ETV Bharat / city

রাজীবের জন্য তৈরি প্রশ্নমালা, CBI-র নজরে আরও এক পুলিশকর্তা

author img

By

Published : Jun 1, 2019, 4:17 AM IST

অর্ণব ঘোষকে দু'দফায় জেরা করে বেশকিছু তথ্যপ্রমাণ হাতে পেয়েছে CBI । সেই সঙ্গে বিধাননগর পুলিশের থেকে পাওয়া 4 ট্রাঙ্ক ভর্তি নথি CBI-কে সাহায্য করছে । সূত্রের খবর এর ভিত্তিতেই রাজীবকে আরও একবার জেরার করার জন্য প্রশ্নগুচ্ছ তৈরি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ।

রাজীব কুমার (ফাইল ছবি)

কলকাতা, 1 জুন : রাজীব কুমারকে জেরা করতে নতুন প্রশ্নমালা তৈরি করছে CBI । বিধাননগর পুলিশের দেওয়া 4 ট্রাঙ্ক ভরতি নথি CBI-কে সাহায্য করেছে । তাদের হাতে এসেছে সারদা মামলা সংক্রান্ত বেশ কিছু তথ্যপ্রমাণ । সূত্রের খবর এর ভিত্তিতেই রাজীবকে আরও একবার জেরার জন্য প্রশ্নগুচ্ছ তৈরি করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ।

রাজীব কুমরাকে হাতে পেতে চেষ্টার কোনও কসুর রাখছে না CBI । বিধাননগর কমিশনারেটের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে দু'দফায় জেরা করে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে পেয়েছে CBI । সেই সঙ্গে বিধাননগর পুলিশের থেকে পাওয়া 4 ট্রাঙ্ক ভরতি নথি CBI-কে সাহায্য করছে । তাছাড়া পুলিশকর্তা শংকর ভট্টাচার্য, প্রভাকর নাথদের জিজ্ঞাসাবাদ করে সারদা তদন্তে বিধাননগর পুলিশ ও SIT-র ভূমিকা এখন অনেকটাই পরিষ্কার CBI-র কাছে । কারা, কীভাবে নির্দেশ দিতেন, তার হদিশও পেয়েছে CBI । তাই তদন্তের স্বার্থে রাজীব কুমার ছাড়া বিধাননগর কমিশনারেটের অন্য এক পুলিশকর্তাকে নাগালে পেতে তৎপরতা শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । ওই পুলিশকর্তা সারদা তদন্তে কেস ডায়েরি তৈরি করতে সাহায্য করেছিলেন । সেই কেস ডায়েরির উপর ভর করেই বিধাননগর পুলিশ এবং SIT তাদের তদন্ত করেছিল ।

প্রসঙ্গত, SIT-র তদন্তে ও CBI-র তদন্তে উঠে আসা তথ্যের বিস্তর অমিল পাওয়া যায় । SIT ও CBI-র তদন্তে তথ্যে অমিল কেন, তা জানতে ওই পুলিশকর্তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন CBI আধিকারিকরা । যদিও বর্তমানে রাজীব কুমারের উপরই নজর রয়েছে CBI আধিকারিকদের । তাই, তাঁকে জিজ্ঞাসাবাদের আগে হাতে পাওয়া নথিপত্র আরেকবার ঝালিয়ে নিচ্ছে CBI । ইতিমধ্যেই কলকাতার প্রাক্তন নগরপালের পাসপোর্ট CBI দপ্তরে জমা পড়েছে । তাঁর এক প্রতিনিধি গতকালই পাসপোর্ট CBI-র হাতে তুলে দিয়েছেন । কিন্তু রাজীব কুমার কবে CBI দপ্তরে আসছেন তা জানা যায়নি ।

কলকাতা, 1 জুন : রাজীব কুমারকে জেরা করতে নতুন প্রশ্নমালা তৈরি করছে CBI । বিধাননগর পুলিশের দেওয়া 4 ট্রাঙ্ক ভরতি নথি CBI-কে সাহায্য করেছে । তাদের হাতে এসেছে সারদা মামলা সংক্রান্ত বেশ কিছু তথ্যপ্রমাণ । সূত্রের খবর এর ভিত্তিতেই রাজীবকে আরও একবার জেরার জন্য প্রশ্নগুচ্ছ তৈরি করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ।

রাজীব কুমরাকে হাতে পেতে চেষ্টার কোনও কসুর রাখছে না CBI । বিধাননগর কমিশনারেটের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে দু'দফায় জেরা করে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে পেয়েছে CBI । সেই সঙ্গে বিধাননগর পুলিশের থেকে পাওয়া 4 ট্রাঙ্ক ভরতি নথি CBI-কে সাহায্য করছে । তাছাড়া পুলিশকর্তা শংকর ভট্টাচার্য, প্রভাকর নাথদের জিজ্ঞাসাবাদ করে সারদা তদন্তে বিধাননগর পুলিশ ও SIT-র ভূমিকা এখন অনেকটাই পরিষ্কার CBI-র কাছে । কারা, কীভাবে নির্দেশ দিতেন, তার হদিশও পেয়েছে CBI । তাই তদন্তের স্বার্থে রাজীব কুমার ছাড়া বিধাননগর কমিশনারেটের অন্য এক পুলিশকর্তাকে নাগালে পেতে তৎপরতা শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । ওই পুলিশকর্তা সারদা তদন্তে কেস ডায়েরি তৈরি করতে সাহায্য করেছিলেন । সেই কেস ডায়েরির উপর ভর করেই বিধাননগর পুলিশ এবং SIT তাদের তদন্ত করেছিল ।

