ETV Bharat / city

Coal Smuggling Case: কয়লাপাচার-কাণ্ডে বিধায়ক শওকতের ছায়াসঙ্গী সাদেককে তলব সিবিআই-এর

কয়লাপাচার-কাণ্ডে বিধায়ক শওকত মোল্লার ছায়াসঙ্গী সাদেক লস্করকে ডেকে পাঠাল সিবিআই (CBI Summons Sadeq Laskar Associate of MLA Saokat Molla in Coal Smuggling Case) ৷ 16 জুন তাঁকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷

CBI Summons Sadeq Laskar Associate of MLA Saokat Molla in Coal Smuggling Case
CBI Summons Sadeq Laskar Associate of MLA Saokat Molla in Coal Smuggling Case
author img

By

Published : Jun 13, 2022, 12:30 PM IST

কলকাতা, 13 জুন : অনুব্রত মণ্ডলের দেহরক্ষী কনস্টেবল সায়গেল হোসেনকে আগেই গ্রেফতার করেছে সিবিআই ৷ এ বার কি পালা সাদেক লস্করের ? যিনি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছায়াসঙ্গী বলে পরিচিত (CBI Summons Sadeq Laskar Associate of MLA Saokat Molla in Coal Smuggling Case) ৷ আগামী 16 জুন নিজাম প্যালেসে কয়লাপাচার-কাণ্ডে সাদেক লস্করকে তলব করেছে সিবিআই ৷ সাদেক লস্করকে একাধিক অনুষ্ঠানে শওকত মোল্লার সঙ্গে দেখা গিয়েছে ৷

রাজ্যে কয়লাপাচার-কাণ্ডের তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই ৷ সেই তল্লাশিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পারেন রানিগঞ্জ-আসানসোল সহ একাধিক কোলিয়ারি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলন করে, রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল ৷ যে সব জায়গায় বেআইনি ভাবে কয়লা পাঠানো হয়েছিল, তার মধ্যে অন্যতম হল দক্ষিণ 24 পরগনার ক্যানিং ৷ ফলে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকেও সিবিআই ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে ৷ আগামী 9 জুন নিজাম প্যালেসে তাঁকে আসতে বলেছে সিবিআই ৷

আর এর মধ্যেই শওকত মোল্লার ছায়াসঙ্গী বলে পরিচিত সাদেক লস্করকে আগামী 16 জুন নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছে সিবিআই ৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাদের হাতে বেশ কিছু নথি এসেছে ৷ যার ভিত্তিতে গোয়েন্দাদের অনুমান এই ক্যানিংয়ে কয়লা পাচারের ক্ষেত্রে সাদেক লস্করের ভূমিকা থাকতে পারে ৷ বিশেষত যখন ক্যানিং পূর্বের বিধায়কের নাম এ ক্ষেত্রে উঠে এসেছে ৷ সেখানে তাঁর ঘনিষ্ঠ সাদেকের জড়িত থাকার একটা বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সিবিআই ৷

আরও পড়ুন : Rujira Banerjee : কয়লা পাচার মামলায় কবে হাজিরা দিতে পারবেন ? জবাব চেয়ে অভিষেক-জায়াকে নোটিশ ইডি'র

ক্যানিং পূর্বের বিভিন্ন জায়গায় একাধিক ইটভাটা রয়েছে ৷ সিবিআই এর অনুমান রানিগঞ্জ-আসানসোল-সহ একাধিক জায়গার থেকে বেআইনি ভাবে কয়লা উত্তোলন করে ক্যানিং পূর্বের একাধিক ইটভাটায় জ্বালানি হিসেবে কাজে লাগানো হয়েছিল ৷ সে ক্ষেত্রে বড় অংকের মুনাফার টাকা বিভিন্ন প্রভাবশালীদের কাছে গিয়েছে বলে সিবিআই সূত্রের খবর ৷ ফলে এই সব বিষয়ে নিশ্চিত হতে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন সিবিআই এর কাছে ৷

