ETV Bharat / city

CBI Probe in Jhalda Murder : ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের ফোন বাজেয়াপ্ত করতে চায় সিবিআই - CBI Probe in Jhalda Murder

গত 13 মার্চ খুন হন পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Jhalda Congress Councilor Murder Case) ৷ আদালতের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই ৷ ওই ঘটনায় ঝালদা থানার আইসির বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তাঁকে জেরাও করেছে সিবিআই ৷ এবার তাঁর ফোন বাজেয়াপ্ত করতে চান তদন্তকারীরা (CBI wants to seize Jhalda IC Mobile Phone in Tapan Kandu Murder Case) ৷

cbi-wants-to-seize-jhalda-ic-mobile-phone-in-tapan-kandu-murder-case
CBI Probe in Jhalda Murder : ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের ফোন বাজেয়াপ্ত করতে চায় সিবিআই
author img

By

Published : Apr 16, 2022, 5:44 PM IST

কলকাতা, 16 এপ্রিল : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Jhalda Congress Councilor Murder Case) ঘটনায় পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের হুমকি ফোনের একটি অডিয়োও ভাইরাল হয় খুনের পরপরই ৷ কিন্তু সেই অডিয়ো-তে কি সত্যিই সঞ্জীব ঘোষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তা নিয়ে নিশ্চিত হতে চায় সিবিআই ৷ সেই কারণে এবার সঞ্জীব ঘোষের ব্যবহৃত মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো (CBI wants to seize Jhalda IC Mobile Phone in Tapan Kandu Murder Case) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, তপন কান্দুর খুনের কয়েকদিন পরই একটি অডিয়ো ভাইরাল হয় ৷ সেই অডিয়োতে দু’জনের কথোপকথন ছিল ৷ তপন কান্দুর পরিবারের দাবি, ওই অডিয়োর একপ্রান্তে তাঁদের পরিবারের এক সদস্য ছিলেন ৷ অন্যদিকে ছিলেন ঝালদার আইসি সঞ্জীব ঘোষ ৷ ওই অডিয়োতে তপন কান্দুর পরিবারের সদস্যকে হুমকি দিতে শোনা যায় ৷ তৃণমূলে যোগ না দিলে আইনি জটিলতায় ফেলে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় ৷ তপন কান্দুর পরিবারের দাবি, ওই হুমকি দিয়েছিলেন ঝালদা থানার আইসি ৷

এই অডিয়োতে যাঁকে হুমকি দিতে শোনা যাচ্ছে, তিনি আদৌ কি সঞ্জীব ঘোষ ? সেটা জানতেই তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করতে চায় সিবিআই ৷ যদিও তদন্তে নেমে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেনি সিবিআই । তদন্তকারীদের সূত্রে খবর, ফোনটি বাজেয়াপ্ত করলে সিবিআই গোয়েন্দারা জানতে পারবেন যে, ঘটনার দিন থেকে সঞ্জীব ঘোষ কার কার সঙ্গে কথা বলেছিলেন ? কাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ? ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছেন কি না ?

প্রসঙ্গত, ইতিমধ্যেই সঞ্জীব ঘোষকে সিবিআইয়ের অস্থায়ী অফিসে ডেকে প্রায় আধ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা । সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল সেই কণ্ঠস্বর কি তাঁর ? সেই সময় তিনি গোটা ঘটনাটি অস্বীকার করেছিলেন । ফলে যাবতীয় ঘটনার সত্যতা যাচাই করতে তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত হওয়া অত্যন্ত দরকার বলে মনে করছেন সিবিআই ৷

আরও পড়ুন : Tapan Kandu murder case : তপন কান্দু খুনে সাড়ে সাত ঘণ্টা জেরা আইসিকে

কলকাতা, 16 এপ্রিল : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Jhalda Congress Councilor Murder Case) ঘটনায় পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের হুমকি ফোনের একটি অডিয়োও ভাইরাল হয় খুনের পরপরই ৷ কিন্তু সেই অডিয়ো-তে কি সত্যিই সঞ্জীব ঘোষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তা নিয়ে নিশ্চিত হতে চায় সিবিআই ৷ সেই কারণে এবার সঞ্জীব ঘোষের ব্যবহৃত মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো (CBI wants to seize Jhalda IC Mobile Phone in Tapan Kandu Murder Case) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, তপন কান্দুর খুনের কয়েকদিন পরই একটি অডিয়ো ভাইরাল হয় ৷ সেই অডিয়োতে দু’জনের কথোপকথন ছিল ৷ তপন কান্দুর পরিবারের দাবি, ওই অডিয়োর একপ্রান্তে তাঁদের পরিবারের এক সদস্য ছিলেন ৷ অন্যদিকে ছিলেন ঝালদার আইসি সঞ্জীব ঘোষ ৷ ওই অডিয়োতে তপন কান্দুর পরিবারের সদস্যকে হুমকি দিতে শোনা যায় ৷ তৃণমূলে যোগ না দিলে আইনি জটিলতায় ফেলে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় ৷ তপন কান্দুর পরিবারের দাবি, ওই হুমকি দিয়েছিলেন ঝালদা থানার আইসি ৷

এই অডিয়োতে যাঁকে হুমকি দিতে শোনা যাচ্ছে, তিনি আদৌ কি সঞ্জীব ঘোষ ? সেটা জানতেই তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করতে চায় সিবিআই ৷ যদিও তদন্তে নেমে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেনি সিবিআই । তদন্তকারীদের সূত্রে খবর, ফোনটি বাজেয়াপ্ত করলে সিবিআই গোয়েন্দারা জানতে পারবেন যে, ঘটনার দিন থেকে সঞ্জীব ঘোষ কার কার সঙ্গে কথা বলেছিলেন ? কাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ? ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছেন কি না ?

প্রসঙ্গত, ইতিমধ্যেই সঞ্জীব ঘোষকে সিবিআইয়ের অস্থায়ী অফিসে ডেকে প্রায় আধ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা । সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল সেই কণ্ঠস্বর কি তাঁর ? সেই সময় তিনি গোটা ঘটনাটি অস্বীকার করেছিলেন । ফলে যাবতীয় ঘটনার সত্যতা যাচাই করতে তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত হওয়া অত্যন্ত দরকার বলে মনে করছেন সিবিআই ৷

আরও পড়ুন : Tapan Kandu murder case : তপন কান্দু খুনে সাড়ে সাত ঘণ্টা জেরা আইসিকে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.