ETV Bharat / city

মাদক-কাণ্ডে ধৃত রাকেশের বাড়ির সিসিটিভি ফুটেজ কেন ডিলিট হল, উত্তর খুঁজছে লালবাজার

author img

By

Published : Mar 3, 2021, 5:24 PM IST

মাদক পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া রাকেশ সিংয়ের বাড়ির সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে ৷ তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে৷ আপাতত ওই সিসিটিভি ফুটেজ এবার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করছে লালবাজার ৷

মাদক-কাণ্ডে ধৃত রাকেশের বাড়ির সিসিটিভি ফুটেজ কেন ডিলিট হল, উত্তর খুঁজছে লালবাজার
মাদক-কাণ্ডে ধৃত রাকেশের বাড়ির সিসিটিভি ফুটেজ কেন ডিলিট হল, উত্তর খুঁজছে লালবাজার

কলকাতা, 3 মার্চ : মাদক পাচার কাণ্ডে এবার আরও চাঞ্চল্যকর তথ্য পেল লালবাজার ৷ এই ঘটনায় ধৃত রাকেশ সিং এর বাড়ির সিসিটিভি ফুটেজ এডিট করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷ তদন্তকারীদের ধারণা, কিছু বিতর্কিত অংশ ওই সিসিটিভি ফুটেজ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে ৷ যা হাতে পেলে এই ঘটনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে আসবে পুলিশের হাতে ৷ তাই রাকেশ সিংয়ের ওয়াটগঞ্জের বাড়ির সিসিটিভি ফুটেজ এবার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করছে লালবাজার ৷

একই সঙ্গে এই ঘটনায় অমৃত সিং নামে একজনকে খুঁজছে পুলিশ ৷ তাকে এই ঘটনার অন্যতম লিঙ্ক বলে মনে করা হচ্ছে ৷ পুলিশের ধারণা, অমৃত সিং যে সময় রাকেশ সিংয়ের বাড়িতে ছিল, সেই সময়ই সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে ৷ কিন্তু কেন এই সিসিটিভি ফুটেজের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলা হল ? কেই বা মুছে ফেলল ? এই নিয়ে একাধিক প্রশ্ন গোয়েন্দাদের সামনে এসেছে ।

মাদক পাচারের ঘটনায় কলকাতা পুলিশের হাতে প্রথমে ধরা পড়ে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ৷ তার পর ধরা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে ৷ পুলিশ সূত্রে খবর, অমৃত সিং গ্রেপ্তার হলে পামেলা এবং রাকেশ সিং মাদক কাণ্ডে একাধিক অজানা তথ্য সামনে আসতে পারে ৷ একাধিক প্রভাবশালী নামও সামনে আসতে পারে ৷ তাই অমৃত সিংয়ের সঙ্গে রাকেশের যোগাযোগ সম্পর্কে কোনও প্রমাণ না রাখতেই ওই ফুটেজ ডিলিট করা হয়েছে বলে মনে করছে গোয়েন্দারা ৷

আরও পড়ুন : পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

তাই কীভাবে ডিলিট করা হয়েছিল এবং গোটা ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য এবার রাকেশ সিংয়ের ওয়াটগঞ্জের বাড়ির সিসিটিভি ফুটেজ সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাচ্ছে কলকাতা পুলিশ । গোয়েন্দাদের অনুমান, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট আসার পরেই ঘটনার সত্যতা আরও ভালোভাবে পরিস্ফুটিত হবে ।

কলকাতা, 3 মার্চ : মাদক পাচার কাণ্ডে এবার আরও চাঞ্চল্যকর তথ্য পেল লালবাজার ৷ এই ঘটনায় ধৃত রাকেশ সিং এর বাড়ির সিসিটিভি ফুটেজ এডিট করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷ তদন্তকারীদের ধারণা, কিছু বিতর্কিত অংশ ওই সিসিটিভি ফুটেজ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে ৷ যা হাতে পেলে এই ঘটনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে আসবে পুলিশের হাতে ৷ তাই রাকেশ সিংয়ের ওয়াটগঞ্জের বাড়ির সিসিটিভি ফুটেজ এবার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করছে লালবাজার ৷

একই সঙ্গে এই ঘটনায় অমৃত সিং নামে একজনকে খুঁজছে পুলিশ ৷ তাকে এই ঘটনার অন্যতম লিঙ্ক বলে মনে করা হচ্ছে ৷ পুলিশের ধারণা, অমৃত সিং যে সময় রাকেশ সিংয়ের বাড়িতে ছিল, সেই সময়ই সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে ৷ কিন্তু কেন এই সিসিটিভি ফুটেজের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলা হল ? কেই বা মুছে ফেলল ? এই নিয়ে একাধিক প্রশ্ন গোয়েন্দাদের সামনে এসেছে ।

মাদক পাচারের ঘটনায় কলকাতা পুলিশের হাতে প্রথমে ধরা পড়ে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ৷ তার পর ধরা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে ৷ পুলিশ সূত্রে খবর, অমৃত সিং গ্রেপ্তার হলে পামেলা এবং রাকেশ সিং মাদক কাণ্ডে একাধিক অজানা তথ্য সামনে আসতে পারে ৷ একাধিক প্রভাবশালী নামও সামনে আসতে পারে ৷ তাই অমৃত সিংয়ের সঙ্গে রাকেশের যোগাযোগ সম্পর্কে কোনও প্রমাণ না রাখতেই ওই ফুটেজ ডিলিট করা হয়েছে বলে মনে করছে গোয়েন্দারা ৷

আরও পড়ুন : পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

তাই কীভাবে ডিলিট করা হয়েছিল এবং গোটা ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য এবার রাকেশ সিংয়ের ওয়াটগঞ্জের বাড়ির সিসিটিভি ফুটেজ সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাচ্ছে কলকাতা পুলিশ । গোয়েন্দাদের অনুমান, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট আসার পরেই ঘটনার সত্যতা আরও ভালোভাবে পরিস্ফুটিত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.