ETV Bharat / city

DG of Bengal Police : কেন্দ্রের ছাড়পত্র এল, রাজ্যের ডিজি মনোজ মালব্য - DG of Bengal Police

রাজ্যের স্থায়ী ডিজি মনোজ মালব্যই ৷ তাঁর নামেই ছাড়পত্র কেন্দ্রের (central government approves the name of manoj malvia as the new dg of west bengal police)

DG of Bengal Police
রাজ্যের ডিজি মনোজ মালব্য, নামে অবশেষে ছাড়পত্র কেন্দ্রের
author img

By

Published : Dec 24, 2021, 5:12 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর : অবশেষে স্থায়ী ভাবে রাজ্য পুলিশের ডিজি হতে চলেছেন মনোজ মালব্য । কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শেষ পর্যন্ত তাঁর নামে সিলমোহর দেওয়া হয়েছে (central government approves the name of manoj malvia as the new dg of west bengal police) । এতদিন মনোজ মালব্য কার্যনির্বাহী ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন । কেন্দ্রের ছাড়পত্রের পর এবার পাকাপাকিভাবে তাঁর হাতেই ডিজির দায়িত্ব অর্পণ করা হচ্ছে ।

চলতি বছরের 31 অগস্ট রাজ্যের তৎকালীন ডিজি বীরেন্দ্রের কার্যকালের মেয়াদ শেষ হয় । সেই সময় রাজ্য পুলিশের ডিজি হিসাবে 1986 ব্যাচের আইপিএস মনোজ মালব্যের পাশাপাশি, 1987 ব্যাচের অফিসার নীরজনয়ন পান্ডে, সুমন বালা সাহু, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিংহের নাম রাজ্যের তরফে কেন্দ্রের কাছে পাঠানো হয় । কিন্তু কেন্দ্রের তরফ থেকে নির্দিষ্ট করে কারও নামে সিলমোহর দেওয়া হয়নি তখন ৷ ফলে অস্থায়ীভাবে মনোজ মালব্যকে এই দায়িত্ব দেওয়া হয় ।

আরও পড়ুন : রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালগুলির আচার্য করার ভাবনা, জানালেন ব্রাত্য

কিন্তু বৃহস্পতিবার কেন্দ্র রাজ্যের ডিজি পদে মনোজ মালব্যের নামে ছাড়পত্র দিয়েছে ৷ এর আগে বেশ কয়েক বছর ধরে ডিজি, আইডিপি (‌অর্গানাইজেশন)‌–এর দায়িত্ব সামলেছেন তিনি । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিনিয়রিটি ও কাজের অভিজ্ঞতা অনুসারে রাজ্যের তরফে 6 জন আইপিএস অফিসারের তালিকা কেন্দ্র সরকারকে পাঠাতে হয় ডিজি পদে নিয়োগের জন্য । তার মধ্যে থেকে কেন্দ্র 3 জনের নাম বেছে নিয়ে তা রাজ্যকে পাঠায় । তাঁদের মধ্যে থেকেই একজনকে স্থায়ীভাবে ডিজি পদে নিয়োগ করে রাজ্য ।

কলকাতা, 24 ডিসেম্বর : অবশেষে স্থায়ী ভাবে রাজ্য পুলিশের ডিজি হতে চলেছেন মনোজ মালব্য । কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শেষ পর্যন্ত তাঁর নামে সিলমোহর দেওয়া হয়েছে (central government approves the name of manoj malvia as the new dg of west bengal police) । এতদিন মনোজ মালব্য কার্যনির্বাহী ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন । কেন্দ্রের ছাড়পত্রের পর এবার পাকাপাকিভাবে তাঁর হাতেই ডিজির দায়িত্ব অর্পণ করা হচ্ছে ।

চলতি বছরের 31 অগস্ট রাজ্যের তৎকালীন ডিজি বীরেন্দ্রের কার্যকালের মেয়াদ শেষ হয় । সেই সময় রাজ্য পুলিশের ডিজি হিসাবে 1986 ব্যাচের আইপিএস মনোজ মালব্যের পাশাপাশি, 1987 ব্যাচের অফিসার নীরজনয়ন পান্ডে, সুমন বালা সাহু, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিংহের নাম রাজ্যের তরফে কেন্দ্রের কাছে পাঠানো হয় । কিন্তু কেন্দ্রের তরফ থেকে নির্দিষ্ট করে কারও নামে সিলমোহর দেওয়া হয়নি তখন ৷ ফলে অস্থায়ীভাবে মনোজ মালব্যকে এই দায়িত্ব দেওয়া হয় ।

আরও পড়ুন : রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালগুলির আচার্য করার ভাবনা, জানালেন ব্রাত্য

কিন্তু বৃহস্পতিবার কেন্দ্র রাজ্যের ডিজি পদে মনোজ মালব্যের নামে ছাড়পত্র দিয়েছে ৷ এর আগে বেশ কয়েক বছর ধরে ডিজি, আইডিপি (‌অর্গানাইজেশন)‌–এর দায়িত্ব সামলেছেন তিনি । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিনিয়রিটি ও কাজের অভিজ্ঞতা অনুসারে রাজ্যের তরফে 6 জন আইপিএস অফিসারের তালিকা কেন্দ্র সরকারকে পাঠাতে হয় ডিজি পদে নিয়োগের জন্য । তার মধ্যে থেকে কেন্দ্র 3 জনের নাম বেছে নিয়ে তা রাজ্যকে পাঠায় । তাঁদের মধ্যে থেকেই একজনকে স্থায়ীভাবে ডিজি পদে নিয়োগ করে রাজ্য ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.