প্রসঙ্গত, সম্প্রতি অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী সায়গেল হোসেনকে কয়লাপাচার এবং গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকার পর গ্রেফতার করেছিল সিবিআই ৷ এ বার আরেক তৃণমূল নেতার ছায়াসঙ্গীকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি এ বার সাদেক লস্করের পালা ? তবে, এই প্রশ্নের উত্তর পেতে 16 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ যদি না, সাদেক লস্কর সিবিআই এর তলব এড়িয়ে যান ৷

কলকাতা, 13 জুন : অনুব্রত মণ্ডলের দেহরক্ষী কনস্টেবল সায়গেল হোসেনকে আগেই গ্রেফতার করেছে সিবিআই ৷ এ বার কি পালা সাদেক লস্করের ? যিনি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছায়াসঙ্গী বলে পরিচিত (CBI Summons Sadeq Laskar Associate of MLA Saokat Molla in Coal Smuggling Case) ৷ আগামী 16 জুন নিজাম প্যালেসে কয়লাপাচার-কাণ্ডে সাদেক লস্করকে তলব করেছে সিবিআই ৷ সাদেক লস্করকে একাধিক অনুষ্ঠানে শওকত মোল্লার সঙ্গে দেখা গিয়েছে ৷

রাজ্যে কয়লাপাচার-কাণ্ডের তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই ৷ সেই তল্লাশিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পারেন রানিগঞ্জ-আসানসোল সহ একাধিক কোলিয়ারি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলন করে, রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল ৷ যে সব জায়গায় বেআইনি ভাবে কয়লা পাঠানো হয়েছিল, তার মধ্যে অন্যতম হল দক্ষিণ 24 পরগনার ক্যানিং ৷ ফলে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকেও সিবিআই ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে ৷ আগামী 9 জুন নিজাম প্যালেসে তাঁকে আসতে বলেছে সিবিআই ৷

আর এর মধ্যেই শওকত মোল্লার ছায়াসঙ্গী বলে পরিচিত সাদেক লস্করকে আগামী 16 জুন নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছে সিবিআই ৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাদের হাতে বেশ কিছু নথি এসেছে ৷ যার ভিত্তিতে গোয়েন্দাদের অনুমান এই ক্যানিংয়ে কয়লা পাচারের ক্ষেত্রে সাদেক লস্করের ভূমিকা থাকতে পারে ৷ বিশেষত যখন ক্যানিং পূর্বের বিধায়কের নাম এ ক্ষেত্রে উঠে এসেছে ৷ সেখানে তাঁর ঘনিষ্ঠ সাদেকের জড়িত থাকার একটা বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সিবিআই ৷

আরও পড়ুন : Rujira Banerjee : কয়লা পাচার মামলায় কবে হাজিরা দিতে পারবেন ? জবাব চেয়ে অভিষেক-জায়াকে নোটিশ ইডি'র

ক্যানিং পূর্বের বিভিন্ন জায়গায় একাধিক ইটভাটা রয়েছে ৷ সিবিআই এর অনুমান রানিগঞ্জ-আসানসোল-সহ একাধিক জায়গার থেকে বেআইনি ভাবে কয়লা উত্তোলন করে ক্যানিং পূর্বের একাধিক ইটভাটায় জ্বালানি হিসেবে কাজে লাগানো হয়েছিল ৷ সে ক্ষেত্রে বড় অংকের মুনাফার টাকা বিভিন্ন প্রভাবশালীদের কাছে গিয়েছে বলে সিবিআই সূত্রের খবর ৷ ফলে এই সব বিষয়ে নিশ্চিত হতে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন সিবিআই এর কাছে ৷

প্রসঙ্গত, সম্প্রতি অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী সায়গেল হোসেনকে কয়লাপাচার এবং গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকার পর গ্রেফতার করেছিল সিবিআই ৷ এ বার আরেক তৃণমূল নেতার ছায়াসঙ্গীকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি এ বার সাদেক লস্করের পালা ? তবে, এই প্রশ্নের উত্তর পেতে 16 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ যদি না, সাদেক লস্কর সিবিআই এর তলব এড়িয়ে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.