ETV Bharat / city

অ্যামাউন্ট লেখা চিরকুট কোথায় ? অর্ণবকে প্রশ্ন CBI-এর - chirkut

অর্ণব ঘোষের কাছে জানতে চাওয়া হয় বেশ কিছু চিরকুটের কথা । প্রভাবশালী কয়েকজন ব্যক্তিকে ভাউচারে (পড়ুন চিরকুট) লিখে টাকা দিয়েছিলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন । তিনি তাঁর জবানবন্দীতে জানিয়েছিলেন সে কথা । সারদার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বেশকিছু পদস্থ কর্তাকে জেরা করেও জানা গেছিল একই তথ্য । কিন্তু তদন্তে নেমে CBI একটিও চিরকুট খুঁজে পায়নি । সেগুলো গেল কোথায় ?

অর্ণব ঘোষ
author img

By

Published : May 30, 2019, 2:06 AM IST

কলকাতা, 30 মে : সকালের আত্মবিশ্বাসী চোখমুখ আর ছিল না । CBI-এর একাধিক কর্তার সাড়ে 9 ঘণ্টা ধরে জেরার পর কার্যত বিধ্বস্ত দেখাচ্ছিল পুলিশ অফিসার অর্ণব ঘোষকে । চোখের ভাষায় তখন চিন্তার ছাপ স্পষ্ট । ম্যারাথন জেরাতেই সব শেষ হয়ে যায়নি তো ? আজ তাঁকে ফের আসতে হবে CGO কমপ্লেক্স । আবারও মুখোমুখি হতে হবে জেরার ।

সূত্রের খবর, একের পর এক প্রশ্নে অর্ণবকে রীতিমতো নাজেহাল করে দেন CBI কর্তারা । আসলে এই দিনটারই অপেক্ষায় ছিলেন তাঁরা । তৈরি ছিল নিখুঁত হোমওয়ার্ক । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা জানতেন, কিছুদিন ওই একই সংস্থায় ডেপুটেশনে কাজ করা অর্ণব হোমওয়ার্ক করেই আসবেন । থাকবে বুনোট ডিফেন্স । সূত্র জানাচ্ছে, সকালে CBI কর্তাদের একের পর এক বাউন্সার দক্ষতার সঙ্গেই সামলাচ্ছিলেন ওই পুলিশ অফিসার । পরে তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ, বয়ান সামনে আনতেই ডিফেন্সে কিছুটা চিড় ধরে । CBI কর্তারা তখনই ছুড়তে শুরু করেন মোক্ষম প্রশ্নগুলো ।

সূত্র জানাচ্ছে, অর্ণব ঘোষের কাছে জানতে চাওয়া হয় বেশ কিছু চিরকুটের কথা । প্রভাবশালী কয়েকজন ব্যক্তিকে ভাউচারে (পড়ুন চিরকুট) লিখে টাকা দিয়েছিলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন । তিনি তাঁর জবানবন্দীতে জানিয়েছিলেন সে কথা । সারদার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বেশকিছু পদস্থ কর্তাকে জেরা করেও জানা গেছিল একই তথ্য । কিন্তু তদন্তে নেমে CBI একটিও চিরকুট খুঁজে পায়নি । সেগুলো গেল কোথায় ? CBI-এর সন্দেহ, রাজ্য সরকার গঠিত SIT সেই সব চিরকুট সরিয়ে দিয়েছে । সূত্র জানাচ্ছে, এই বিষয়ে জানতে চাওয়া হয় অর্ণবের কাছে । তবে, অর্ণব কী বলেছেন তা জানাতে চাননি CBI আধিকারিকরা ।

তদন্ত চলাকালীন CBI জানতে পারে, ওই চিরকুটগুলি রাখা ছিল সল্টলেকে মিডল্যান্ড পার্কে সারদার মূল অফিসে । যেখানে অর্ণব ঘোষের নেতৃত্বে বাজেয়াপ্ত করা হয়েছিল বেশ কিছু নথি । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রভাবশালীদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে CBI । সেই সূত্রে SIT-এর কাছে চাওয়া হয় নথি । বেশ কিছু নথি রাজ্য পুলিশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে । কিন্তু সেখানে চিরকুট ছিল না । সূত্রের খবর, রাজ্য পুলিশের দেওয়া নথি ভালোভাবে খতিয়ে দেখে সেই সব চিরকুটের বিষয়ে সন্দেহজনক তথ্য পেয়েছেন CBI কর্তারা । সেই তথ্য পেশ করেই আজ অর্ণবকে জেরা করা হয় । আর তাতেই নাকি ডিফেন্সে চিড় ধরে যায় দুঁদে পুলিশ কর্তার । CBI-এর ধারণা, ওই চিরকুট লোপাট করেছে SIT । সেই বিষয়টিকে প্রতিষ্ঠা করতেই উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে । প্রথমত প্রতিষ্ঠা করা যাবে, SIT নথি নষ্টের চেষ্টা চালিয়েছে । দ্বিতীয়ত, পুলিশ কর্তাদের চাপ দিয়ে যদি ওই নথি বের করা যায় তবে খোঁজ মিলতে পারে প্রভাবশালীদেরও ।

