক্ত ৷ কিন্তু গঙ্গাসাগর একমাত্র, এত বড় মেলা যেখানে লাখ লাখ মানুষ আসে । কুম্ভ মেলা থেকে কম তো নয়, বরং বেশি ৷ যেখানে প্রত্যেকটা মানুষকে জলপথ দিয়ে পার হতে হয় । রেল বা জলপথে সংযুক্ত নয় ৷ তাই বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার ৷ গঙ্গাসাগর যারা যায় তাদের জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হয় ৷ দক্ষিণ ২৪ পরগনার প্রান্তিক অঞ্চলে গঙ্গাসাগর মেলা হয় । "

কুম্ভ মেলায় কেন্দ্রীয় সাহায্য না পাওয়া নিয়ে আউটরাম ঘাটের সভামঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এবছর গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে 11 জানুয়ারি ৷ চলবে 17 জানুয়ারি পর্যন্ত ৷

Intro:কলকাতা, ৮ জানুয়ারি: এবারে সরাসরি কুম্ভ মেলার সঙ্গে গঙ্গা সাগর মেলার তুলনা টেনে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গঙ্গার আউটরাম ঘাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কুম্ভ মেলার জন্য আর্থিক সাহায্য করে কেন্দ্রীয় সরকার কিন্তু সাগর মেলার জন্য কোনরকম আর্থিক সাহায্য মেলে না।


Body:গঙ্গাসাগর মেলার যাবতীয় ব্যবস্থাপনা পরিদর্শন এবং উদ্বোধন করে আজ বিকেলে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। কলকাতায় পা রেখেই গঙ্গার আউটরাম ঘাটে সাধুদের সাময়িক আস্তানাতে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। গঙ্গাসাগরের সঙ্গে কুম্ভ মেলার তুলনা টেনে মমতা মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, গঙ্গাসাগর মেলার সঙ্গে অন্য মেলার পার্থক্য হচ্ছে কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দেয়। রেল ও রাস্তার সঙ্গে কানেকশন রয়েছে। কিন্তু গঙ্গাসাগর একমাত্র মেলা যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে। কুম্ভ মেলা থেকে কম তো নয়, বরং বেশি যেখানে প্রত্যেকটা মানুষকে জলপথ দিয়ে পার হতে হয়। দক্ষিণ ২৪ পরগনার প্রান্তিক অঞ্চলে গঙ্গাসাগর মেলা হয়। অনেক দূরে ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.