প্রসঙ্গত, SIT-র তদন্তে ও CBI-র তদন্তে উঠে আসা তথ্যের বিস্তর অমিল পাওয়া যায় । SIT ও CBI-র তদন্তে তথ্যে অমিল কেন, তা জানতে ওই পুলিশকর্তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন CBI আধিকারিকরা । যদিও বর্তমানে রাজীব কুমারের উপরই নজর রয়েছে CBI আধিকারিকদের । তাই, তাঁকে জিজ্ঞাসাবাদের আগে হাতে পাওয়া নথিপত্র আরেকবার ঝালিয়ে নিচ্ছে CBI । ইতিমধ্যেই কলকাতার প্রাক্তন নগরপালের পাসপোর্ট CBI দপ্তরে জমা পড়েছে । তাঁর এক প্রতিনিধি গতকালই পাসপোর্ট CBI-র হাতে তুলে দিয়েছেন । কিন্তু রাজীব কুমার কবে CBI দপ্তরে আসছেন তা জানা যায়নি ।

Intro:সিবিআইয়ে জমা পড়ল পাসপোর্ট এখনও অধরা রাজীব


বিধাননগর, ৩১মে: তৈরী হচ্ছে প্রশ্নমালা। বিধাননগর পুলিশের দেওযা চারটে ট্রাংক মোড় ঘুরিয়েছে রাজীব প্রশ্নপর্বের প্রস্তুতির। এই ট্রাংকে থাকা সারদা রহস্য হাতে পেয়ে এখন ফ্রন্টফুটে সিবিআই। বিধাননগর পুলিশের তৎকালীন গোয়েন্দা প্রধান সহ বিধান নগর পুলিশে কর্মরত সারদা তদন্তে একাধিক বিধান নগর পুলিশের তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে চাপ বাড়াতেই সিবিআইয়ের হাতে এসেছে বহু মূল্যবান সারদার তথ্যপ্রমাণ ও সিজার লিস্ট। সূত্রের খবর এর জেরেই রাজীব কুমারকে জেরা করার প্রশ্নামালা ফের তৈরি করতে হচ্ছে সিবিআইকে। ফলে রাজীব কুমারকে এক মাসের স্বস্তি দিলেও আসন্ন জিজ্ঞাসাবাদে তার সময়কালে আড়াল করে এই নথি তার রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট।

Body:

রাজীব কুমারকে নাগালে পেতে সমস্ত রকমের প্রচেষ্টা চালাচ্ছে সিবিআই। এদিকে তৎকালীন বিধাননগরের গোয়েন্দাপ্রধান অর্ণব ঘোষ, সরদার আইও শঙ্কর ভট্টাচার্য, প্রভাকর নাথদের জিজ্ঞাসাবাদ করে সারদা তদন্তে বিধাননগর পুলিশ ও সিটের ভূমিকা অনেকটা পরিষ্কার হয়েছে সিবিআইয়ের কাছে। কিভাবে কারা নির্দেশ দিতেন তার হদিশ পেয়েছে সিবিআই। যদিও তদন্তের এই অংশের চিত্র আরো পরিষ্কার করতে রাজীব কুমার বাদেও আরেক বিধাননগর পুলিশের কর্তাকে নাগালে পাওয়ার জন্য তৎপর হয়েছে সিবিআই। ওই পুলিশ কর্তা সারদা তদন্তে সারদার কেস ডায়েরী তৈরি করতে সাহায্য করেছিলেন। সেই কেস ডায়েরির ভর করেই বিধাননগর পুলিশ এবং সিট তার তদন্ত এগিয়ে নিয়ে গেছিল। প্রসঙ্গত সিটের তদন্তে ও সিবিআইয়ের তদন্তে উঠে আসা তথ্যের বিস্তর অমিল পাওয়া যায়। সেই অমিল কেন তৈরি হয়েছিল তা জানতে ওই পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদের ভীষণ প্রয়োজন রয়েছে মনে করছেন সিবিআই আধিকারিকরা। Conclusion:রাজীব কুমারকে নাগালে পাওয়ার পরে তাকেও পুনরায় নোটিশ দিতে চলেছে সিবিআই আধিকারিকরা। যদিও বর্তমানে সিবিআইয়ের পাখির চোখ রাজীব কুমার। তাকে জিজ্ঞাসাবাদের আগে হাতে পাওয়া নথিপত্র আরেকবার ঝালিয়ে নিচ্ছেন সিবিআই আধিকারিকরা।প্রসঙ্গত রাজীব কুমারের পাসপোর্টে তার এক প্রতিনিধি আজ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। তবে রাজীব কুমার কবে সিবিআই দপ্তরে আসছেন তা তিনি জানাননি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.