কলকাতা, 30 মে : সকালের আত্মবিশ্বাসী চোখমুখ আর ছিল না । CBI-এর একাধিক কর্তার সাড়ে 9 ঘণ্টা ধরে জেরার পর কার্যত বিধ্বস্ত দেখাচ্ছিল পুলিশ অফিসার অর্ণব ঘোষকে । চোখের ভাষায় তখন চিন্তার ছাপ স্পষ্ট । ম্যারাথন জেরাতেই সব শেষ হয়ে যায়নি তো ? আজ তাঁকে ফের আসতে হবে CGO কমপ্লেক্স । আবারও মুখোমুখি হতে হবে জেরার ।

সূত্রের খবর, একের পর এক প্রশ্নে অর্ণবকে রীতিমতো নাজেহাল করে দেন CBI কর্তারা । আসলে এই দিনটারই অপেক্ষায় ছিলেন তাঁরা । তৈরি ছিল নিখুঁত হোমওয়ার্ক । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা জানতেন, কিছুদিন ওই একই সংস্থায় ডেপুটেশনে কাজ করা অর্ণব হোমওয়ার্ক করেই আসবেন । থাকবে বুনোট ডিফেন্স । সূত্র জানাচ্ছে, সকালে CBI কর্তাদের একের পর এক বাউন্সার দক্ষতার সঙ্গেই সামলাচ্ছিলেন ওই পুলিশ অফিসার । পরে তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ, বয়ান সামনে আনতেই ডিফেন্সে কিছুটা চিড় ধরে । CBI কর্তারা তখনই ছুড়তে শুরু করেন মোক্ষম প্রশ্নগুলো ।

সূত্র জানাচ্ছে, অর্ণব ঘোষের কাছে জানতে চাওয়া হয় বেশ কিছু চিরকুটের কথা । প্রভাবশালী কয়েকজন ব্যক্তিকে ভাউচারে (পড়ুন চিরকুট) লিখে টাকা দিয়েছিলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন । তিনি তাঁর জবানবন্দীতে জানিয়েছিলেন সে কথা । সারদার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বেশকিছু পদস্থ কর্তাকে জেরা করেও জানা গেছিল একই তথ্য । কিন্তু তদন্তে নেমে CBI একটিও চিরকুট খুঁজে পায়নি । সেগুলো গেল কোথায় ? CBI-এর সন্দেহ, রাজ্য সরকার গঠিত SIT সেই সব চিরকুট সরিয়ে দিয়েছে । সূত্র জানাচ্ছে, এই বিষয়ে জানতে চাওয়া হয় অর্ণবের কাছে । তবে, অর্ণব কী বলেছেন তা জানাতে চাননি CBI আধিকারিকরা ।

তদন্ত চলাকালীন CBI জানতে পারে, ওই চিরকুটগুলি রাখা ছিল সল্টলেকে মিডল্যান্ড পার্কে সারদার মূল অফিসে । যেখানে অর্ণব ঘোষের নেতৃত্বে বাজেয়াপ্ত করা হয়েছিল বেশ কিছু নথি । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রভাবশালীদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে CBI । সেই সূত্রে SIT-এর কাছে চাওয়া হয় নথি । বেশ কিছু নথি রাজ্য পুলিশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে । কিন্তু সেখানে চিরকুট ছিল না । সূত্রের খবর, রাজ্য পুলিশের দেওয়া নথি ভালোভাবে খতিয়ে দেখে সেই সব চিরকুটের বিষয়ে সন্দেহজনক তথ্য পেয়েছেন CBI কর্তারা । সেই তথ্য পেশ করেই আজ অর্ণবকে জেরা করা হয় । আর তাতেই নাকি ডিফেন্সে চিড় ধরে যায় দুঁদে পুলিশ কর্তার । CBI-এর ধারণা, ওই চিরকুট লোপাট করেছে SIT । সেই বিষয়টিকে প্রতিষ্ঠা করতেই উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে । প্রথমত প্রতিষ্ঠা করা যাবে, SIT নথি নষ্টের চেষ্টা চালিয়েছে । দ্বিতীয়ত, পুলিশ কর্তাদের চাপ দিয়ে যদি ওই নথি বের করা যায় তবে খোঁজ মিলতে পারে প্রভাবশালীদেরও ।

