ETV Bharat / city

CBSE 12th Results 2022: সিবিএসই দ্বাদশে পাশের হার 92.71%, 500/500 পেয়ে প্রথম তানিয়া

author img

By

Published : Jul 22, 2022, 11:03 AM IST

Updated : Jul 22, 2022, 2:06 PM IST

প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল (CBSE 12th Results 2022)৷ এ বছর পাশের হার 92.71% ৷ বোর্ডের সরকারি ওয়েবসাইটে ফল জানতে পারবে পড়ুয়ারা (CBSE Declares Class 12 Results)৷

cbse-declares-class-12-results-92-dot-71-percent-pass
প্রকাশিত সিবিএসই দ্বাদশের ফলাফল, পাশের হার 92.71%

কলকাতা, 22 জুলাই: প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল (CBSE 12th Results 2022)৷ এ বছর পাশ করেছে 92.71 শতাংশ পরীক্ষার্থী (CBSE Class 12 Pass Percentage)৷ মেধাতালিকা প্রকাশিত না হলেও জানা গিয়েছে, এ বছর প্রথম হয়েছে বুলন্দশহর ডিপিএস স্কুলের ছাত্রী তানিয়া সিং ৷ সে 500-র মধ্যে 500-ই নম্বর পেয়েছে ৷

ছাত্রছাত্রীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে ৷ cbse.gov.in, cbseresults.nic.in এই ওয়েবসাইটে জানা যাবে ফল ৷ পাশের নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি (CBSE Declares Class 12 Results)৷

2021-22 শিক্ষাবর্ষে দুটি টার্মে পরীক্ষা নিয়েছিল সিবিএসই ৷ এই দুটি পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে তৈরি করা হয়েছে মার্কশিট ৷ ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্রজেক্ট ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ও প্রি-বোর্ড পরীক্ষায় পড়ুয়ারা কত নম্বর পেয়েছে তার বিস্তারিত উল্লেখ থাকছে মার্কশিটে ৷

আরও পড়ুন: সামনের বছর কবে শুরু মাধ্যমিক ? রইল সম্পূর্ণ সূচি

কলকাতা, 22 জুলাই: প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল (CBSE 12th Results 2022)৷ এ বছর পাশ করেছে 92.71 শতাংশ পরীক্ষার্থী (CBSE Class 12 Pass Percentage)৷ মেধাতালিকা প্রকাশিত না হলেও জানা গিয়েছে, এ বছর প্রথম হয়েছে বুলন্দশহর ডিপিএস স্কুলের ছাত্রী তানিয়া সিং ৷ সে 500-র মধ্যে 500-ই নম্বর পেয়েছে ৷

ছাত্রছাত্রীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে ৷ cbse.gov.in, cbseresults.nic.in এই ওয়েবসাইটে জানা যাবে ফল ৷ পাশের নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি (CBSE Declares Class 12 Results)৷

2021-22 শিক্ষাবর্ষে দুটি টার্মে পরীক্ষা নিয়েছিল সিবিএসই ৷ এই দুটি পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে তৈরি করা হয়েছে মার্কশিট ৷ ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্রজেক্ট ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ও প্রি-বোর্ড পরীক্ষায় পড়ুয়ারা কত নম্বর পেয়েছে তার বিস্তারিত উল্লেখ থাকছে মার্কশিটে ৷

আরও পড়ুন: সামনের বছর কবে শুরু মাধ্যমিক ? রইল সম্পূর্ণ সূচি

Last Updated : Jul 22, 2022, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.