Intro:কলকাতা, ২৯ মে: সকালের আত্মবিশ্বাসী চোখমুখ আর ছিল না। সিবিআইয়ের একাধিক কর্তার সাড়ে 9 ঘণ্টা জেরার পর কার্যত বিধ্বস্ত দেখাচ্ছিল পুলিশ অফিসার অর্ণব ঘোষকে। আত্মবিশ্বাসী শরীরী ভাষা তখন আর নেই। মুখের ভূগোল আর চোখের ভাষায় তখন চিন্তার ছাপ স্পষ্ট। ম্যারাথন জেরাতেই সব শেষ হয়ে যায়নি যে! আগামীকাল তাঁকে ফের আসতে হবে সিজিও কম্প্লেক্সে। আবারো মুখোমুখি হতে হবে জেরার! Body:সূত্রের খবর, একের পর এক প্রশ্নে অর্ণবকে রীতিমতো নাজেহাল করে দেন CBI কর্তারা। আসলে এই দিনটারই অপেক্ষায় ছিলেন তারা। তৈরি ছিল নিখুঁত হোম ওয়ার্ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা জানতেন, কিছুদিন ওই একই সংস্থায় ডেপুটেশনে কাজ করা অর্ণব হোমওয়ার্ক করেই আসবেন। থাকবে বুনোট ডিফেন্স। সূত্র জানাচ্ছে, সকালে সিবিআই কর্তাদের একের পর এক বাউন্সার দক্ষতার সঙ্গেই সামলাচ্ছিলেন ওই পুলিশ অফিসার। পরে তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ, বয়ান সামনে আনতেই ডিফেন্সে কিছুটা চিড় ধরে। আর সি বি আই কর্তারা তখনই ছুঁড়তে শুরু করেন মোক্ষম প্রশ্নগুলো।

সূত্র জানাচ্ছে, অর্ণব ঘোষের কাছে জানতে চাওয়া হয় বেশ কিছু চিরকুটের কথা।প্রভাবশালী কিছু ব্যক্তিকে ভাউচারে লিখে নাকি টাকা দিয়েছিলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন। তিনি তাঁর জবানবন্দিতে জানিয়েছেন সে কথা। সারদার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বেশকিছু পদস্থ কর্তাকে জেরা করেও জানা গিয়েছিল সেই তথ্য। কিন্তু তদন্তে নেমে সিবিআই সেই চিরকুট একটিও খুঁজে পায়নি। তবে সেগুলো গেল কোথায়? সিবিআইয়ের সন্দেহ, রাজ্য সরকার গঠিত SIT সেই সব চিরকুট সরিয়ে দিয়েছে। সূত্র জানাচ্ছে, এই বিষয়ে জানতে চাওয়া হয় অর্ণবের কাছে। Conclusion:তদন্ত চলাকালীন সিবিআই জানতে পারে, ওই চিরকুট গুলি রাখা ছিল সল্টলেকে মিডল্যান্ড পার্কে সারদার মূল অফিসে। যেখানে অর্ণব ঘোষের নেতৃত্বে বাজেয়াপ্ত করা হয়েছিল বেশ কিছু নথি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রভাবশালীদের খুঁজে বের করতে যে তদন্ত চালাচ্ছে সিবিআই, সেই সূত্রে SIT র কাছে চাওয়া হয় নথি। বেশ কিছু নথি রাজ্য পুলিশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কিন্তু সেখানে চিরকুট ছিল না। সূত্রের খবর, রাজ্য পুলিশের দেওয়া নথি ভালোভাবে খতিয়ে দেখে সেই সব চিরকুটের বিষয়ে সন্দেহজনক তথ্য পেয়েছেন সিবিআই কর্তারা। সেই তথ্য পেশ করেই আজ অর্ণবকে জেরা করা হয় বলে সূত্র জানাচ্ছে। আর তাতেই নাকি ডিফেন্সে চিড় ধরে যায় দুঁদে পুলিস কর্তার। সিবিআইয়ের ধারণা ওই চিরকুট লোপাট করেছে সিট। সেই বিষয়টিকে প্রতিষ্ঠা করতেই উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে। প্রথমত প্রতিষ্ঠা করা যাবে, SIT নথি নষ্টের চেষ্টা চালিয়েছে। দ্বিতীয়তঃ পুলিশ কর্তাদের চাপ দিয়ে যদি ওই নথি বের করা যায় তবে খুঁজে বের করা যাবে প্রভাবশালীদের।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.